ছোট্ট দিয়া অনেদিন ধরেই মাথায় উকুনের সমস্যায় নাজেহাল। সারাক্ষণ খালি মাথা চুলকচ্ছে। মা অনেক কিছু করেও এর সমাধান করতে পারেননি। অবশেষে এক অবাক কাণ্ড! ঠাকুমা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে গিয়ে কিছুটা লাগিয়ে দিলেন দিয়ার মাথায়। ব্যাস কাজও হল দারুন।
মাথায় উকুন মারার নানারকম ওষুধের বদলে পেঁয়াজ রসুন? হ্যাঁ এতে কিন্তু দারুন কাজ হয়। যারা এই সমস্যা থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না। তারা অবশ্যই মন দিয়ে পড়ুন আজকের এই লেখা।
উকুন হল এক ধরনের পোকা যা মাথায় ময়লা জমে থাকার ফলে হয়। এই উকুন মারার জন্য আমরা নানা রকম প্রসাধনী ব্যবহার করা সত্ত্বেও তেমন কোন লাভ হয় না। আর চুলেরও ক্ষতি হয়। কিন্তু অনেকেই জানেন না বাড়িতে আছে দুটি খুব সহজ জিনিস, যা ওষুধের মত কাজ করে।
রসুন
রসুনে থাকা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট উকুনের যম। এছাড়াও রসুনের উগ্র গন্ধ উকুন সহ্য করতে পারে না। সহজেই মরে যায়। মাথা ভালো করে পরিষ্কার করে দেয় রসুন। এর জন্য কয়েকটা রসুনের পেস্ট বানান। তারপর তাতে যোগ করুন লেবুর রস। এই পেস্টটি চুলে লাগিয়ে রাখুন আধঘণ্টা মত। তারপর হাল্কা গরম জলে ধুয়ে ফেলুন।
এছাড়াও তৈরি করতে পারেন কয়েকটি পেস্ট
১. রসুনের কোয়া, একটু লেবুর রস, একটু গ্রীন টি, শ্যাম্পু ও কন্ডিশনার ভালো করে মিশিয়ে পেস্ট বানান। এবার এই পেস্টটি ভালো করে চুলে লাগিয়ে, তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন। আধঘণ্টা মত রেখে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একবার করুন। ভালো ফল পাবেন।
২. এছাড়াও ব্যবহার করতে পারেন রসুন, নারকেল তেল, লেবুর রস ও আদা। প্রথমে কয়েকটা রসুনের কোয়া নিয়ে পেস্ট করে নিন। তারপর তাতে দিন দু থেকে তিন চামচ নারকেল তেল। এক থেকে দু চামচ লেবুর রস। সবশেষে তাতে দিন এক চামচ আদার রস। ভালো করে পেস্ট বানিয়ে মাথায় লাগান। এবং আধঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। কাজ হবে।
পেঁয়াজ
রসুনের মত পেঁয়াজও কিন্তু উকন মারতে সাহায্য করে। পেঁয়াজের রসে থাকে সালফার যা উকুন মারতে সাহায্য করে। পেঁয়াজের অতিরিক্ত ঝাঁঝালো গন্ধ উকুন সহ্য করতে পারে না। উকুন দূর হয় সহজেই। এর জন্য তিন থেকে চারটি পেঁয়াজ নিয়ে ভালো করে রস বানান। সেটি মাথায় হালকা মাসাজ করে লাগান। তারপর কিছুক্ষণ পর শ্যাম্পু করে ফেলুন। চুল শুকিয়ে গেলে সরু চিরুনি দিয়ে মাথা আঁচড়ান। দেখবেন উকুন সব মরে গেছে।
অন্যান্য টিপস
- এছাড়াও উকুন থেকে দূরে থাকার জন্য মাথা পরিষ্কার রাকুন।
- সঠিক ভাবে শ্যাম্পু করুন। শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগান অনেকটা। এরপর সরু চিরুনি দিয়ে মাথা আঁচড়ান। উকুন বেরিয়ে আসবে। কারণ কন্ডিশনার খুব পিচ্ছিল। তাই উকুনের মাথায় থাকা খুব সমস্যা হয়। বেরিয়ে আসবে।
- এছাড়াও চুল খুব লম্বা হলে দেখবেন যেন চুল অন্য কারোর মাথার সঙ্গে না লাগে। কারণ উকুন খুব ছোঁয়াচে। নিজের চিরুনি ব্যবহার করবেন। অন্য কারোর চিরুনি ব্যবহার করবেন না।
তাহলে বুঝে গেলেন তো ঠাকুমা কেন হঠাৎ রান্নায় পেঁয়াজ রান্নায় রসুন ছেড়ে দিয়ে , মাথায় লাগাতে গেলেন। আপনিও ব্যবহার করে দেখতেই পারেন। এগুলি কিন্তু সত্যি খুবই উপকারি। সমস্যাও দূর করে। চুলের কোন ক্ষতিও করে না।
মন্তব্য করুন