আপনারা নিশ্চয়ই জানেন যে বেসন খাবার তৈরির পাশাপাশি রূপচর্চায়ও ব্যবহার করা হয়। বেসনের অনেক গুণাগুণ রয়েছে। অনেক আগে থেকেই মেয়েরা রূপচর্চায় বেসনের ব্যবহার করে আসছেন। বেসন ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে। মুখের কালো দাগ, ত্বকের কালচে ভাব দূর করা, অবাঞ্চিত লোম তোলা বেসনের অন্যতম কাজ। বাজারে বেসনের বিভিন্ন ফেস প্যাক পাওয়া যায়।
বেসন কী?
অনেকেই হয়তো জানেন না বেসন কীভাবে তৈরি করা হয়। মুসুর ডাল, ছোলার ডাল গুঁড়ো করে বেসন তৈরি করা হয় । এসব ডালে বিভিন্ন খনিজ পদার্থ, আমিষ, ক্যালসিয়াম, আয়রন, ক্যারোটিন, ভিটামিনসহ আরও অনেক উপাদান এসকল ডালে পাওয়া যায়। বাজারে বেসন কিনতে পাওয়া গেলেও আপনি চাইলে ঘরেই বেসন তৈরি করে নিতে পারেন। কেননা বাজারের বেসন অনেক সময় ভেজালযুক্ত হয়ে থাকে। তাই যেহেতু ত্বকের সুস্থতার বিষয়ে নির্ভেজাল বেসনটুকুই আপনার লাগবে।
মুখের কালো দাগ দূর করতে বেসনের ভূমিকা
আমরা অনেকেই বেসনের উপকারিতা সম্পর্কে জানি, কিন্তু আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বেসনের ফেস প্যাক তৈরির কিছু নিয়ম। ত্বকের কালো দাগ ও অন্যান্য সমস্যায় ব্যবহৃত ফেস প্যাকগুলো তৈরির ঘরোয়া উপায়গুলো আজ জেনে নিন।
প্রথম ফেস প্যাকঃ
মুখের কালো দাগ পড়লে এই প্যাকটি ব্যবহার করলে এর থেকে রেহাই পাওয়া যাবে।
উপকরণ:
- ৪ চা চামচ পরিমাণ বেসন (ছোলা, মুসুর ডালের গুঁড়ো)
- ১ চা চামচ পরিমাণ লেবুর রস (ঐচ্ছিক)
- ১ চা চামচ পরিমাণ টক দই
পদ্ধতি:
মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর সম্পূর্ণ চেহারায় লাগিয়ে নিন। সম্পূর্ণ শুকোনো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন ।
দ্বিতীয় ফেস প্যাক:
ত্বকের দাগ দূর করার সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এই ফেস প্যাক ব্যবহার করতে পারেন।
উপকরণ:
- কাঁচা দুধ ১ টেবিল চামচ পরিমাণ
- লেবুর রস ১ চা চামচ
- বেসন ৪ চা চামচ
পদ্ধতি:
পরিষ্কার মুখে এটি লাগিয়ে রাখুন কিছুক্ষণ, শুকিয়ে এলে হালকা হাতে ম্যাসাজ করতে থাকুন। তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।
তৃতীয় ফেস প্যাক:
যাদের স্কিন কিছুটা তৈলাক্ত, তাঁদের এই প্যাকটি ব্যবহার করলে ভালো হবে।
উপকরণ:
- ১ টেবিল চামচ কাঁচা দুধ
- সামান্য পরিমাণ মধু
- সামান্য লেবুর রস এবং বেসন
পদ্ধতি:
পেস্টটি মুখে লাগিয়ে শুকনো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ভালো করে মুখ ধুয়ে নিন।
চতুর্থ ফেস প্যাক:
ত্বকের কালো দাগ দূর করতে এই প্যাকটি বেশ কার্যকরী।
উপকরণ:
- ১ চা চামচ দুধ
- ২ চা চামচ বেসন
- ২ চা চামচ চন্দন গুঁড়ো
পদ্ধতি:
প্রথমে একটি বাটিতে দুধ, বেসন, চন্দন গুঁড়ো নিয়ে সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করুন। এখন এই পেস্টটি মুখে লাগিয়ে ২০/২৫ মিনিট অপেক্ষা করুন এবং পরে ধুয়ে ফেলুন।
পঞ্চম ফেস প্যাক:
উপকরণ:
- ২ চা-চামচ মেথি গুঁড়ো
- ১ চা চামচ বেসন
- ১ কাপ টক দই
পদ্ধতি:
মুখ খুব ভালো করে পরিষ্কার এটি লাগিয়ে রাখুন কিছুক্ষণ, শুকিয়ে এলে হালকা হাতে ম্যাসাজ করতে থাকুন। তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দুবার করে করুন।
এই ফেস প্যাকগুলো ব্যবহার করুন আর তারপর দেখবেন বেসনের জাদু। আপনার মুখের সব কালো দাগ দূর হয়ে দেখবেন মাখনের মতো নরম, মসৃণ আর উজ্জ্বল হয়ে উঠেছে!
মন্তব্য করুন