উচ্চমাধ্যমিকের পর স্কুলের গন্ডি পেরিয়ে অনেকে নিজের পছন্দের বিষয় বেছে নেন। অনেকেই আবার কী নিয়ে পড়বেন, সেটা ভেবে কুল কিনারা পান না। আর্টস নিয়ে উচ্চমাধ্যমিকে যাদের পড়াশোনা, তাদের মধ্যে অনেকেরই হয়তো ইচ্ছে আর্টসের কোনও বিষয়তেই নিজের কেরিয়ার তৈরি করার। কেননা, পড়তে গিয়ে ভালো লেগে গেলে সেই ভালো লাগা ছেড়ে বেড়িয়ে আসতে কেই বা চায়! তাই, আজ আমরা সন্ধান দেবো এমন কিছু কোর্সের যেগুলি আর্টস পড়া ছাত্র ছাত্রীদের জন্য কেরিয়ার তৈরিতে সহায়ক।
জেনারেল লাইনে পড়াশোনা অর্থাৎ বি.এ ডিগ্রি
প্রায় সমস্ত সরকারী কলেজেই ব্যাচেলর ডিগ্রি সায়েন্সের বিভিন্ন বিষয়ের মতো আর্টসের সাবজেক্টে দেওয়া হয়। তিন বছর পড়াশোনার পর আপনি পাবেন ব্যাচেলর অব আর্টস ডিগ্রি। বাংলা বা ইংরেজির মতো ভাষার পাশাপাশি ইতিহাস, সোশ্যাল সায়েন্স, রাষ্ট্র বিজ্ঞান ইত্যদি বিভিন্ন বিষয়ে এই তিন বছরের ব্যাচেলর ডিগ্রি করার পর পরবর্তীকালে ভালো নম্বর নিয়ে পাশ করলে এম.এ করারও অপশন খোলা থাকে আপনার সামনে। এমনকি তারপর পি.এইচ.ডি বা এম.ফিল করে নিজের কেরিয়ার গ্রাফকে আরও ওপর দিকে নিয়ে যেতেই পারেন ভবিষ্যতে।
ব্যাচেলর অব ফাইন আর্টস
যদি গান, নাচ বা নাটকের মতো বিষয়ে আগ্রহ থাকে, তাহলে কলা বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে সেগুলি নিয়েও কেরিয়ার তৈরী করার সুযোগ। আপনারা ব্যাচেলর অব ফাইন আর্টস – এই ডিগ্রিতে আপনাদের পছন্দের ফাইন আর্টসের বিষয়টিকে বেছে নিয়ে পড়াশোনা শুরু করতে পারেন। দক্ষতা ও জ্ঞান বাড়ালে এ ক্ষেত্রে ভবিষ্যতে নিজের ভালোলাগা নিয়ে কেরিয়ার তৈরি করা ও রোজগার করার সুযোগ থাকবে আপনার কাছে। আপনার যে বিষয়ে আগ্রহ যেমন- নাটক, ফটোগ্র্যাফি, মিউজিক, প্রিন্টমেকিং, পেইন্টিং ইত্যাদির যে কোনও বিষয়ে আপনি স্পেশালাইজেশন করতে পারেন। কোথায় পড়ানো হয় ফাইন আর্টস? আসুন, দেখে নিই।
➡ আর্টসের ছাত্রদের প্রাইভেটে কী কী চাকরির সুযোগ আছে।
১. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়য়, কলা ভবন
শান্তিনিকেতন, বীরভূম, পিন- ৭৩১২৩৫।
যোগাযোগ- ০৩৪৬৩ ২৫৩ ৬৫৫
২. কলকাতা বিশ্ববিদ্যালয়
ঠিকানা- ৮৭/১ কলেজ স্ট্রিত, কলেজ স্কোয়ার, কলকাতা- ৭০০০৭৩।
যোগাযোগ- ০৩৩ ২২১৯২২৮৬
৩. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, জোড়াসাঁকো ক্যাম্পাস
যোগাযোগ- ৬/৪ দ্বারকানাথ ঠাকুর লেন, কলকাতা- ৭০০০০৭।
যোগাযোগ- ০৩৩ ২৫৫৮ ৪৪৪৩
৪. গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফট
ঠিকানা- ২৮ জওহরলাল নেহেরু রোড কলকাতা- ৭০০০১৬।
যোগাযোগ- ০৩৩ ২২৫২ ২১৮৬
জার্নালিজম ও মাস- কমিউনিকেশন
সাংবাদিকতায় যদি আগ্রহ থাকে, তাহলে এই অপশনটি আপনার জন্য। আর আধুনিক প্রযুক্তির যুগে মিডিয়ার দাপটকে অস্বীকার করার কোনও উপায় নেই। শুধুমাত্র ট্র্যাডিশনাল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়াই নয়, এখন অনলাইন মিডিয়ার প্রভাবও উল্লেখযোগ্য। ফিল্ম স্টাডিজ, ক্লায়েন্ট সার্ভিসিং, রেডিও অ্যান্ড টেলিভিশন প্রোডাকশন, অ্যাড ফিল্ম মেকিং ইত্যাদি ক্ষেত্রে এই জার্নালিজম ও মাস-কমিউনিকেশনের ওপর কোর্স করা থাকলে তা খুবই কার্যকরী। এই বিষয়ের ডিগ্রি কোর্স এবং ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স- দুটিই হয়ে থাকে। ডিগ্রি কোর্সের ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি পাওয়ার জন্য সময় লাগবে ৩ বছর। আর ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের জন্য সময় লাগতে পারে এক থেকে দুই বছর। যে সমস্ত সরকারী ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়ের ওপর ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্স করানো হয়, তার কয়েকটির হদিশ রইলো-
১. ইন্সটিটিউট অব মাস কমিউনিকেশন ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্টাডিজ
ঠিকানা- ২৬১/১২ প্রিন্স আনোয়ার শাহ রোড, কলকাতা।
যোগাযোগ- ০৩৩ ৪০০৭১৯৯১২.
