ভিটামিন বি কি? কেন তা দরকার আমাদের স্বাস্থ্যের জন্য? আজ আমরা জেনেনি ভিটামিন বি এর গুনাগুন এবং তার প্রয়োজনীতা।
আমাদের শরীরের কোষের স্বাস্থ্যের উন্নয়ন করে। আমাদের শরীরের সঠিক ভাবে বেড়ে ওঠার জন্য ভিটামিন অত্যন্ত্ জরুরি।
ভিটামিন বি এর মধ্যে আবার ৮টি ভাগ আছে। যেমন ভিটামিন বি ১, ভিটামিন বি ২, ভিটামিন বি ৩ ইত্যাদি। এই সব ভিটামিনগুলিকে একসাথে ভিটামিন বি কমপ্লেক্স বলে।
ভিটামিন বি এর অভাবে আমাদের শরীর নানা সমস্যার সম্মুখীন হতে পারে। সমস্যাগুলি তাহলে এখন আমরা জেনে নিই।
ভিটামিন বি উৎস:
ভিটামিন বি আমাদের শরীরের জন্য অতন্ত্য জরুরী। কোন খাবারে ভিটামিন বি থাকে সেইটাও জেনে নেওয়া উচিত আমাদের। মাছ,মুরগির মাংস, পাঠার মাংস, গম ইত্যাদি খাবারের মধ্যে প্রচুর পরিমানে ভিটামিন বি ১ এবং ভিটামিন বি ২ থাকে।
- ব্রকোলি
- মাশরুম
- দই
- ভুট্টা
- ফুলকপি
- আলু
- তরমুজ
- বাঁধাকপি
- কলা
- বিভিন্ন ধরণের বেরি ফল
- মাছ
- মুরগির মাংস
- পাঠার মাংস
- সবুজ রঙের সবজি
- বীটরুট
- গম
- দুধ
- ছানা
- চীজ
- দই
ভিটামিন বি অভাবে যে সমস্যাগুলি দেখা দেয়
ইডিমা-আমাদের শরীরের টিস্যু ফুলে যাওয়া। হঠাৎ ওজন কমে যাওয়া। স্নায়ুতন্ত্রের নানা রকম সমস্যা হওয়া। স্মৃতিভ্রংশ বা স্মৃতিবিলোপ। ডিপ্রেশন হতে পারে।
চেইলসীস (cheilitis) মানে ঠোঁট ফেটে যাওয়া। জিভ ফুলে যাওয়া। স্টোমাটাইটিস-জিভ লাল হয়ে যাওয়া। বহুদিন রাতে ঘুম না হওয়ার সমস্যা হয়। ভিটামিন বি শরীরে পরিমানে থাকলে এসব হয় না।
ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া-রেড ব্লাড সেল্সের কাউন্ট কমে যাওয়ার ফলে এবং হিমোগ্লোবিনের পরিমানের ফলে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হয়ে থাকে। পেরনিসিয়াস অ্যানিমিয়া -রেড ব্লাড সেল্সের কাউন্ট কমে যাওয়ার ফলে পেরনিসিয়াস অ্যানিমিয়া হয়ে থাকে। ভিটামিন বি খুবই জরুরী। না হলে এই সমস্যাগুলি বেড়ে যায়।
অনেক সময় গর্ভবতী মহিলারা জন্ম ত্রুটি সহ বাচ্চাদের জন্ম দেন যা ঘটে ভিটামিন বি ঘাটতি হলে। স্নায়বিকের সমস্যা, বাচ্চাদের মধ্যে সঠিক ভাবে বেড়ে ওঠার অক্ষমতা দেখা দেয় ভিটামিন বি অভাব ঘটলে। ভিটামিন বি খুবই জরুরী। না হলে এই সমস্যাগুলি বেড়ে যায়।
স্নায়বিকের সমস্যার পাশাপাশি আরেকটি সমস্যা দেখা দেয় ভিটামিন বি অভাবে। কনজান্কটিভাইটিস-চোখের ইনফেকশন হয়ে থাকে। যার ফলে চোখ লাল হয়ে যায়। ক্রমাগত জল পরতে থাকে।
হাইপোগ্লাইসেমিয়া,মাথা ঘোরা,ব্রণ এবং র্যাশ হওয়া ইত্যাদির সমস্যা হয়ে থাকে। বিশেষ করে ত্বকের সমস্যা দেখা দেয়। মুখে নানা রকমের র্যাশ বেরিয়ে যায়। ব্রণও কমতে থাকে না। তাই ভিটামিন বি খুবই জরুরী। না হলে এই সমস্যাগুলি বেড়ে যায়।
ভিটামিন বি এর ফল পাওয়ার জন্য আমরা সাধারন উল্লেখিত খাবার খেলেই সেইটা যথেষ্ট। প্রচুর পরিমানের ভিটামিন দরকার পরে আমাদের শরীরে। অনেক সময় খাবারে সেই ভিটামিন বি এর পরিমান কম পরে যায় আমাদের শরীরের। তাই অনেকেই ভিটামিনের সাপ্লিমেন্টে খেয়ে থাকেন।
ভিটামিন সাপ্লিমেন্টে কিন্তু সব সময় ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়া উচিত। যদি একেবারেই আমাদের শরীরে ভিটামিনের ভাটা পরে তাহলেই আমাদের উচিত সাপ্লিমেন্ট খাওয়া নাহলে সাধারণ খাবার খেয়ে আমাদের উচিত ভিটামিন বি র প্রয়োজন পূরণ করা।
মন্তব্য করুন