এই করোনার সময়ে আমাদের আয়ের দিকে খানিক টান পড়েছে। তাই সঞ্চয়ের দিকে আমাদের তাকাতেই হচ্ছে। আর আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ সঞ্চয় করি আমাদের বয়সকালের কথা ভেবে, রিটায়ারমেন্টের কথা ভেবে।
আজ আপনাদের একটি স্মার্ট সঞ্চয় পদ্ধতির কথা জানাবো, যেখানে মাসে মাসে আপনি যে টাকা দেবেন সেটা আপনার গায়েও লাগবে না, অথচ আপনার বার্ধক্যে আপনার সবচেয়ে বড় সম্বল হবে।
অটল পেনশন যোজনা
![অটল পেনশন যোজনা](https://dusbus.com/wp-content/uploads/2020/07/অটল-পেনশন-যোজনা-.jpg)
এই নামটি আপনারা অনেকেই হয়তো শুনেছেন। এটি কেন্দ্রীয় সরকারের একটি স্কিম, যা ২০১৫ সালের বাজেটে তখনকার অর্থমন্ত্রী শ্রী অরুণ জেটলি ঘোষণা করেছিলেন। ২০১৫ সালের ৯মে এই কলকাতাতেই এই স্কিমের উদ্বোধন করা হয়।
এই লিঙ্কে ক্লিক করে এই যোজনা সম্পর্কে আরও জানতে পারে। অটল পেনশন যোজনা
কী আছে এই স্কিমে?
মূলত অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাঁদের কথা মাথায় রেখে এই স্কিম। দেখুন, যারা সরকারি অফিসে বা কর্পোরেট সেক্টরে কাজ করেন তাঁদের জন্য তো সংশ্লিষ্ট অফিস পি.এফ কেটে নেন আর নিজেরাও কিছু অংশ দেন। সুতরাং সংগঠিত ক্ষেত্রে পেনশনের ক্ষেত্রে আলাদা কিছু ভাবতে হয় না।
কিন্তু যারা ধরুন ছোট দোকান চালান, বা একশো দিনের কাজ করেন তারা কীভাবে টাকা জমাবেন? তারা কীভাবে বার্ধক্যের সময়ে পেনশন পাবেন? তাঁদের জন্য এই স্কিম বিশেষ করে। এই স্কিম যুক্ত করা হবে প্রধান মন্ত্রী জন ধন যোজনা অ্যাকাউন্টের সঙ্গে। সুতরাং আপনার একটি জন ধন অ্যাকাউন্ট ব্যাঙ্কে থাকা আবশ্যক। আর এর সঙ্গে অবশ্যই আপনার আধার কার্ডের সংযুক্তি করতে হবে।
কীভাবে পাবেন টাকা
আপনি যদি এই স্কিমে টাকা জমা দিতে শুরু করেন তাহলে আপনাকে বলা হবে সাবস্ক্রাইবার। একজন সাবস্ক্রাইবারের বয়স কমপক্ষে হতে হবে ১৮ বছর। আর আপনি শেষ এই ক্ষেত্রে অ্যাকাউন্ট খুলতে পারবেন ৪০ বছর বয়সে। মানে আপনি ৪০ বছর বয়সের পর অ্যাকাউন্ট আর খুলতে পারবেন না, কিন্তু আগে খুলে নিলে ৪০ এর পরেও টাকা অবশ্যই ফেলতে পারবেন।
তাহলে সবচেয়ে কম বছর আপনি টাকা রাখতে পারছেন ২০ বছর। আপনি প্রতি মাসে কত টাকা পেতে চান ৬০ বছরের পর থেকে সেটা আপনাকে আগে বেছে নিতে হবে। তবে মনে রাখবেন, টাকা কিন্তু আপনার ৬০ বছর বয়স হওয়ার পরই পাবেন।
বিশেষ দিকগুলি এক নজরে
১. প্রতি মাসে ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০ টাকা পর্যন্ত আপনি পেতে পারেন। মানে আপনি মাসে সর্বোচ্চ পেতে পারেন ৫০০০ টাকা।
২. ৫০০০ টাকা পাওয়ার জন্য আপনাকে প্রতি দিন সবচেয়ে বেশি ৭ টাকা জমাতে হবে। মাসের হিসেবে ধরলে ২১০ টাকা।
৩. আপনি প্রতি মাসে, তিন মাস ছাড়া বা ৬ মাস ছাড়া মানে বছরে দু’বার যেভাবে আপনার সুবিধে টাকা দিতে পারেন।
৪. সাবস্ক্রাইবার মারা গেলে সেই টাকা আজীবন পাবেন তাঁর স্ত্রী। স্ত্রীও মারা গেলে যার নামে নমিনি থাকবে তখন তিনি সম্পূর্ণ টাকাটা পাবেন একসঙ্গে।
৫. সম্পূর্ণ টাকার পরিমাণও ঠিক হবে কোন সাবস্ক্রাইবার কত টাকা দিচ্ছেন তার ওপর।
