প্যান্ডেল হপিং নিশ্চয়ই শুরু হয়েছে? আর প্যান্ডেল টু প্যান্ডেল ঘোরার জন্য মেকআপটা ঠিকমত করা চাই। আগেরদিন তাড়াতাড়ির চোটে ঠিক মতো মেকআপটাই করা হয়নি তাই তো? কিন্তু ওটাই তো আসল! চিন্তা নেই মেকআপ হয়ে যাবে মাত্র ১০ মিনিটে! মাত্র ১০ মিনিটেই হয়ে উঠবেন অপরুপা। জেনে নিন ১০ মিনিটে মেকআপ করে নেবার টিপস।
বেস মেকআপ
প্রথমে আসি মুখের মেকআপের কথায়। এটা সব থেকে গুরুত্বপূর্ণ। মুখের মেকআপের ক্ষেত্রে, ফাউণ্ডেশন তারপর কমপ্যাক্ট ব্যবহার করার পরিবর্তে ব্যবহার করুন জাস্ট ক্রিম ফাউণ্ডেশন। বা লাগাতে পারেন বি.বি. বা। সি.সি. ক্রিম। জাস্ট মুখে একটু বি.বি. বা সি.সি. ক্রিম লাগিয়ে নিন। ব্যাস মুখের মেকআপ রেডি। আলাদা করে কোন সানস্ক্রিন, ফেস পাউডার লাগাতে হবে না। এটাই সব কাজ করবে। এতে সময়ও কম লাগে আর ভালোভাবে মেকআপটাও হয়।
চোখ
মুখের পর চোখ খুব গুরুত্বপূর্ণ। চোখকে সঠিকভাবে সাজাতে বেশ সময় লাগে। সাধারণত আমরা লিকুইড আইলাইনার ব্যবহার করি। কিন্তু এক্ষেত্রে ব্যবহার করুন পেনসিল লাইনার। এতে লাইনার শুকোবার জন্য অপেক্ষা করতে হয় না। এটা পরাও সহজ। সময়ও বাঁচে। আবার কাজল পেনসিলও ব্যবহার করতে পারেন। ওপর ও নীচের পাতায়। তাড়াতাড়ি হয়ে যাবে। জাস্ট মোটা করে কাজল পড়ে নিন। ওপর ও নীচের পাতায়। ও একটু মাস্কারা লাগিয়ে নিন। ব্যাস আপনার চোখ রেডি। সময় কম থাকলে স্যাডো না লাগালেও চলবে।
ঠোঁট
ঠোঁটকে সাজানোর জন্য লিপ লাইনার লিপস্টিক ধাপে ধাপে ব্যবহার করার পরিবর্তে, ব্যবহার করুন লিপগ্লস। কোন ভালো ব্র্যান্ডের লিপগ্লস কিনে নিন। এতে সময়ও কম লাগে আর অনেকক্ষণ থাকেও।
মেকআপের জিনিস গুলো ঠিক করে হাতের কাছে গুছিয়ে রাখুন। ভারী মেকআপের জন্য একটা জায়গা। এবং হালকা মেকআপের জন্য একটা জায়গা। তাহলে খুঁজতে হবে না। সুবিধা হবে।
তাহলে মেকআপের মূল তিনটি জিনিস মুখ, চোখ, ও ঠোঁট তৈরি। সময় কম থাকলে, এই কয়েকটা টিপস মাথায় রাখুন, তাহলে মেকআপটা ঠিক মত হয়নি এই নিয়ে মন খুঁত খুঁত করতে হবে না। খুব তাড়াতাড়ি সিম্পল অথচ সুন্দর করে নিজেকে সাজিয়ে তুলতে পারবেন।
মন্তব্য করুন