অবাঞ্ছিত লোম খুব অস্বস্তিকর এবং দেখতেও খারাপ লাগে। আর এই লোম তোলার জন্য, পার্লারে গিয়ে ওয়াক্সিং করা বেশ কষ্টকর। তাই আমরা সকলেই চাই যদি বাড়িতে বসেই এত কষ্ট ছাড়া এটি করা যেত।
খুব ভালো হত তাই না? এতে খরচও বাঁচত এবং কষ্টও কম হত। এটা সম্ভব। বাড়িতে বসেই সহজ উপায়ে আমরা ওয়াক্সিং করতে পারি। আজ শেয়ার করছি বাড়িতে বসেই ওয়াক্স করার কিছু উপায়।
লেবু ও চিনির মিশ্রণ
- প্রথমে একটু চিনি নিয়ে রস করে রাখুন। এটি তিন থেকে চার চামচ রস হলেই হবে। এরপর লাগবে এক থেকে দু চামচ লেবুর রস। এবং একটু জল। তিনটি ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে।
- তারপর নামিয়ে একটু ঠাণ্ডা করে নিন। হালকা গরম এই মিশ্রণটি ত্বকে লাগান। এরপর আধঘণ্টা অপেক্ষা করুন। তারপর হাতে ঠাণ্ডা জল নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন।
- চিনি হালকা গরমে আঠালো হয়ে যায়। যা লোম তুলে আনে। আর অন্যদিকে লেবু ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।
চিনি মধু ও লেবু
- প্রথমে এক কাপ চিনি নিয়ে রস করতে থাকুন। রস আঠালো হাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। আঠালো হয়ে গেলে তাতে, মধু ও লেবুর রস মিশিয়ে নাড়তে থাকুন। আস্তে আস্তে নাড়ুন। মিশ্রণটি একটু আঠালো হবে। যদি খুব বেশি আঠালো হয়ে যায়, তাহলে একটু জল মিশিয়ে নিন।
- এরপর এটি নামিয়ে ফ্রিজে ঠাণ্ডা করুন। একটু বড়ো সুতি বা লিনেন কাপড় আগে থেকেই দুভাজ করে সেলাই করে রাখবেন। এটি কাজে লাগবে। এরপর যেখানে লোম তুলতে হবে সেখানে আগে একটু পাউডার লাগিয়ে নিন। তারপর ঠাণ্ডা মিশ্রণটি কাঠের চ্যাপটা কিছুর সাহায্যে লাগান।
- তারপর সেই কাপড়টি ত্বকের ওপর চেপে লাগিয়ে রাখুন তিন মিনিট। এবার কাপড়টি জোরে ট্যান দিন লোমের বিপরীত দিকে।
- খুব দ্রুত টানবেন। এভাবে আস্তে আস্তে সব লোমই উঠে আসবে।
নারকেল তেল ও আটা
- অনেকেরই ঠোঁটের চারপাশে লোম দেখা যায়। যেগুলি দূর করা খুব কষ্টকর। এর জন্য প্রথমে নারকেল তেল ঠোঁটের চারপাশে ম্যাসাজ করে নিন। তারপর আটার সাথে একটু জল মিশিয়ে একটা ঘন মিশ্রণ বানান।
- এটি একটু ঘষে ঘষে লাগাতে থাকুন ১৫ থেকে ২০ মিনিট। তারপর শুকিয়ে এলে হালকা ঘষে ঘষে তুলুন। নীচ থেকে ওপর দিকে ঘষে ঘষে এটি তুলুন। ওঠানো হয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। কোন ক্রিম লাগিয়ে নিন।
- সপ্তাহে দুদিন করলেই লোমের বৃদ্ধি কমে আসবে। এবং সম্পূর্ণ লোম কমে আসবে।
- এছাড়াও একটু দুধ ও তিন চামচ হলুদ গুড়ো ভালো করে মিশিয়ে এই ভাবেই লাগাতে পারেন। এছাড়াও ব্যবহার করতে পারেন একটু কনফ্লাওয়ার, একটু চিনি ও একটি ডিমের সাদা অংশ ভালো করে মেশান। তারপর লাগিয়ে রাখুন।
- শুকিয়ে গেলে টেনে তুলে নিন। এটিও সপ্তাহে দু থেকে তিন বার করুন। এগুলি করে দেখতে পারেন।
- এতে লোমও উঠবে আবার অবাঞ্ছিত লোমের বার বার ফিরে আসাও আটকাবে।
কলা ও ওটমিল
- একটা কলা ও দু থেকে তিন চামচ ওটমিল ভালো করে মিশিয়ে ঘন মিশ্রণ বানান। তারপর এটি ত্বকে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট মত ম্যাসাজ করুন।
- এটি সপ্তাহে দু থেকে তিনবার করলে এতে ত্বকে লোম কম গজাবে। লোম দূর হবে। এবং সেই সঙ্গে ত্বক উজ্জ্বলও হবে।
- এছাড়াও ওয়াক্স করার পর ত্বক লালচে হয়ে যায় এটিও কমাবে এই মাস্ক।
এই সবকটি পদ্ধতি লোম তোলার ক্ষেত্রে উপকারি। এগুলি ত্বকের কোন ক্ষতি না করে লোম তোলে কোমল ভাবে। তাই পার্লারে গিয়ে কষ্ট পাবার থেকে বাড়িতেই ট্রাই করতে পারেন এগুলো।
মন্তব্য করুন