কি! শুনেই চক্ষু ছানাবড়া! কোনোদিন ভেবে দেখেছেন কি যে আপনার বাড়ির টিভি আর বউয়ের মধ্যে মিল ও অমিল থাকতে পারে। আপনার স্ত্রীর মতো টিভির সঙ্গেও কিন্তু আপনার দুষ্টু-মিষ্টি সম্পর্ক হতে পারে। আজ তাই আমরা আপনাকে এই অত্যাশ্চর্য বিষয়টা দেখাবো। লেখাটা পড়ে আপনি খালি ভাববেন এতদিন এই ব্যাপারটা আপনার মাথায় কেন আসেনি! দেখে নিন তাহলে বন্ধুরা।
টিভি আর বউয়ের পাঁচটা মিল
১. বক বক বক বক…
এটা একটা পরিচিত মিল। দেখুন, বউ আর টিভি দু’জনেই প্রচুর বকে যেতে পারে। আপনি কখনো আপনার স্ত্রীর কথা বলা থামাতে পেরেছেন, তা সে ন্যায্যই হোক আর অন্যায্য? টিভিরও তেমনি চ্যানেলের পর চ্যানেল, প্রোগ্রামের পর প্রোগ্রাম। রাতের যে কোনো সময় টিভি চালান, কিছু না কিছু তো দেখতেই পাবেন। বউ আর বোকাবাক্সের একটানা চালিয়ে যাওয়ার এই ক্ষমতা দেখার মতো।
২. সবসময় ব্রেকিং নিউজ…
খবরের চ্যানেল খুলুন, সবসময় কোনো না কোনো ব্রেকিং নিউজ পাবেনই। তা সে ব্রেকিং নিউজ দিল্ ব্রেক নিয়ে হোক কি রিলেশন ব্রেক, মুখরোচক তো সেটা হবেই। ঠিক তেমনি, সারাদিনের পর বউয়ের সাথে কথা বলতে বসুন। দেখবেন সবার বাড়ির হাঁড়ির হাল আপনার নখদর্পণে। তা এই খবর তো আর আলুনি হবে না, তার সাথে মিশবে বউয়ের স্পেশাল স্পাইসি মশলা।
৩. নব নব রূপে এস প্রাণে…
মন যোগাতে কিন্তু দুইয়েরই জুড়ি মেলা ভার। টিভি কি আর আগের মতো আছে, ঢাউস বাক্সের মধ্যে! এখন তা হয়েছে স্লিম, দেওয়ালেও লাগানো যায় মানে কম স্পেস কনজিউমিং। এল.ই.ডি থেকে প্লাজমা- যে কোনো রূপে পেতে পারেন, শুধু পকেটের কথা মাথায় রাখলেই হবে। এবার দেখুন আপনার বউকে। জয়েন্ট ফ্যামিলি তো তার পছন্দ নয়। সে, তার স্বামী আর ছানাপোনা নিয়ে দিব্যি ফ্ল্যাটে খুশি, কম স্পেসে। টাকা দিন হাতে, দেখবেন শপিং করে, নতুন নতুন মেক-আপ কিট কিনে আপনার মাথা ঘুরিয়ে দেবেনই উনি। স্লিম থাকা নিয়ে আর নতুন করে নাই বা কিছু বললাম, ওটা আপনাদের ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং। আমরা কাবাব মে হাড্ডি হব না।
৪. লম্বা রেসের ঘোড়া…
দেখুন, আপনি যদি আপনার স্ত্রীকে একটু ভালোভাবে যত্ন করেন, ঠিকঠাক শরীরের খেয়াল রাখেন, তাহলে তো উনি ঈশ্বরের আশীর্বাদে লম্বা জীবন পাবেনই। এবার আপনি একটু ভালো দামের টিভি কিনেই দেখুন, সার্ভিস হেব্বি পাবেন। টিভি আর বউকে নিয়ে খুশি খুশি জীবন কাটান দেখি।
৫. আহ্লাদে আটখানা…
আপনার ওপর দিয়ে খুব স্ট্রেস যাচ্ছে! কিচ্ছু ভালো লাগছে না- জীবনটা স্যান্ডউইচ মনে হচ্ছে! কিচ্ছু ভাববেন না। বউয়ের কোলে মাথা রেখে একটু শুয়ে নিন। আহা! এইরকম শান্তির নীড় আর ইহজীবনে পাবেন না বন্ধুগণ। আর স্ত্রীর মন্ত্রণা! সে তো রাজা-উজীরকেও হার মানায়। আর রয়েছে আপনার টিভি। মন খারাপ বা একঘেয়েমি লাগলে খুলে বসুন। গান থেকে গসিপ, রান্না টু রাইমা, এ টু জেড টোটাল এন্টারটেনমেন্ট প্যাকেজ আপনার সামনে হাজির করবে। পুরো আহ্লাদে আটখানা!