২. যাদবপুর বিশ্ববিদ্যালয়
১, রাজা এস.সি মল্লিক রোড, কলকাতা-৭০০০৩২।
যোগাযোগ- ০৩৩ ২৪১৪৪৪৪
৩. কলকাতা বিশ্ববিদ্যালয়
সেনেট হাউস, ৮৭/১ কলেজ স্ট্রিটো, কলকাতা-৭০০০৭৩।
যোগাযোগ- ০৩৩ ২২৪১ ০০৭১
৪. ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব টেকনোলজি
বি এফ/১৪২, সেক্টর-১, সল্ট লেক সিটি, কলকাতা।
যোগাযোগ- ০৩৩ ২৩২১০ ৭৩১
ফ্যাশন ডিজাইনিং
হালফিলের ফ্যাশনের ওপর আগ্রহ থাকলে ফ্যাশন ডিজাইনিং এর ওপর কোর্স করার কথা ভেবে দেখতে পারেন। টেক্সটাইল, প্যাটার্ন মেকিং, ফ্যাশন স্টাডিজ, ডিজাইনিং ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়গুলি এখানে শেখানো হয়। এই কোর্সের সময়সীমা প্রায় চার বছরের হয়ে থাকে। আসুন দেখে নিই কোথায় এই কোর্স করানো হয়-
১. শ্রীমতি টেকনো ইনস্টিটিউট
ঠিকানা- ১১৪/২এ হাজরা রোড , কালীঘাট আয়ার ব্রিগেডের কছে, কলকাতা।
যোগাযোগ- ৯২৩০০৭৬০৯৪
২. গ্ল্যামার স্কুল অব ফ্যাশন অ্যান্ড ইন্টেরিয়র
ঠিকানা- ৪০এ চৌরঙ্গী রোড, চতুর্থ তল, কলকাতা।
৩. রিলায়ান্স এডুকেশন
মিন্টো পার্ক, কলকাতা।
যোগাযোগ- ০৮১০০৬০০৬০০
গ্র্যাফিক ডিজাইনিং
সংযোগের ক্ষেত্রে ভিশ্যুয়ালাইজেশন বা ডিজিটাল পদ্ধতির দ্বারা অনেক সমস্যার সমাধানের ক্ষেত্রে এখন এই কোর্সের চাহিদা প্রচুর। আধুনিক সময়ে এটি খুব উপযোগীও। এখানে কনটেক্সটচুয়াল ফটোগ্র্যাফি, ডিজাইন এথনোগ্র্যাফি, প্রিন্টিং অ্যান্ড প্রোডাকশন মেথডস ইত্যাদি শেখানো হয়ে থাকে।
১. রিলায়ান্স এডুকেশন
চতুর্থ তল রিজেন্সি বিল্ডিং, ৬ হাঙ্গার ফোর্ট স্ট্রিট, কলকাতা- ৭০০০১৭।
যোগাযোগ- ৮১০০৬০০৬০০
২. ইম্যাজিক- ওয়েব দিজাইনিং আয়ন্ড ডেভেলপমেন্ট, অ্যানিমেশন, গ্র্যাফিক ডিজাইন ট্রেনিং স্কুল
চতুর্থ তল, ১৫ সি আর এভিনিউ, কলকাতা- ৭০০০৭২।
যোগাযোগ- ৮৯৮১৪৭২১৭০
৩. অ্যারেনা অ্যানিমেশন
প্রথম তল, কোহিনুর বিল্ডিং, ১০৫ পার্ক স্ট্রিট, কলকাতা- ৭০০০১৬।
যোগাযোগ- ০৩৩ ৪০০৪ ১১৪৪
৪. মায়া অ্যাকাডেমি অব অ্যাডভান্স সিনেম্যাটিক্স
চ্যাটার্জি ইন্টারন্যাশনাল সেন্টার, ৩৩এ জওহরলাল নেহেরু রোড, তৃতীয় তল, কলকাতা- ৭০০০০৭১।
যোগাযোগ- ০৩৩ ৪০০৬ ৫৯২৯
ফলে উচ্চ মাধ্যমিক পাশ করে আগে বুঝুন আর্টসের পছন্দের বিষয়কে। আর তারপর নিজের ভালোলাগাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যান। শুধু সায়েন্স নয়, বিশ্বাস করুন- আর্টসের ক্ষেত্রেও পড়াশোনা, চর্চা ও চাকরির সমান সুযোগ রয়েছে।
মন্তব্য করুন