কি ধরণের কুর্তি পরবো? কোন স্টাইল মানাবে? কোথা থেকে নেব এরকম হাজারো প্রশ্ন বাসা বাঁধে মাথায়। বিশেষ করে প্লাস সাইজ মহিলারা কিরকম কুর্তি পরবেন তা নিয়ে তাদের সমস্যায় পরতে হয়। কারণ প্লাস সাইজের কুর্তি সচারচর দোকানে পাওয়া যায় না।
প্লাস সাইজ বলে স্টাইল করে কুর্তি পরা যাবে না তা কি হয়? একদম হয় না। আর আজ তাই ১০টি ডিজাইন হাজির আপনাদের জন্য। যা থেকে নিজের মত ডিজাইনের কুর্তি আরামসে বানিয়ে নিতে পারেন টেলারের থেকে।
1. PONCHO STYLE KURTI । পঞ্চু স্টাইল কুর্তি
প্লাস সাইজ মহিলাদের জন্য পঞ্চু স্টাইল কুর্তি খুবই স্টাইলিশ ও সেফ হয়। শরীরের ওপরের ভাগ থলথলে হলে তা আরামসে কভার হয়ে যায়।
2. KAFTAN KURTI । কাফতান কুর্তি
পেটের অতিরিক্ত চর্বি কভার করার জন্য কাফতান স্টাইল কুর্তি বেস্ট। এতে বোঝাই যায় না পেটে চর্বি আছে। দেখতে দারুন স্মার্ট দেখায়।
3. KURTI WITH VERTICAL PRINT । কুর্তি ভারটিকাল প্রিন্টের
একটা খাস খবর বলি এই স্টাইলের কুর্তি পরলে প্লাস সাইজের মহিলারা শুধু রোগা দেখায় তা নয়, লম্বাও দেখতে লাগেন।
4. BLOCK PRINT KURTI । ব্লক প্রিন্ট কুর্তি
শরীরের সাইডে আমাদের চর্বি বেশি থাকে তা যদি কভার করতে চান ব্লক প্রিন্টের কুর্তি বেস্ট।
5. V-NECK KURTI । ভি নেক কুর্তি
আপনার শরীর যদি থলথলে আর চওড়া তাহলে ভি নেক কুর্তি হতে পারে আপনার বেস্ট ফ্রেন্ড। কেন? পরলেই বুঝবেন।
6. ASYMMETRIC HEMLINE FLARED KURTI । হেমলাইন ফ্লেয়াড কুর্তি
হেমলাইন ফ্লেয়াড কুর্তিতে ক্লাসি ও স্টাইলিশ লুক পেতে পারেন প্লাস সাইজের মহিলারা।
7. FRONT-OPEN KURTI । ফ্রন্ট ওপেন স্টাইল কুর্তি
ফ্রন্ট ওপেন স্টাইল কুর্তি নানা রকম স্টাইলে পরা যেতে পারে।
8. OVER-SIZED KURTI । ওভার সাইজড কুর্তি
স্টাইল করার সাথে সাথে চর্বি ঢাকার জন্য বেস্ট এই স্টাইলের কুর্তি।
9. HALF-HALF KURTI । হাফ – হাফ কুর্তি
সুপারকুল লুকের জন্য বেছে নিন হাফ – হাফ স্টাইল কুর্তি।
10. KURTI WITH SMALL PRINTS । ছোট প্রিন্টের কুর্তি
ছোট প্রিন্টের কুর্তি অনেকটা পাতলা দেখায়। পছন্দ হলে এরম একটি নিজের জন্য বেছে নিতে পারেন।
Blouse Designs Catalogue: স্টাইলিশ ডিজাইনার ১০টি ব্লাউজ ছবিসহ
মন্তব্য করুন