হিসেবটা দেখে নেওয়া যাক
এবার উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধে হবে। ধরুন আপনার বয়স ১৮, আপনি চাইছেন এই স্কিমের সুবিধে নিতে। তাহলে আপনি এখন এই স্কিম চালু করলে ৪২ বছরে আপনার বয়স হবে ৬০। মানে ততদিন আপনি টাকা দেবেন আর ৪২ বছর ধরে আপনার টাকা জমছে।
এবার আপনি যদি তখন মাসে ৫০০০ টাকা চান তাহলে প্রতি মাসের হিসেবে এখন আপনাকে দিতে হবে ২১০ টাকা, তিন মাস ছাড়া হলে দিতে হবে ৬২৬ টাকা, আর ৬ মাস ছাড়া হলে দিতে হবে ১২৩৯ টাকা।
এক্ষেত্রে আপনার সার্বিক টাকা, যেটা নমিনি পেতে পারেন সাবস্ক্রাইবার না থাকলে সেটার অঙ্ক দাঁড়াবে ৮ লক্ষ ৫ হাজার টাকা। এবার ধরুন আপনি প্রতি মাসে ১০০০ টাকা চান পেতে।
তাহলে প্রতি মাসে আপনাকে দিতে হবে ৪২ টাকা, তিন মাস ছাড়া হলে ১২৫ টাকা আর ৬ মাস ছাড়া হলে ২৪৮ টাকা। সেক্ষেত্রে নমিনি পাবেন ১ লক্ষ ৭ হাজার টাকা। আর আপনি বছরে যত জমাচ্ছেন তার ৫০% সরকার দেবে। মানে আপনি ২০০০ টাকা দিলে সরকার ১০০০ টাকা।
আপনি আপনার প্রদত্ত টাকার পরিমাণ বাড়াতেও পারেন কোনও এক সময়ে চাইলে। তবে এটা মাথায় রাখবেন, ৫০০০ টাকা পেতে হলে আপনাকে দিনের হিসেবে রাখতে হবে মাত্র ৭ টাকা। খুব বেশি কি?
বিশ্বাসযোগ্য তো?
দেখুন এই স্কিম কেন্দ্রীয় সরকারের অধীনে। সরকারি তথ্য বলছে, এখনও পর্যন্ত পাঁচ বছরে ২ কোটি ২৩ লক্ষ ৫৪ হাজারের ওপর সাবস্ক্রাইবার এতে নিযুক্ত হয়েছেন। প্রথম তিন বছরেই ১০০ লাখ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিলেন, আর শেষ বছরে ৭০ লক্ষ নতুন সাবস্ক্রাইবার যুক্ত হয়েছেন।
অর্থাৎ অনেক মানুষ এই স্কিমের আওতায় আছেন। আপনি আপনার বাড়ির সামনের সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে আরও বিশদে জানতে পারেন।
এবার তাহলে টাকা কম হলেও সঞ্চয় কিন্তু কম হবে না। আর আপনার বার্ধক্যের শক্ত মজবুত ভিত এখনই তো তৈরি করার সময়।
Great,i want to invest.
এই skim টি আমি কিভাবে চালু করবো.
IAm interested
আমি আগ্রহী
আমি আগ্রহী
কোনো ব্যাক্তি যদি সরকারি চাকরি করেন তিনি কি ” অটল পেনশন যোজনা” স্কিম টা করতে পারবেন ?
Ami korte chi .ki korte hoba amka.
Jadi 60 bacharach aga mara Jay ta hoilay policy tar taka ki babay poway jaba
প্রয়োজনে নমিনীর নাম পরিবর্তন করা যাবে তো? বিবাহের পর স্ত্রীর নাম যোগ করা যাবে তো?
আমার এজ 53 , আমাদের কি কোনো স্কীম আছে, ?
Amar husband ar age 5th 40+ holo toba ki hoba na (1980) 5th July
Amar Akhon 41 years ago. Ami li akhon start korte pari?
Ha ami Rakhte chai plz ki kore sombhib eta ektu janaben.plz help me plz
is
আমি রোজ 7টাকা জোমা করতে চাই
আমি রোজ 7টাকা জোমা করতে চাই
ভাল উদ্যোগ
Amar bayos 41 ami ki rakhta parbo
আমার বয়স ৩৬ বছর। তাহলে এখন ৭ টাকা প্রতিদিন রাখলে অবসর হলে কত টাকা প্রতিমাসে পাওয়া যাবে? ৬০ বছর বয়সের আগে মারা গেলে নমিনি কত টাকা পাবেন? পেনসন চালু হবার পর মারা গেলে নমিনি কি টাকা পাবেন? পেলে কত টাকা পাবেন? জানালে উপকৃত হব।?
