আপনার সুখী জীবন বা গৃহস্থের ওপর কি কারো নজর পড়েছে? আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী কি অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়েছে, সন্তানের পড়াশোনা ঠিকমত হচ্ছে না, মেয়ের বিয়ে দিতে গিয়ে সমস্যায় পড়েছেন বা বাড়িতে রোগ-ভোগ লেগেই আছে? সমাধানের জন্য তাবিজ-কবজ, এই বাবা, সেই তান্ত্রিক কত কিছুই করছেন খুব বেশি কি লাভ হচ্ছে আপনার? শুধু চিন্তায় চিন্তায় শরীরটাই খারাপ হচ্ছে!
আপনার এই সব সমস্যা, চিন্তা যাতে দূর হয়, আপনার জীবন আর সংসার যাতে কু-নজরে না পড়ে তার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না, মনোযোগ দিয়ে শুধু আজকের লেখাটি পড়ে ফেলতে হবে| কারণ আজ আমরা আপনাকে জানাবো এমন পাঁচটি জিনিসের কথা যা বাড়িতে থাকলে মা কালী বা ভগবতীর বসবাস আপনার ঘরে স্থায়ী হবে এবং আপনার জীবনের সব সমস্যার সমাধান ঘটবে|
দীর্ঘ অসুখ-বিসুখ, ব্যবসায় ক্ষতি, ব্ল্যাক ম্যাজিক, পড়াশোনা বা চাকুরীর ক্ষেত্রে বাধা, শুভ অনুষ্ঠান যেমন বিয়েতে বাধা, খুব কাছের কোনো মানুষের কাছ থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা, শনির দৃষ্টি, ইত্যাদি সব কিছুর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বহু প্রাচীন কাল থেকেই মা কালীর বন্দনা করা হয়ে থাকে| ভেবে দেখুন একবার, মায়ের অংশ বা আশীর্বাদ যদি আপনার গৃহেই অবস্থান করে তাহলে কেমন হয়| জানতে ইচ্ছে করছে তো সেগুলি কি? আসুন, জেনে নিন আপনার সুখী জীবনের চাবিকাঠিগুলি কি কি?
কামাখ্যা মায়ের রক্ত বস্ত্র
কামাখ্যা মন্দির ৫১ টি শক্তি পীঠের অন্যতম| কথিত আছে এখানে মায়ের যোনী অংশটির অবস্থান| বছরের একটি বিশেষ সময়ে এই মন্দিরে নিবাসিনী দেবীর প্রাকৃতিক নিয়মে ঋতুস্রাব হয়ে থাকে এবং বলা হয়ে থাকে এই সময় নাকি ব্রহ্মপুত্র নদ লাল হয়ে ওঠে| এই সময়টিতে মন্দিরের গর্ভগৃহে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় যা নাকি লাল রং ধারণ করে, যা রক্ত বস্ত্র নামে পরিচিত| এই রক্ত বস্ত্র সংগ্রহ করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে লোকজনের সমাগম হয় প্রতি বছর| এই বস্ত্রের একটি ছোট্ট অংশ যদি আপনি নিজের কাছে রাখেন বা আপনার বাড়িতে রাখেন তবে আপনার ঘরে স্বয়ং মা কালী বিরাজমান হন| আপনার ঘরে মায়ের আগমন ঘটলে আপনি সহজেই সমস্ত রকম বাধা বিপত্তি মুক্ত জীবনযাপনে সক্ষম হবেন|
মায়ের পায়ের সিঁদুর
