ফেব্রুয়ারী মাস বলতে প্রথমেই যেটা মাথায় আসে তা হল ভালোবাসার মাস। সামনেই আসছে ভ্যালেন্টাইন ডে তারপর আবার সরস্বতী পুজো। যেটা কিনা বাঙালির ভ্যালেন্টাইন ডে।
এই স্পেশাল দিনগুলোতেও সেই বাড়ি বসে ওয়েব সিরিজ? না না তা কেন, এই ভালোবাসার মাসকে আরও বেশী স্পেশাল করে তুলতে এই মাসেই বড় পর্দায় আসছে স্পেশাল কিছু বাংলা ছবি।
তাই বহুদিন ঘরবন্দি থাকার পর ভালোবাসার এই মাসকে আরও বেশী স্পেশাল করে তুলতে, মনের মানুষকে নিয়ে দেখে আসতেই পারেন ভালোবাসার ছবি। তার আগে একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ছবি আসছে।
প্রেমটেমঃ
কলেজ জীবনের বন্ধুত্ব, প্রেম এবং সেই প্রেমকে ঘিরে নানান মজার ঘটনা এই নিয়েই মূলত ছবির গল্প। অনিন্দ্য চট্টোপাধ্যায় অনেকদিন ধরেই পরিচালনা করছেন। তার পরিচালনায় এরআগে আমরা দেখেছি ‘ওপেন টি বায়স্কোপ’, ‘প্রজাপতি বিস্কুটে’র মত ছবি।
এবার প্রেমের দিবসে দেখব প্রেমের ছবি ‘প্রেমটেম’। সঙ্গীত পরিচালনায় ছিলেন শান্তনু মৈত্র। এই ছবিতে দেখা যাবে একঝাঁক নতুন মুখ। মুখ্য চরিত্রে সৌম্য মুখার্জি, শ্বেতা মিশ্র, সুস্মিতা চ্যাটার্জি। যারা কলেজে পড়ছ বা কলেজে ভর্তি হবে তাদের অনেক মনের কথাই বলবে প্রেমটেম। তাই তাদের নিশ্চয়ই ভালো লাগবে এই ছবি। ভ্যালেন্টাইন ডে তে আসছে এই ছবি।
ডিকশনারিঃ
অনেক বছর পর মন্ত্রী ও বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসুকে দেখা গেল পরিচালনায়। সামনেই মুক্তি পেতে চলেছে তার ছবি ‘ডিকশনারি’। মুখ্য চরিত্রে নুসরত জাহান ও আবীর চট্টোপাধ্যায়। বুদ্ধদেব গুহর লেখা দুটি ছোটগল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ এই দুটি গল্প অবলম্বনেই এই ছবির গল্প সাজিয়েছেন পরিচালক।
আবীর ও নুসরত অভিনয় করবেন স্বামী স্ত্রীর চরিত্রে। সম্পর্কের নানান জটিল সমীকরণ দেখা যাবে এই ছবিতে। এছাড়াও রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারিফ করিম। প্রেমের সপ্তাহে রিলিজ করেছে ছবিটি। আবির চট্টোপাধ্যায়ের ভক্ত হলে দেখে আসতেই পার এই ছবি।
ম্যাজিকঃ
পরিচালক রাজা চন্দর হাত ধরে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। এই ছবিতে একদম অন্যরকম ভূমিকায় দেখা যাবে তাকে অঙ্কুশকে। মুখ্য চরিত্রে তিনি রয়েছেন জাদুকরের ভূমিকায়। এছাড়াও দেখা যাবে দেবশঙ্কর হালদার, পায়েল সরকার সহ আরও অনেককে। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন টাব্বু। বিভিন্ন ম্যাজিক রহস্য নিয়েই ছবির গল্প ও দেখা যাবে বিভিন্ন মজাদার ম্যাজিক।
রিয়েল লাইফের এই জুটি রিল লাইফেও কতটা দর্শকদের মন ভরায় সেটিই দেখার। ম্যাজিক দেখতে কার না ভালো লাগে, ১২ই ফেব্রুয়ারী রিলিজ করেছে এই সিনেমা। দেখে আসতেই পার ‘ম্যাজিক’।
করোনা, লকডাউন সবমিলিয়ে বহুদিন বন্ধ ছিল সিনেমাহল। ওটিটি প্ল্যাটফর্ম ছাড়া মুক্তি পায়নি কোন ছবি। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল টলিউড। ধীরে ধীরে সব স্বাভাবিক হচ্ছে। সামনেই তিনটি বড় ছবি মুক্তি পাচ্ছে, আশায় রয়েছেন টলিউড সহ হল মালিকরাও।
মন্তব্য করুন