জাবেদ হাবিবের স্পেশাল ঘরোয়া টিপসের ফ্যান আপনারা সবাই। আমরা নানা তাঁর নানা বিষয় নিয়ে হাজির হই যা খুব সহজেই করা যায়, আর ঘরোয়া উপকরণের সাহায্যেই কাজ হয়ে যায়। আজ সেরকমই এক জাবেদ জাদু নিয়ে হাজির দাশবাস।
আজ জাবেদ হাবিব যে ম্যাজিক ড্রিঙ্ক নিয়ে কথা বলবেন তা আপনাদের চুলের যত্ন নেওয়ার পাশাপাশি ত্বকের জন্য খুব হেল্পফুল। তাহলে চলুন কথা না বাড়িয়ে নিচের ভিডিওতে শুনে নেওয়া যাক মিস্টার হাবিবের কথা।
জাবেদ হাবিব ম্যাজিক ড্রিঙ্ক ভিডিও
ভিডিওতে এতক্ষণ দেখে বুঝেই গিয়েছেন যে। ঘরে থাকা সামান্য হলুদ আপনার চকচকে ত্বক ও ঝলমলে চুলের জন্য কতটা উপকারী। ইতিমধ্যে দেখেছেন যে হলুদ ও মধু দিয়ে কিভাবে ম্যাজিক ড্রিঙ্ক বানালেন জাবেদ হাবিব। হলুদের উপকারিতা সম্পর্কে নিশ্চয়ই আগে থেকেই আপনারা ওয়াকিবহাল। তাহলে আর সংশয় না করে রোজকার জীবনে হলুদকে বানিয়ে নিন সঙ্গী। যা আপনাকে উজ্জ্বল, সতেজ ত্বকের মালকিন বা মালিক বানানোর সাথে সাথে এনে দেবে আরও হাজার একটা সুবিধা।
ম্যাজিক ড্রিঙ্ক রেসিপিঃ
উপকরন
- এক চিমটে হলুদ গুঁড়ো (সম্ভব হলে ওরগ্যানিক বা জৈব হলুদের ব্যবহার করুন)
- সামান্য মধু স্বাদের জন্য ( মধুর বদলে চিনি দেওয়া যায় তবে না দেওয়াই ভালো)
- এক গ্লাস ঈষদুষ্ণ গরম জল ( একদমই হালকা গরম)
কি ভাবে বানাবেন?
- এক গ্লাস ঈষদুষ্ণ গরম জল নিয়ে তাতে এক চিমটে হলুদ আর একেবারে সামান্য মধু মিশিয়ে নিন ভালো করে।
- রেডি আপনার ম্যাজিক ড্রিঙ্ক।
- এবার রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস করে এই ড্রিঙ্ক পান করুন।
- একমাস নিয়মিত পান করুন আর পান ঝলমলে চুলের সাথে ঝকঝকে ত্বক একেবারে বিনামূল্যে।
- প্রথম প্রথম খেতে হয়তো একটু বিস্বাদ লাগতে পারে। তাই বলে খাওয়া ছেড়ে দেবেন না। দু দিন খাওয়ার পর দেখবেন অভ্যাস হয়ে গিয়েছে। খেতে আর সমস্যা হবে না।
- এর চেয়ে সহজ আর কি কোন পানীয় হতে পারে! যা ত্বক ও চুলের যত্ন নেবে একেবারে জাবেদ হাবিবের মত!
মন্তব্য করুন