অবাঞ্ছিত লোমের জ্বালায় স্লিভলেস কুর্তি বা শর্টস পরতে লজ্জা পান? পার্লারে সব সময় যাওয়ার টাইম না? দরকারও নেই। ঘরেই করে নিন ওয়াক্স। খুব সহজে ও কম সময়ে।
ওয়াক্স কি ভাবে করবেন?
ওয়াক্স করার জন্য যে মিশ্রণটি লাগবে তা ঘরে বানিয়ে নিন। কিভাবে বানাবেন ও ব্যবহার করবেন তা বিস্তারিত বলা হল।
উপকরনঃ
- বিট রুট জুস হাফ কাপ
- লেবুর রস এক কাপ
- দুইবাটি চিনি
- ওয়াক্সিং টিসু
পদ্ধতিঃ
- প্রথমে একটি বড় বাটিতে চিনি, বিট রুট জুস, মেশান।
- এবার লেবুর রস মিশিয়ে ভালো করে মিশ্রণটি বানিয়ে নিন।
- বিট রুট জুস না থাকলে চিন্তা নেই তাহলে শুধু চিনি ও লেবু মিশিয়েও মিশ্রণটি বানাতে পারেন।
- মিডিয়াম আঁচে মিশ্রণটি গরম করুন।
- খেয়াল রাখবেন যেন মিশ্রণটি লেগে না যায়।
- হালকা সোনালী রঙের হলেই নামিয়ে নিন।
- মিশ্রণটি রেডি কিনা দেখার জন্য একটি বাটিতে ঠাণ্ডা জল নিয়ে তাতে এক চামচ মিশ্রণটি ঢেলে দিয়ে দেখুন জলের সাথে মিশে যাচ্ছে কিনা।
- যদি না মিশে যায় তাহলে আপনার ওয়াক্স করার প্যাক রেডি। ভিডিও দেখে নিন বিষয়টি ভালো বুঝতে পারবেন।
- মিশ্রণটি ঠাণ্ডা হতে দিন। হালকা গরম যা স্কিন নিতে পারবে এমন অবস্থায় ব্যবহার করবেন। যেন স্কিন পুড়ে না যায়।
- এবার আপনার শরীরের যেখানে অবাঞ্ছিত লোম আছে তাতে লাগিয়ে নিয়ে ওয়াক্সিং টিসু দিয়ে ৫ থেকে ৬ সেকেন্ড ভালো করে মিশিয়ে নিন। এক মিনিট পর তুলে নিন।
- কয়েকবার করলেই লোম উঠে যাবে। তারপর ভালো করে মুছে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন।
মন্তব্য করুন