শীত তো প্রায় এসেই গেল। কালী পুজোর পরেই দেখবেন বাতাসে ঠাণ্ডা ঠাণ্ডা হাওয়া! আপনারও শীত শীত লাগতে শুরু করেছে! গরমের পর শীত আসাটা ভালো বটে, কিন্তু ত্বকের জন্য মোটেও ভালো ব্যাপার নয়। শীত আশা মানেই ত্বকের এক্কেবারে যাচ্ছেতাই অবস্থা! শুকিয়ে-টুকিয়ে রুক্ষ, ফাটাফুটি হয়ে সে একেবারে করুণ হাল! কিন্তু এবার শীতে যাতে আপনার ত্বকের হাল খারাপ না হয়, শীতেও যাতে আপনার ত্বক জেল্লাদার আর নরম থাকে, তার জন্য আমরা এবার হাজির করেছি ‘দাশবাস’ স্পেশাল স্কিন কেয়ার টিপস। আজই ফলো করতে শুরু করুন, আর দেখুন যাদু!
ত্বককে ময়েশ্চারাইজ করুন
ত্বককে নিয়ম করে ময়েশ্চারাইজ তো করবেনই। কিন্তু এতদিন ধরে শীতে নানারকম ক্রিম মেখেও তো ফল পান নি, এবার না’হয় প্রাকৃতিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ক্রিমের বদলে তেল মাখুন। তেলে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ই ইত্যাদি থাকে, ফলে তা সহজেই আপনার ত্বককে নরম করে তোলে।
উপকরণ
নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, জোজোবা অয়েল—এর যেকোনো একটা।
পদ্ধতি
রোজ স্নানের আগে সারা গায়ে ভালো করে ম্যাসাজ করে করে তেল মাখুন। ম্যাসাজ করার ফলে দেখবেন তেল সহজেই আপনার ত্বকের সাথে মিশে যাচ্ছে, ফলে জামা-কাপড়েও দাগ লাগছে না। এছাড়া রাতে শোবার আগেও তেল মেখে নিতে পারেন।
মধু
জানেনই তো, মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। আর মধু সহজে আপনার চামড়ার মধ্যে ঢুকে ত্বকের ভেতরে গিয়ে ত্বককে আর্দ্র করে তোলে। তাছাড়া মরা কোষ, রুক্ষ খসখসে চামড়াকে মধু আবার নরমও করে তুলতে সাহায্য করে।
উপকরণ
পরিমাণ মতো মধু।
পদ্ধতি
ত্বকে, মুখে মধু মাখিয়ে রাখুন। তারপর ১৫-২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকে জেল্লাও বেড়েছে, আর শীতের আগে নরমও হয়ে উঠছে!
অলিভ অয়েলের প্যাক
অলিভ অয়েলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট আর ফ্যাটি অ্যাসিড থাকে, যা আপনার ত্বককে সহজেই নরম ও আর্দ্র করে তুলতে পারে।
উপকরণ
২ চামচ অলিভ অয়েল, ৪ চামচ ব্রাউন সুগার, ১ চামচ মধু।
পদ্ধতি
অলিভ অয়েল, ব্রাউন সুগার আর মধু একসাথে মিশিয়ে আপনার হাতে মুখে যেখানে পারবেন গোল গোল করে ঘুরিয়ে ম্যাসাজ করে স্ক্রাব করুন। তারপর স্নান করে হালকা কোনও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন, উপকার পাবেন।
অ্যালোভেরা জেল
ত্বককে নরম মসৃণ বানাতে কিন্তু অ্যালোভেরার জুড়ি নেই, সে তো আপনি জানেনই। অ্যালোভেরায় থাকা ভিটামিন ই আর ভিটামিন এ ত্বককে নরম করে তোলে, আর রুক্ষতাকে দূর করতে সাহায্য করে। তাই শীতের আগে ঝটপট অ্যালোভেরা ব্যবহার করুন, আর ত্বককে নরম রাখুন।
উপকরণ
অ্যালোভেরা জেল পরিমাণ মতো।
পদ্ধতি
অ্যালোভেরা জেল নিয়ে হাতে পায়ে বা মুখে মেখে নিন। তারপর ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। রোজই করুন না এটা। দেখবেন শীতের আঁচ আপনার গায়েই লাগছে না!
মিল্ক ক্রিম
এবার শীতের আগে আপনার ত্বকের রুক্ষতাকে টাটা বলার জন্যে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন আমাদের স্পেশাল এই ক্রিমের সাজেশন। মিল্ক ক্রিমে থাকা প্রোটিণ আর ফ্যাট কিন্তু আপনার ত্বককে সহজেই নরম করে তুলতে পারে। তাছাড়া মিল্ক ক্রিমে থাকা ল্যাক্টিক অ্যাসিড মরা চামড়া দূরে সরাতেও সাহায্য করে।
উপকরণ
২ চামচ মিল্ক ক্রিম, ১ চামচ দুধ, ১ চামচ অলিভ অয়েল।
পদ্ধতি
মিল্ক ক্রিম, দুধ আর অলিভ অয়েল একসাথে মিশিয়ে আপনার হাতে, পায়ে, মুখে ভালো করে লাগান। ২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। শীত আসার আগে, আর শীতেও রোজ করুন। দেখবেন রুক্ষতা ভ্যানিশ হয়ে এবার শীতে আপনার জন্যে শুধুই জেল্লা আর নরম ত্বক অপেক্ষা করছে।
এবার ‘দাশবাস’ সাজেশন তো জেনেই গেলেন। দেরী না করে কাল থেকেই অ্যাপ্লাই করুন, আর এই শীতেও থাকুন নরম, মাখনের মতো বেবি সফট। দেখবেন আপনার এই গোপন রহস্য জানতে আপনার বন্ধুদের আর আগ্রহের শেষ নেই!
মন্তব্য করুন