গরমের দিনে একফালি ফ্রিজে রাখা তরমুজ খাওয়ার তৃপ্তিই আলাদা। তবে আজ তরমুজ খাওয়া নিয়ে কথা বলবো না। আজ লিখবো খাওয়ার বাইরেও তরমুজ এই গরমে আমাদের প্রাণহীন ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনতে কতটা কার্যকরী।
তরমুজ খাওয়ার শান্তি যেমন আছে তেমনই এটি স্কিনের যত্ন নেওয়ার ক্ষেত্রেও আপনাদের এনে দেবে আলাদা এক তৃপ্তি। স্কিনের রুক্ষতা ও ডালনেস বা রোদের পোড়া দাগ যত্ন – সহকারে দূর করতে সাহায্য করবে। নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে কিভাবে এটি কাজ করবে? চলুন দেখে নেওয়া যাক তরমুজ দিয়ে রূপচর্চার পদ্ধতি।
রোজ সকালে টোনার হিসেবে ব্যবহার করুন তরমুজ
সকালে উঠে ঠাণ্ডা জলে মুখ ধোয়ার বদলে তরমুজের রস দিয়ে প্রথমে মুখ পরিষ্কার করে নিন। একটি তুলোতে তরমুজের রস নিয়ে তা দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করুন। এটি করার ঠিক ৫ মিনিট পর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নেবেন। এটি আপনার স্কিনের মরা কোষ সরাতে সাহায্য করবে। পাশাপাশি সকাল সকাল আরও স্কিনকে ফ্রেস হয়ে দেখাবে। নিয়মিত রোজ এটি গরমকালে করুন।
তরমুজ ও মধুর প্যাক
আজকাল অনেক কম বয়েস থেকেই ত্বকের কোমলতা হারাতে বসেছে। কেমিক্যালযুক্ত প্রোডাক্ট সাময়িক ভাবে কিছুটা হলে কাজ করলেও তা একেবারের মত আপনার বা আমার ত্বকের সফটনেস ফিরিয়ে আনতে পারে না। কিন্তু তরমুজ তা পারে। আর তারজন্য আপনাদের তরমুজ ও মধুর প্যাক সপ্তাহে তিনদিন ব্যবহার করার পরামর্শ দেব। দেখে নিন এই প্যাকটি বানাতে কি কি লাগবে ও কিভাবে বানাবেন –
- হাফ বাটি তরমুজের পেস্ট
- দু চা চামচ মধু
কি ভাবে ব্যবহার করবেন
খুবই সহজ এই প্যাকটি বানানো। কাঁচের পাত্রে হাফ বাটি তরমুজ ও মধু দু চা চামচ ভালো করে মিক্স করে ১০ মিনিট ফ্রিজে রাখুন। এবার মুখ পরিষ্কার করে নিয়ে ফেস প্যাকের মত করে এই মিশ্রণটি মুখে অ্যাপ্লাই করুন। ১৫ থেকে ২০ মিনিট মত রেখে মুখ ধুয়ে নিন। এক সপ্তাহ পর দেখবেন স্কিন আগের থেকে বেশি কোমল বা মোলায়েম হয়ে উঠেছে। সপ্তাহে তিনদিন অবশ্যই এই প্যাকটি ব্যবহার করতে হবে।
সান ট্যান দূর করতে তরমুজ
ট্যানিংয়ের হাত থেকে বিশেষ করে এই গরমকালের বিচ্ছিরি সান ট্যান থেকে মুক্তি পেতে তরমুজের রস ব্যবহার করুন আর হাতেনাতে ফল পান। দেখে নিন কিভাবে ব্যবহার করবেন তরমুজ ও কি কি লাগবে –
- তরমুজের পেস্ট হাফবাটি
- শসার পেস্ট হাফবাটি
কি ভাবে ব্যবহার করবেন
ফেস প্যাকের মত তরমুজ ও শসার পেস্ট বানিয়ে নিয়ে রোজ স্নানের আগে ব্যবহার করুন। এণ্টি ট্যান হিসেবে এই প্যাকটি কাজ করবে। পেস্টটি লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করবেন তারপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নেবেন। সপ্তাহে রোজ এটি ব্যবহার করা যেতে পারে। কিন্তু সময়ের অভাব থাকলে অন্তত দু থেকে তিনদিন এটি ব্যবহার করার চেষ্টা করুন। তাছাড়া ট্যানিংয়ের হাত থেকে বাঁচতে রোজ এক গ্লাস তরমুজের রস অবশ্যই পান করুন।
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে তরমুজের ব্যবহার
রোজকারের বাইরের ধুলোবালি, দূষণ ত্বকের ব্রাইটনেস বা উজ্জ্বলতা দিন দিন হ্রাস করে দিচ্ছে। তাই সাবধান না হলে কিন্তু বিপদ আছে। বিশেষ করে এই গরমকালে। তবে চিন্তা না করে বরং তরমুজকে সামিল করে নিন আপনার স্কিনের যত্ন নিতে। তরমুজের আইস কিউব ব্যবহার করুন রোজ। দেখে নিন এটি কিভাবে বানাবেন ও অ্যাপ্লাই করবেন –
- তরমুজের টুকরো ১০টা
- পুদিনা পাতা ১০টা
- আইস ট্রে
কি ভাবে ব্যবহার করবেন
আইস ট্রে’তে তরমুজের টুকরো ও পুদিনা পাতা দিয়ে সামান্য জল দিন। জমে গেলে এটি স্কিনে অ্যাপ্লাই করুন। রোজ বাইরে থেকে ফিরে আসার পর একটি তরমুজের আইস কিউব নিয়ে সারা মুখে লাগান। দেখবেন আরামও লাগছে ও মুখ পরিষ্কারও হচ্ছে। সারা গরমকাল এটি ব্যবহার করতে পারলে আলাদা করে ত্বকের যত্ন নেওয়ার প্রয়োজন হবে না।
তরমুজকে আপনার রূপচর্চার তালিকায় সামিল করে যদি নিতে পারেন তাহলে ত্বকের নানা সমস্যা থেকে দূরে তো থাকবেনই, পাশাপাশি ত্বকের হারানো জেল্লা ফিরে পাবেন অনায়াসে।
মন্তব্য করুন