গোয়েন্দা গল্পের প্রতি বাঙালির প্রেম বরাবরের। কিন্তু গোয়েন্দা বলতে এতদিন আমরা কি দেখেছি? ফেলুদা, ব্যোমকেশ, কিংবা কাকাবাবু। গোয়েন্দা মানেই পুরুষ। যদিও এর আগে মিতিন মাসি এসেছেন বাঙালির রহস্য উদ্ঘাটনে। কিন্তু ওয়েব দুনিয়ায় মহিলা গোয়েন্দার অনুপ্রবেশ এর আগে ঘটেনি। এবার হচ্ছে দময়ন্তীর হাত ধরে।
নতুন গোয়েন্দা দময়ন্তী

গত বছরই দেবীপক্ষের আবহে ওয়েব দুনিয়ায় প্রথম অনুপ্রবেশ ঘটেছিল এই মহিলা গোয়েন্দার। প্রথম এই মহিলা গোয়েন্দাকে দর্শক বেশ পছন্দও করেছিল। সেই সাফল্যের পর এবার দ্বিতীয় সিজন। এবারের গল্প ‘নকল হীরে’। আগের সিজনের মত এবারেও পরিচালনায় অরিত্র সেন এবং রোহন ঘোষ।
দময়ন্তীর ভূমিকায় তুহিনা দাস। দময়ন্তীর স্বামীর ভূমিকায় ইন্দ্রাশিস রায়। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে রাজনন্দিনী পাল, বিশ্বজিৎ চক্রবর্তী, সুদীপ সরকার সহ আরও অনেকে। ইতিমধ্যেই নতুন সিজনের ট্রেলার দর্শকদের বেশ ভালো লেগেছে। ১২ই মার্চ হইচই এর পর্দায় দেখতে পাবেন দময়ন্তীর নতুন রহস্য উদ্ঘাটন।
মন্তব্য করুন