টিভি আর বিবির পাঁচটা অমিল
১. পাওয়ার হাউস…
এখন টিভি চালাতে হলে তো পাওয়ার বা ইলেক্ট্রিক লাগবেই। কিন্তু এই যে আপনার বউ, তার জন্য কি পাওয়ার লাগে! নিজেই চলতা-ফিরতা পাওয়ার হাউস, অনন্ত শক্তির খাজানা। তবে হ্যাঁ, আপনার প্রেমের পাওয়ার ওনার চার্জ বাড়াতেই পারে। এই পাওয়ারটা ভালো, দিতে থাকুন।
২. আমি যন্ত্র তুমি যন্ত্রী…
টিভি তো শেষ পর্যন্ত একটা যন্ত্র বলুন। ওটার চ্যানেল পাল্টাবার জন্য রিমোট লাগে। কিন্তু আপনার বউ তো সাক্ষাৎ যন্ত্রী, আপনাকে শান্তি রক্ষার্থে ওনার কথায় উঠতে হবে, বসতে হবে। তাই রিমোটের কোনো প্রশ্নই নেই। এমনকি ওনার মুড কন্ট্রোলের রিমোট আপনার হাতে নেই দাদা।
৩. এই অন এই অফ…
টিভিতে তো অন বা অফ বাটন থাকে। চাইলেই চালাতে বা বন্ধ করতে পারেন। কিন্তু, বউয়ের মেজাজের অন বা অফ-এর বাটন যে কোথায়, আজ অব্দি কি কোনো স্বামী তার সন্ধান পেয়েছেন! কোনো সৌভাগ্যবান পেলে প্লিজ আমাদের জানাবেন, সকল পুরুষজাতির এতে খুব উপকার হবে।
৪. ডোন্ট টাচ…
এবার টিভিতে কোনো সমস্যা হলে তো আপনি অনেকসময় নানাভাবে নানা জায়গায় মেরে ঠিক করেছেন। আপনার স্ত্রীর গোসা হলে গায়ে হাত দিতে যান দেখি! ফোর-ফরটি ভোল্ট খেয়ে যাবেন। ওনার অনুমতি ছাড়া ‘টাচ’ করা মানেই কপালে বিরাশি সিক্কা অপেক্ষা করছে।
৫. ফেলতে গায়ে লাগবে যে…
সে আপনি যাই বলুন, সাহস তো আপনার কম না! তুলনা করছেন বউ আর টিভির! টিভি তো খারাপ হলেই বাতিল করা যায়, তা বলে কি বউ যায়! আরে পাগলা! টিভি গেলে টিভি পাওয়া যায় রে, কিন্তু বউ গেলে……আচ্ছা থাক।
তাহলে আপনাদের অনেকটা সময় ধরে পৃথিবীর সবচেয়ে রহস্যময় খনির সন্ধান দিলাম। এবার আপনারা বসে বসে ভাবুন। শুধু শুধু ঝামেলা করে কি লাভ বলুন তো দাদা! শান্তিপূর্ণ সহাবস্থান করুন। বউকে পাশে নিয়ে টিভি এনজয় করুন। তাহলে আপনি এখন টিভি দেখুন। আমি আজ যাই। ও হ্যাঁ, মতামত জানাতে ভুলবেন না কিন্তু ‘দাশবাসে’র পেজে।
সৌরভ গাঙ্গুলি বলেন ঘরের ক্যাপ্টেন হন ঘরের গৃহবধূরা। এরকম বলার কারণ?
https://dusbus.com/bn/sorir-sorir-tomar-mon-nai/
মন্তব্য করুন