ভ্যালেন্টাইন’স ডে তো এসেই গেল। আর বছরের বাকি দিনগুলো যেমন মান-অভিমান করেই আপনাদের কাটুক না কেন, এই দিনটার জন্য গদগদ প্রেম কিন্তু মাস্ট। আর তার জন্য সক্কাল সক্কাল আপনার পার্টনারের হোয়াটসঅ্যাপে কিন্তু দারুণ একটা রোম্যান্টিক মেসেজ সেন্ট করা খুব দরকার। ভাবছেন তো, কী মেসেজ করবেন আপনার ভালোবাসার মানুষটিকে? চিন্তা নেই। আমরা তো আছিই। দেখে নিন।
১. ‘মেঘের হাতে একটি চিঠি পাঠিয়ে দিলাম আজ/ বন্ধু আছি অনেক দূরে হাতে অনেক কাজ/ বৃষ্টি তুমি একটিবার জানিয়ে দিও তাকে/ বন্ধু তোমার পাশেই আছি হাজার কাজের ফাঁকে’।
২. ‘তোমার প্রেমের স্পর্শ গ্রহণ করেছি বুকে-পিঠে/ যেমন অগ্নির দাহ চুল্লিতে, চিমনীর পোড়া ইটে’।
৩. ‘প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস/ তোমার চোখেই দেখেছিলাম আমার সর্বনাশ’।
৪. ‘…ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির একটানা/ ভিতরে-বাহিরে দু’জনের হেঁটে যাওয়া/ ভালোবাসা মানে ঠাণ্ডা কফির পেয়ালা সামনে/ অবিরাম কথা বলা/ ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পড়েও, মুখোমুখি বসে থাকা’। – ‘ভালোবাসার সংজ্ঞা’, রফিক আজাদ।
৫. ‘প্রেমের সার্থকতা মিলনে। বিরহ-বিচ্ছেদ-হীনা মিলন, ততটা মধুময় নয়। বিরহ-বিচ্ছেদের পর মিলন, যতটা মধুময় হয়’।
৬. ‘মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ, ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত/ সুখ যদি হৃদয় হতো তুমি হতে হাসি/ হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালোবাসি’।
৭. ‘শুভ ক্ষণ, শুভ দিন/ মনে রেখ চিরদিন/ কষ্টগুলো দূরে রেখো/ স্বপ্নগুলো পূরণ করো/ নতুন ভালো স্বপ্ন দেখো/ আমার কথা মনে রেখো’।
৮. ‘খুঁজে দেখো মনের মাঝে, আমি আছি স্বপ্নের সাঁজে/ তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়/ সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায়’।
৯. ‘ভালো লাগে তোমার ওই হাসি/ মায়া ভরা দুটো চোখ/ যেখানে অপরিসীম ভালবাসায় তুমি রেখেছ আমায়। থ্যাঙ্কস আমাকে পরিপূর্ণ করার জন্য, আমায় ভালোবাসার জন্য’।
১০. ‘ভালোবেসে এই মন, তোকে চায় সারাক্ষণ/ আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঁঝে/ কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন’।
১১. ‘ভালোবেসে ভালোবাসা বেঁধেছি আমি হৃদয়ের বাঁধনে/ ছিঁড়বে না বাঁধন তুমি না চাইলে’।
১২. ‘পৃথিবীর সবকিছু তখনই নিজের মনের হয়, যখন তুমি পাশে থাকো। আর তখনই নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়, যখন তুমি বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখো’।
১৩. ‘আমি সেই সুতো হবো, যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো… আমি সেই নৌকো হবো, যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো… হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো, হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুন হবো, সেই চাঁদ যে হয়ে গেলে আধ, তোমাকে আলো দেবে, আর দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো। শুধু ভালোবেসো আমায়!’
১৪. ‘যোগ্য মানুষ খুঁজতে হয় না। যাকে ভালোবাসো, তাকেই তোমার যোগ্য করে নাও। আর এটাই হল প্রকৃত ভালোবাসা’।
১৫. ‘সারাক্ষণ ভালো থেকো, ভালোবাসা মনে রেখো। দিনের বেলা হাসি মুখে, রাতের বেলা অনেক সুখে। নানা রঙের স্বপ্ন দেখো, স্বপ্নের মাঝে আমায় রেখো’।
তাহলে এবার আপনার প্রিয়জনকে কিন্তু একটা মেসেজ হোয়াটসঅ্যাপে পাঠিয়েই ফেলুন, তিনি আপনার কাছে কতটা প্রিয় সেটা বোঝানোর জন্য। আর হ্যাঁ, ভ্যালেন্টাইন’স ডে কেমন কাটল জানাতে ভুলবেন না!
মন্তব্য করুন