গরমকাল এল সাথে নিয়ে এল হাজার সমস্যা। এই সময় সবচেয়ে বড় সমস্যা ত্বকে দেখা দেয়। সান ট্যান। সূর্যের আলো থেকে শরীর, বিশেষ করে মুখ নিজের স্বাভাবিক রঙ হারায়। কালো রঙের স্পট দেখা দেয় যে সব জায়গায় সূর্যের আলো বেশি করে লাগে। এর ফলে ত্বকের উজ্জ্বলতা হ্রাস পায়। সান ট্যান বা রোদে ত্বক পোড়ার ফলে ব্রণ, অসময়ে মুখে বলিরেখা, কালো ছোপ ও অন্যান্য নানা সমস্যা দেখা দেয়। আমরা কম বেশি সবাই এই সমস্যার সম্মুখীন হই। সান ট্যান দূর করার কিছু ঘরোয়া উপায় নিয়ে আমরা হাজির। ঘরোয়া উপায়ে সান ট্যান দূর করুন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সান ট্যানকে আমরা টাটা বলব।
১. সান ট্যান দূর করতে টমেটোর প্যাক
সান ট্যান থেকে ত্বকের যত্ন নিতে টমেটো খুবই কার্যকরী। টমেটো ত্বকের গভীরের থেকে ময়লা বের করে আনে। ফলে ত্বক উজ্জ্বল ও দাগ মুক্ত হয় সহজে।
উপকরন
টমেটো, দই, লেবু।
কিভাবে ব্যবহার করবেন
১ টি মাঝারী সাইজের টমেটো নিয়ে ভালো করে পেস্ট করে নিন। এবার টমেটোর পেস্টটিতে ১ চামচ লেবুর রস ও ২ চামচ টক দই মেশান। ভালো করে মিশ্রণটি বানানোর পর শরীরের ট্যান হয়ে যাওয়া এরিয়াতে লাগান। ৩০ মিনিট পর ভালো করে ঠাণ্ডা জলে দুয়ে পরিষ্কার করে নিন। এক সপ্তাহ রোজ দিনে দুবার করে প্যাকটি ব্যবহার করুন। সান ট্যান থাকবে না।
২. সান ট্যান দূর করতে শসার প্যাক
শসা ত্বকের যত্ন নিতে খুবই কার্যকরী এটা কম বেশি সবার জানা। তবে এটা কি জানেন সান ট্যান দূর করতে শসা খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
উপকরন
১ টি মাঝারী সাইজের শসা, গোলাপজল, লেবু।
কিভাবে ব্যবহার করবেন
১ টি মাঝারী সাইজের শসা পেস্ট করে রস বের করে নিন। এবার এতে ১চামচ লেবুর রস ও ২ চামচ গোলাপজল মেশান। রেডি আপনার প্যাক। শরীরের ট্যান হয়ে যাওয়া এরিয়াতে লাগান। ১০ মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে নিন। এক সপ্তাহ রোজ একবার করে করুন বাইরে রোদের থেকে এসে।
৩.সান ট্যান দূর করতে আলুর প্যাক
সান ট্যান দূর করতে আলুর ব্যবহার করতে পারেন। একেবারে ঘরোয়া উপায়।
উপকরন
আলু, জল।
কিভাবে ব্যবহার করবেন
২ টো আলু নিয়ে ভালো করে পেস্ট করে রস বানান। এবার তাতে অল্প জল মিশিয়ে নিন। রেডি আপনার প্যাক। ট্যান হয়ে যাওয়া অংশে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। তারপর জল দিয়ে দুয়ে নিন। রোজ একবার করে এপ্লাই করুন।
৪. সান ট্যান দূর করতে দুধের প্যাক
সান ট্যান থেকে মুক্তি পেতে এই ঘরোয়া উপায়টি ব্যবহার করুন। দুধ দিয়ে সান ট্যান আরামসে দূর করা যায়।
উপকরন
দুধ, দই, মধু, গোলাপজল।
কিভাবে ব্যবহার করবেন
একটি পাত্রে আধা কাপ দুধ নিন। সাথে দই মেশান এক চামচ। তারপর ১ চামচ মধু ও ১ চামচ গোলাপজল মিশিয়ে নিন। তৈরি আপনার প্যাক। ট্যান হয়ে যাওয়া অংশে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। তারপর জল দিয়ে দুয়ে নিন। রোজ একবার করে এপ্লাই করুন।
৫. সান ট্যান দূর করতে লেবুর প্যাক
লেবুতে থাকে অ্যাসিড। যা প্রাকৃতিক ব্লিচ রূপে কাজ করে। সান ট্যান দূর করার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায়।
উপকরন
লেবু, চিনি।
কিভাবে ব্যবহার করবেন
লেবুর রস ও চিনি সমমাত্রায় মিশিয়ে নিন। চিনি দানাদানা যেন থাকে অল্প। পরিমান মত বানান। তৈরি আপনার প্যাক। ট্যান হয়ে যাওয়া অংশে লাগিয়ে রাখুন ১০ মিনিট। তারপর জল দিয়ে দুয়ে নিন। রোজ একবার করে এপ্লাই করুন।
সান ট্যান দূর করার ঘরোয়া উপায়গুলি ব্যবহার করুন। তাছাড়া রোদে বাইরে বেরলে চেষ্টা করুন ছাতা, সানগ্লাস ব্যবহার করার। সান্স ক্রিম ব্যবহার করবেন অবশ্যই।
মন্তব্য করুন