Ei skim ta Uttar Pradesh e ache ami Allahabad e thaki
ভালো স্কিম
Ami ai Account korte chai
Now I AM 36 year old. Ame kta korta Parbo.
কোন ব্যাংক এ গিয়ে করব।
প্রতিদিন যে টাকাটা কাটাবো সেটা কি আমার অ্যাকাউন্ট থেকেই কেটে নেওয়া হবে তো?
Ami korte chai….
আমার বয়স 29.
কোন ব্যাংকে এই সুবিধা পাওয়া যাবে?
Ami korte chai…plz help korben…
Bank এ Account খুলতে পারবো।
কতো বছর টাকা জমা দিতে হবে। আমি যদি 18 বছরে ঐ স্কিম টা খুলি। তাহলে কতো বছর টাকা জমা দিতে হবে।।।।।
Bhalo
Central government employees or State governments employees eligible in this scheme.
Im interested
Ki vabe korte hobe,
Y
কোন ব্যাঙ্ক হবে এখন হবে কিনা
Yes
Supper !!!!
Excellent
আমার স্ত্রীর বয়স 29 বছর, 5000 টাকা প্রতি মাসে পেতে কত করে দিতে হবে
Yes
Yes Ami aei jojona ta korte chay
Ata Amra kothai Korte pary
Valo
খুব ভালো লাগলো। আমি যুক্ত হতে চাই।
Ami jan dhan account ki kore open korbo please ektu janan.
This is only for male person?
I am interested
খুব সুন্দর এই স্কিম টা। এতে গরিব সাধারণ মানুষ খুব উপকৃত হবে।
খুব সুন্দর লাগল,
যার বয়স চল্লিশ তিনি দিনে কতটাকা জমা দেবেন ও 5000/- টাকা পাবেন
Intarested
korte chai
ভালো পলিসি আমি করতে চাই কি ভাবে করবো।
(১)সরকারি কর্মীরা, এই স্কিম করতে পারে?
(২)কোন কোন ব্যাংকে এই স্কিম করা যাবে?
ভালো লাগল
৬০ বছরের পর থেকে পেনসন কতদিন পাওয়া যাবে?যতদিন জীবিত থাকবে?নাকি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত?
How to avail this?
I like to do this skrime
Valo
Right
আমি এইটা করতে চাই,কি করে করব।
Khub valo skim ki kora korbo Sar
Ata ki bangladeshe suru hoyese?
সুন্দর
আমার জনধন আকাউন্ট নেই আমি কি এই সুবিধা পাবনা । দয়া করে উওর দেবেন।
I am intarested
Taka tola jba Na.
এই স্কিমের আওতাভুক্ত কেমন ভাবে হওয়া যাবে
I want to know more
এই অটল পেনশন যোজনা সম্পর্কে আরও জানতে চাই, কি ভাবে জানতে পারবো
Valo
এখন এটা করা যাবে??
যখন শুরু হলো এই স্কিমটি ,তখন আমার বয়স ৩৪ বছর, এই বয়সে মাসে যে পরিমাণ টাকা জমা করতে হবে,দিনমজুরদের পক্ষে (আমার) এই টাকা জমা করা সম্ভব নয়। সরকার এই বিষয় গুলো উপর নজর দিক।
Pawa habe to
অনুগ্রহ করে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি জানান
কীভাবে অ্যাকাউন্ট খুলবো
খুব সুন্দর
খুব সুন্দর
I want to do it
7
খুব ভালো স্কিম
আমি কি ভাবে পাবো টাকা আর দিবো কি ভাবে
Good,
Very nice opotiunity.
I will agree sir.
Thanks
Sitalmajumdar
Good suggestions
Ami atol pension yojona korte chai
Eta ki sotti
Ami kortea chai
খুব ভালো উদ্যোস ।
কিভাবে করব
শর্ত গুলি ধোঁয়াশা পূর্ণ ।
চুকলি বাজি ও আছে
Ami ki vabe korte parbo
Ami to korechi kintu pai na amar 198 kore kate poti mase
Good
খুব ভালো একটা প্রকল্প
Ami skimmer moddhe aste chai…
আমার স্ত্রী বানান ভুল কি করে ঠিক করা জাবে টোল ফ্রী নাম্বার দাও
Khub valo…
Yes. I am interested.
ok
আমার যে টাকাটা 60 বছর অবধি জমছে সেই টাকাটা আমি ফেরত পাবো কি? না। সেটা একটু বললে ভালো হবে।
আর কোন ব্যাংকে গেলে এই জোজনা আমি করতে পারবো আমি
Sobidha gulo valoi…Ei accutn ta kothay open kora jabe..?
Good
nice
বাংলাদেশে থেকে কি এটা করা যাবে????
টাকা দিতে দিতে 60 বছর আগে যদি বন্ধ করে দিই তাহলে কি টাকা ফেরত পাব না পুরোটাই আমার মার যাবে
Good
Ami korte chai kon bank jogajog korbo…???
Interested