আলতা পায়ে ছোট বেলায় দাপিয়ে বেড়াতুম সারা বাড়ি। মায়ের আলতার শিশির থেকে চুপি চুপি অপুটু হাতে আলতা পরার শখ, ছোট বেলায় সব বাঙালি মেয়ের, কম বেশি ছিল হয়তো আমার মত।
কিন্তু আজ আলতা পায়ের সাজ, অনেকের কাছেই ওল্ড ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে। তাও আমার মত আজও যারা আলতা পরার শখ রাখো, তাদের জন্য সুন্দর ১০টি নক্সার ছবি নিয়ে এলাম। দেখো দেখি পছন্দ হয় কিনা!










Ok