অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, রোগবালাই, ঋতু পরিবর্তন, হরমোনের সমস্যা, স্ট্রেস, চুলের অযত্ন ইত্যাদি কারণে যখন মাথার ত্বকের সিবাম ক্ষরণ বেড়ে যায় তখনই চুল অনেক তেলতেলে হয়ে যায়। আর তেলতেলে চুলের কি কি ঝামেলা পোহাতে হয় সেটা আমরা সবাই জানি৷ আপনার চুল যদি অতিরিক্ত অয়েলি হয়ে থাকে তাহলে ট্রাই করুন এই দুটি হেয়ার প্যাক।
১. পাকা কলার হেয়ার প্যাকঃ
কি কি উপকরণ লাগবেঃ
- পাকা কলা থেঁতো করা – ৪ টেবিল চামচ
- মধু – ১ চা চামচ
- লেবুর রস বা জাম্বুরার রস – ১ চা চামচ
কিভাবে বানাবেন এবং ব্যবহার করবেনঃ
একটি বাটিতে সব উপকরণ মিশিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন যতক্ষণ না পর্যন্ত একটি ঘন মসৃণ পেস্ট তৈরি হচ্ছে। মিশ্রণ তৈরি হয়ে গেলে পুরো চুল ও স্ক্যাল্পে মাসাজ করে নিন। গোসলের ৩০ মিনিট আগে এই প্যাকটি ব্যবহার করবেন, পরে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলবেন। মাসে দুইবার ব্যবহার করলে অল্প সময়ের মধ্যে স্ক্যাল্পের অতিরিক্ত তেল চিটচিটে ভাব দূর করা সম্ভব হবে।
কেন এই হেয়ার প্যাকটি ব্যবহার করবেন
চুলের অতিরিক্ত তৈলাক্ততা কমাতে পাকা কলার জুড়ি নেই। এটি দিয়ে তৈরি হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক খুশকি নিয়ন্ত্রণ করে এবং চুলকে ময়েশ্চারাইজ করে। এতে আছে পটাশিয়াম, ন্যাচারাল অয়েল, কার্বোহাইড্রেট, এবং ভিটামিন, যা চুলকে নরম রাখে।
তেলতেলে চুলের নিয়ন্ত্রণে লেবুর রস জাদুকরী কাজ করে। এর অ্যাসিডিক উপাদান চুলের তেলতেলে ভাব কমায় এবং খুশকির বিরুদ্ধে কাজ করে।
২. স্ট্রবেরি ও নারিকেল তেলের হেয়ার প্যাকঃ
কি কি উপকরণ লাগবেঃ
- তাজা স্ট্রবেরি – ৬টি
- নারিকেল তেল – ১ টেবিল চামচ
- মধু – ১ টেবিল চামচ
কিভাবে বানাবেন এবং ব্যবহার করবেনঃ
প্রথমে স্ট্রবেরি থেঁতো করে নিন এবং সেটা তেল ও মধুর সাথে ভালো করে মিশিয়ে নিন। তারপর প্যাকটি চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট প্যাকটি রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলবেন। এই প্যাকটি তৈলাক্ত চুল ও স্বাভাবিক চুল উভয়ের জন্যই ব্যবহার করতে পারবেন। মাসে দুইবার ব্যবহার করলেই যথেষ্ট।
কেন এই হেয়ার প্যাকটি ব্যবহার করবেনঃ
স্ট্রবেরিতে থাকা ভিটামিন এবং ফ্যাটি অ্যাসিড চুলের জন্য উপকারী, বিশেষ করে অয়েলি স্ক্যাল্পের জন্য। এর ভিটামিন সি শুধু চুলকেই পুষ্টি জোগায় না বরং স্ক্যাল্পে অতিরিক্ত তেল উৎপন্ন হওয়া আটকায়। আবার এটি চুল ঝরে পড়ার সমস্যাকেও মোকাবেলা করে। তাই চুল ন্যাতানো বা তেল চিটচিটে দেখায় না, চুল থাকে সবসময় ফুরফুরে।
অনেকে মনে করেন তৈলাক্ত চুলের জন্য তেল ক্ষতিকর। কিন্তু সত্যি কথা হলো তেলই তৈলাক্ত স্ক্যাল্প ও চুলের জন্য বেশি দরকারী। এটি স্ক্যাল্প থেকে বাড়তি তেল শুষে নেয়। ফলে ধুলাবালি সহজে স্ক্যাল্পে আটকা পড়ে না, চুলকানির উদ্রেক করেনা, এবং চুল ঝরাও কমে যায়।
তৈলাক্ত চুলে খুশকি একটি বড় সমস্যা, মধু সেই সমস্যার চমৎকার সমাধান করে। এর অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান স্ক্যাল্প ও চুল থেকে বাড়তি তেল শুষে নেয় এবং খুশকি দূর করে।
মন্তব্য করুন