সত্যি গোলাপের মত সুন্দর হতে,জাস্ট একটা গোলাপই যথেষ্ট।মানে কয়েকটা গোলাপের পাপড়িই স্কিনকে গ্লোয়িং,রেডিয়েন্ট ও হেলদি করতে তুলতে যথেষ্ট।কারণ এতে আছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট,যা স্কিনকে রাখে ফ্রেশ এবং রক্ত সঞ্চালন উন্নত করে।এছাড়াও আছে ভিটামিন কে,সি ও বি,যা স্কিনকে শুধু গ্লোয়িং করে না,অ্যান্টি এজিং হিসাবেও কাজ করে।অর্থাৎ হেলদি স্কিনের একমাত্র রহস্য হল গোলাপ।কিন্তু কিভাবে একে ব্যবহার করবেন দেখুন।
ডার্ক কমপ্লেকশন হালকা করবে
উপকরণ
গোলাপ ফুলের পাপড়ি পেস্ট ২ থেকে ৩ চামচ,১চামচ লেবুর রস,১চামচ চন্দন পাউডার,ও এক চিমটে হলুদ গুঁড়ো।
পদ্ধতি
প্রথমে গোলাপের কিছু পাপড়ি নিয়ে পেস্ট করে নিন।তারপর এতে বাকি উপকরণগুলো মেশান।এবার এই পেস্টটা মুখে লাগান।গলায়ও লাগাতে পারেন।১৫ মিনিট অপেক্ষা করুন।তারপর ধুয়ে ফেলুন ঠাণ্ডা জলে।সপ্তাহে তিনদিন করুন।কমপ্লেকশন যদি একটু ডার্ক হয়,তাহলে তা হালকা করতে অনবদ্য এই প্যাক।
উপকারিতা
এখানে চন্দন ও গোলাপের পাপড়ি স্কিনকে গ্লোয়িং করতে তো সাহায্য করেই।তার সাথে লেবুর রস স্কিনে থাকা যে কোনো দাগ দূর করতে সক্ষম।এছাড়া লেবুর রসও স্কিন টোন হালকা করতে বেশ উপকারী।
খুব অয়েলি স্কিন?আছেই তো গোলাপ
উপকরণ
২চামচ কমলালেবুর খোসার গুঁড়ো,২চামচ মধু ও ২চামচ গোলাপের পেস্ট।
পদ্ধতি
শীতকালে কমলালেবু খাবার পর খোসাটা না ফেলে রেখে দিন।ভালো করে রোদে শুকিয়ে নিন।তারপর এটা গুঁড়ো করে নিন।তারপর গোলাপের পাপড়ি পেস্ট করে নিন।এবার ২চামচ কমলালেবুর খোসার সাথে,২চামচ গোলাপের পেস্ট মেশান।এতে দিন ২চামচ মধু। ভালো করে মেশান।এবার এই পেস্ট মুখে ও গলায় লাগান।২০ মিনিট অপেক্ষা করুন।তারপর হালকা গরমজলে ধুয়ে নিন। ধোয়ার পর মুখে ময়েশ্চারাইজার মেখে নিন।সপ্তাহে একদিন করলেই যথেষ্ট।এটা স্কিনকে খুব সুন্দর এক্সফলিয়েট করে।
উপকারিতা
এখানে কমলালেবুর খোসা স্কিনের ভেতরে জমে থাকা তেল,ময়লা বার করে আনে।স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে।সান ট্যান থাকলে সেটাও রিমুভ করে।মধু স্কিনকে ময়েশ্চারাইজড করে।এছাড়াও মুখে কোন ডার্ক স্পট থাকলে,সেটাও কমিয়ে দিতে সাহায্য করে।এটা অয়েলি স্কিনের জন্য বেশি ভালো।তবে যে কোনো স্কিনেই এটা ব্যবহার করা যায়।
রেডিয়েন্ট স্কিন এখন হাতের মুঠোয়
উপকরণ
১ কাপ দুধ,২চামচ চন্দন পাউডার ও কিছু গোলাপের পাপড়ি।
পদ্ধতি
গোলাপের পাপড়ি পেস্ট করে নিতে হবে।এরপর এর সাথে চন্দন পাউডার ও দুধ মিক্স করুন।এবার এই মিশ্রণটা মুখে লাগান।১৫ মিনিট পর ঠাণ্ডা জলে ধুয়ে নিন।
উপকারিতা
মুখে যদি ব্রণ বা ব্রণর দাগ থাকে,তাহলে এই প্যাক খুব ভালো কাজ দেবে।কারণ চন্দন ব্রণ কমাতে বেশ উপকারী।এছাড়াও স্কিনের ভেতর জমে থাকা ময়লা,তেল সব বার করে স্কিনকে পরিষ্কার রাখে।আর স্কিনকে করে তোলে গ্লোয়িং।এছাড়া দুধ স্কিনকে ময়েশ্চারাইজড রাখে ও গ্লোয়িং করতে সাহায্য করে।আর গোলাপ অ্যান্টি-ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে।তার ফলে ব্রণ কমাতে বেশ সাহায্য করে।
স্কিনের বয়সকে ধরে রাখবে
উপকরণ
একটা ডিম,১চামচ মধু ও কিছু গোলাপের পাপড়ি।
পদ্ধতি
প্রথমে ডিম ভালো করে ফেটিয়ে নিন।এবার এতে মধু ও গোলাপের পাপড়ির পেস্ট যোগ করুন।ভালো করে সব উপকরণগুলো মেশান।এবার এটা মুখে,গলায় লাগান।প্যাক শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করুন।শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে নিন।সপ্তাহে দুদিন করুন।
উপকারিতা
অ্যান্টি এজিং হিসাবে খুব ভালো এই প্যাক।কারণ এখানে গোলাপের পাপড়ি স্কিনকে টাইট রাখতে সাহায্য করে।স্কিনের গ্লো বাড়ায়।ডিমের সাদা অংশ স্কিনকে করে তোলে স্মুথ ও রিঙ্কেল কমায়।আর মধু স্কিনকে টাইট গ্লোয়িং রাখতে বেশ উপকারী।
স্কিন পরিষ্কার করতে
উপকরণ
৩চামচ বেসন,২চামচ দই ও ১চামচ গোলাপের পাপড়ির পেস্ট।
পদ্ধতি
আগে বেসন দই মিশিয়ে নিন।এবার গোলাপের পাপড়ি দিন।গোলাপের পাপড়ি না পেলে,গোলাপজলও দিতে পারেন।সব উপকরণ ভালো করে মেশান।এবার এই পেস্ট মুখে ও গলায় লাগান।১৫ মিনিট অপাক্ষা করুন।তারপর ঠাণ্ডা জলে ধুয়ে নিন।সপ্তাহে দুদিন করুন।
উপকারিতা
হেলদি স্কিনের প্রথম শর্ত হল,ক্লিয়ার স্কিন।আর এখানে বেসন স্কিন সুন্দর ভাবে পরিষ্কার করে।দই স্কিনকে ময়েশ্চারাইজড রাখে।আর গ্লয়িং তো করেই।প্যাকটা ধোয়ার পরই স্কিন পরিষ্কার গ্লোয়িং লাগবে।
তাহলে দেখলেন তো কয়েকটা সহজ উপকরণ দিয়ে,নিজেকে কতটা সুন্দর রাখা যায়?তাহলে আর দেরি কিসের,ফেসবুকে গোলাপের মত সুন্দরী কমেন্ট পেতে আজ থেকেই শুরু হোক তার প্রস্তুতি।
মন্তব্য করুন