বাচ্চাদের নিজেদের রুম থাকা খুবই জরুরি, বিশেষ করে আজকালকার দিনে। যেখানে সে নিজের মত আকাশকুসুম ভাবনায় পক্ষীরাজের ঘোড়ায় চেপে উড়তে পারে মাঝে মধ্যেই। বাস্তবের জটিল মানসিকতা থেকে খানিকটা হলেও সে মুক্ত বিহঙ্গ হয়ে থাকবে তার রুমে। আর সেই রুম যে সে ধরণের হলে কি ঠিক মানায়! একদম না।
নিষ্পাপ সরল শিশুর মতই হওয়া চাই তাদের রুম। আর তাই কয়েকটি আইডিয়া নিয়ে হাজির আজ। দেখে নিন বাচ্চাদের রঙিন দুনিয়া ঠিক কিরকম হওয়া উচিত। ১৫টি ডিজাইন রইলো। আপনার সোনামনির কোনটা পছন্দ জানাতে ভুলবেন না।
সবুজই সবুজ দেখা দিচ্ছে ঘর জুড়ে। আলো আর রঙের সুন্দর মেলবন্ধনে সিম্পল রুমও সেজে উঠতে পারে ছোট্ট ন্যাচার পার্কের ধাঁচে।
মার্বেলস কমিকের ফ্যান হলে আপনার সোনা নিজের তার রুমের কাপ্তান হয়ে উঠবে।
ক্যাম্পের মজা যদি রুমেই পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না।
গাড়ি যদি পছন্দের খেলনা হয় তাহলে তার বিছানাটা গাড়ির স্টাইলেই বানিয়ে দিন।
একদল সুপার হিরোর মাঝে আপনার ছোট্ট হিরোকে বড় হতে দিন।
কন্যার গোলাপি রঙের ছোট্ট প্যালেসের একটা সুন্দর মডেল।
সিম্পল কিন্তু সুন্দর ছিমছাম একটি রুম।
মন্তব্য করুন