অনেক সময় এমন হয় যে আমাদের চোখ লাফালে আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়ি, মনে হয় এর মধ্যে নিশ্চয় কোনও অশুভ সংকেত রয়েছে। তবে চোখ লাফানো নিয়ে নানা মানুষের মধ্যে নানা রকমের মতপার্থক্য রয়েছে।
কেউ বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্বাস করেন তো কেউ আবার জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন ব্যাখ্যাই সঠিক বলে মনে করেন। তাহলে চলুন আজ জেনে নিই চোখ লাফানোর অর্থ কী? বিশেষত ডান চোখ কেন লাফায়, এটি কীসের লক্ষণ, আজ আমরা এই বিষয়ের ওপর আলোকপাত করব।
বৈজ্ঞানিক দিক
চোখ লাফানোকে চিকিৎসার পরিভাষায় মায়োকিমিয়া (myokymia) বলা হয়। ডাক্তারি পরিভাষায় আরও বলা হয় যে, শরীরের কোনও স্থানে মাংসপেশী যখন সংকুচিত হয়ে যায়, তখন সেই অঙ্গটি এরকম আচমকা লাফাতে থাকে।
আপনার চোখ যদি আচমকা লাফাতে শুরু করে, তাহলে আপনার চোখ আপনাকে এইসমস্ত ইঙ্গিত দিয়ে থাকেঃ
- অবিলম্বে আপনার চক্ষু পরীক্ষা করানো উচিত। হতে পারে আপনার চশমার প্রয়োজন বা আপনার চশমার পাওয়ার বেড়েছে।
- আপনার স্ট্রেস লেভেল বেড়ে যেতে পারে। অতিরিক্ত স্ট্রেসের কারণে এমনটা হতে পারে।
- কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের অতিরিক্ত ব্যবহারের কারণেও চোখ ক্লান্ত হয়ে পড়লেও কিন্তু এই সমস্যা হতে পারে।
- চোখে কোনও অ্যালার্জি হতে পারে, বা চোখ অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে।
- এমনটাও হতে পারে আপনার চোখ পুষ্টি হারাতে শুরু করেছে। যদি ম্যাগনেশিয়ামের মাত্রা কমতে শুরু করে তাহলেও এমনটা হতে পারে। যেকোনও ধরণের নেশা যেমন মদ্যপানে আসক্তি বা ধূমপানও চোখের ক্ষতি করে।
মানত্যার দিক থেকে
সাধারণ বিশ্বাস বা সহজভাবে বলতে গেলে, জ্যোতিষশাস্ত্রের সমুদ্র শাস্ত্র অনুসারে, চোখ লাফানোর নেপথ্যে কিছু অন্য কারণও রয়েছে। চোখ লাফানোর সঙ্গে কিছু শুভ বা অশুভ যোগ রয়েছে বলে অনুমান করে সমুদ্র শাস্ত্র। বাম চোখ লাফানো নিয়ে আমরা অন্য একটি প্রতিবেদনে আলোচনা করব, তবে এই প্রতিবেদনে আমারা নজর দেব, ডান চোখ লাফানো কীসের ইঙ্গিত তার ওপর।
ডান চোখ লাফানো কোন বিষয়ে ইঙ্গিত দেয়?
মূলত ডান চোখ লাফানো কীসের ইঙ্গিত, তা একটি দীর্ঘ চর্চার বিষয়। ডান চোখ লাফানো শুভ না অশুভ সংকেতের ইঙ্গিত দেয়, তা অনেকটা নির্ভর করে যে কার চোখ লাফাচ্ছে তার ওপর। অর্থাৎ যাঁর ডান চোখ লাফাচ্ছে তিনি পুরুষ না মহিলা।
- আপনি যদি মহিলা হন, আর আপনার বারংবার ডান চোখ লাফাতে থাকে, তাহলে তা কিন্তু আপনার জন্য খুবই অশুভ ইঙ্গিত বহন করে। এমনটাও মনে করা হয় যে, আপনি যদি কোনও ভালো কাজ করতে যান, আর আপনার ডান চোখ বার বার কাঁপছে, তাহলে আপনার সেই কাজ কিন্তু পন্ড হয়ে যেতে পারে।
- যদি আপনি পুরুষ হন, আর আপনার ডান চোখ লাফায়, তাহলে তা আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত। যদি আপনার ডান চোখ এবং ডান চোখের ভ্রুর অংশ ক্রমাগত কাঁপতে থাকে তাহলে আপনার সমস্ত মনোস্কামনা পূর্ণ হতে চলেছে। কাজের জায়গায় আপনার পদোন্নতি হতে পারে এবং আর্থিক শ্রীবৃদ্ধিও হতে পারে।
সমুদ্রশাস্ত্রের এই ব্যাখ্যা আপনি বিশ্বাস করতেও পারেন আবার নাও করতে পারেন, এটা পুরোটাই আপনার ব্যক্তিগত বিষয়। তবে আমি বলব, আপনার চোখ যদি মাঝে মাঝে লাফায় তাহলে আপনি বিষয়টি এড়িয়ে যেতে পারেন, কিন্তু ক্রমাগত যদি এমনটা হতে থাকে তাহলে আপনার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
মন্তব্য করুন