আজকের দুনিয়ায় সোশ্যাল মিডিয়ার দৌলতে হেয়ার কেয়ার নেওয়ার নানা টিপস আপনারা জেনে থাকেন বিভিন্ন সাইট থেকে। আর এর সাথে সাথে এটিও জানেন ভিটামিন ই ক্যাপসুল চুল ও ত্বকের যত্ন নিতে কার্যকরী একটি উপাদান।
আজ আপনাদের সাথে শেয়ার করবো ঠিক কি ভাবে এই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে হয় চুলের জন্য। যদি সঠিক ভাবে এটি ব্যবহার করেন, ভালো রেজাল্ট পেতে বাধ্য।
কেন ব্যবহার করবেন ভিটামিন ই ক্যাপসুল
প্রতিটি জিনিস ব্যবহারের আগে তা ব্যবহারের উপকারিতা জেনে নিয়ে তবেই ব্যবহার করুন। এতে একটা জিনিস সব সময় আপনার জন্য স্পষ্ট হয়ে যায় যে, আপনার ব্যবহারের দরকার আছে কি? নাকি নেই!
- ভিতামিন ই ক্যাপসুলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট মাথার স্ক্যাল্পের জন্য দারুন হেলদি একটা উপাদান।
- যা চুলের গ্রোথ বা বৃদ্ধিতে উপকারে আসে, দ্রুত কাজ করে।
- অতিরিক্ত চুল পড়া কমাতে সাহায্য করে।
- চুলের যাবতীয় কেয়ার নিতে সক্ষম ভিটামিন ই ক্যাপসুল।
ভিটামিন ই ক্যাপসুল কি ভাবে ব্যবহার করবেন
আজকাল কম বেশি সব রকমের হেয়ার ও বিউটি প্রোডাক্টে ভিটামিন ই ক্যাপসুল থাকে। কিন্তু আপনারা যদি সরাসরি এটি ব্যবহার করতে চান তাহলে তা ব্যবহারের প্রক্রিয়া জেনে নিন। এটি বেশি কার্যকরী হয় ভালো রেজাল্ট পেতে।
- মেডিক্যাল স্টোর থেকেই পেয়ে যাবেন এই ক্যাপসুল। দাম ২০ থেকে ৩০ টাকার মধ্যে।
- আপনার যদি লম্বা চুল হয় তাহলে ৭ থেকে ৮টি ক্যাপসুল লাগবে। ছোট চুল হলে ৪ থেকে ৫ টি ক্যাপসুল।
- এবার একটি কাঁচের বাটিতে ক্যাপসুল থেকে তেল বের করে নিন সবার প্রথমে।
- নারকেল তেল ২ চা চামচ মত মেশান। ভালো করে মিশিয়ে নিন।
- এবার এতে ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল মেশান ২ চা চামচ।
- তিনটি উপকরন ভালো ভাবে মিশিয়ে নিয়ে ৫ মিনিট মত রেখে দিন।
- একটি বড় বাটিতে জল গরম করে সেই গরম জলের মধ্যে উপকরন মেশান বাটিতে রেখে নাড়তে থাকুন ৩ থেকে ৪ মিনিট মত।
- রেডি আপনার তেল। একটি বোতলে ভরে রাখুন।
- রাতে শোবার আগে এই তেলটি ভালো করে মাথায় ম্যাসাজ করে অ্যাপ্লাই করুন।
- সকালে উঠে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ৩ বার এটি ব্যবহার করুন অবশ্যই।
নিয়মিত এক থেকে দুমাস যদি এটি সঠিক ভাবে ব্যবহার করেন আপনার চুলের যাবতীয় সমস্যা কমে যাবে। চুল পড়া বন্ধ হওয়া থেকে নতুন চুল গজানো সব সম্ভব ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে।
alamin sheikh
ভাই খাইলে কি হবে
alamin sheikh
ভাই খাইলে কি হবে