স্বামীর দীর্ঘ সুস্থ জীবন সব স্ত্রীর একমাত্র কাম্য| এছাড়া আপনার জীবনসঙ্গীর অন্য কারোর প্রতি আসক্তি বা অন্য কারোর আপনার বিবাহিত জীবনে সমস্যা ঘটানোর চেষ্টা থেকে নিষ্কৃতি চাইলে আপনার ঠাকুর ঘরে মায়ের পায়ের সিঁদুর শ্রদ্ধা ও ভক্তি সহকারে রেখে দিন| এতে মায়ের অবস্থান ও মায়ের আশীর্বাদ আপনার সংসার সুখের করে তুলতে পারে|
মায়ের ভূষণ বা বস্ত্র
অনেক চেষ্টা করেও আপনার চাকুরী বা ব্যবসায় উন্নতি হচ্ছে না? আপনার আর্থিক সমস্যা দিন দিন বেড়েই চলছে? চিন্তা করবেন না| মায়ের আশীর্বাদ স্বরূপ মা কালীর বস্ত্র বা আভূষণ ঘরে রাখুন| এতে আপনার ঘরে মায়ের নিবাস স্থায়ী হয় এবং মায়ের আশীর্বাদে চিরকালের জন্য অন্ন ও বস্ত্রের অভাব দূর হয়|
মায়ের পায়ের জবা ফুল
দেবী ভগবতী বা কালী শুধু জবা ফুলেই তুষ্ট থাকেন| তাই মায়ের পুজোয় লাল জবা অতি আবশ্যক| লাল জবা ফুলের পুষ্পাঞ্জলি দ্বারাই মায়ের পুজো সম্পন্ন হয়| আর মায়ের পায়ে অর্পিত এই আশীর্বাদী জবা ফুল যদি আপনার ঘরে থাকে তাহলে মায়ের আশীর্বাদে আপনার গৃহে শান্তি বজায় থাকে| আপনার সন্তানের পড়াশোনা, সন্তানের বিবাহের শুভ যোগ, ব্যবসা বা চাকুরিতে উন্নতি বা রোগ মুক্তি সব রকম দিক থেকেই আপনার পরিবারে সুখ ও সমৃদ্ধির বর্ষণ হয়|
মায়ের খড়গ
আমাদের চারপাশে ক্ষতি করার মানুষের কোনো অভাব নেই| জেনেই হোক বা না জেনেই হোক, ইচ্ছে করে বা অনিচ্ছা হেতু কেউ না কেউ পরস্পরের ক্ষতি করেই চলছে|আচ্ছা ভেবে দেখুন আপনার উন্নতি, ভালো গাড়ি, বাড়ি কারোর অপছন্দের কারণ হয়ে দাঁড়াচ্ছে কি? কেউ কি নানা ছলাকলায় আপনার ক্ষতির চেষ্টা করে চলছে? কারোর কু-নজরে যদি আপনার জীবন দুর্বিসহ হয়ে পড়ে তাহলে অবিলম্বে আপনার গৃহে মায়ের খড়গ স্থাপন করুন| এতে আপনার ঘরে স্বয়ং মায়ের নিবাস ঘটে এবং তিনি আপনাকে রক্ষা করবেন সব বিপদের থেকে|
আমাদের অন্তরে বা সমাজে চারপাশে যে অশুভ শক্তি আছে, যা কিছু খারাপ তা সব কিছু নষ্ট করে সমাজকে শুদ্ধ করার জন্যই প্রতি বছর আমরা দেবী কালী বা দেবী ভগবতীর সাধনা করে থাকি| ভক্তি ও নিষ্ঠায় দেবী তুষ্ট হন এবং সমস্ত অশুভ কিছুর বিনাশ সাধন করেন| এই অশুভ শক্তি কিন্তু আসলে মানুষেরই মনের অন্ধকার| একে অপরের প্রতি অশ্রদ্ধা, হিংসা অন্যের ক্ষতি করার ইচ্ছা, অপরের ভালো থাকায় কু-নজর এই সমস্ত কিছু অত্যধিক মাত্রায় বেড়ে যাওয়ার ফলেই সমাজে ও আপনার, আমার জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়|
তাই মায়ের আগমন বা বসবাস যদি আপনার, আমার জীবনে স্থায়ী হয় তাহলে আর কোনো সমস্যাই থাকে না| ভক্তি ও নিষ্ঠা সহকারে এই আশীর্বাদী জিনিসগুলি আপনার ঘরে রাখুন, দেখবেন মায়ের আগমনে আপনার গৃহস্থী কেমন সুখের ও শান্তির হয়ে উঠবে|
মন্তব্য করুন