নূপুর আবার আজকাল কেউ পরে নাকি? বড্ড সেকেল! এরকম ভাবনা কয়েকদিন আগে অবধিও ছিল। কিন্তু ইদানিং ‘বুলবুল’ সিনেমা দেখার পর থেকে এই ভাবনা এখন সেকেলে থেকে একেলে হয়ে উঠেছে রাতারাতি।
ফ্যাশান দুনিয়ায় স্বমহিমায় আবার নিজের জায়গা ফিরে পেয়েছে রুপোর নক্সা কাটা পায়ের এই অলঙ্কার। আর সে কথা মাথায় রেখেই আজকে আপনাদের দরবারে পেশ করলাম ১০টি নক্সা কাটা ট্রাডিশনাল স্টাইলের নূপুর ডিজাইন।
১. কালো পাথরের সিল্ভার নূপুর
স্টোন সেটিং রুপোর নূপুর। কালো রঙের পাথর রুপোলী রঙের সাথে দারুন সুন্দর ভাবে মিশেছে এতে। ভারতীয় পোশাকের সাজে পায়ে এই একজোড়া নূপুর কিন্তু দারুন দেখাবে।
২. ঘুঙরু স্টাইল নূপুর ডিজাইন
মোটা নক্সা করা নূপুর পরতে বেশি পছন্দ করলে বানিয়ে নিন এরকম একজোড়া।
৩. সাঁওতালি স্টাইল নূপুর ডিজাইন
সাঁওতালি মেয়েদের গলায় এরকম ধরণের নক্সা করা নেকলেস শান্তিনিকেতন গেলে দেখতে পাবেন। সেই স্টাইলেই বানানো যেতে পারে রুপোর একজোড়া নূপুর। ভালো বই মন্দ দেখাবে না পরলে।
৪. নেকলেস স্টাইল নূপুর ডিজাইন
প্রতিটি বাঙালী মেয়ের গয়নার বাক্সে একজোড়া একরম হার খুঁজলেই পাওয়া যাবে। সেই নক্সার ধরনেই বানানো এই সেটটি।
৫. বালা স্টাইল নূপুর ডিজাইন
আগেকার দিনে ঠাকুমা – দিদারা এরকম ধরণের মোটা বালা হাতে পরতেন, সেই বালার স্টাইলে একজোড়া নূপুর আপনি পায়ের জন্য এবার পুজোর আগে বানাতেই পারেন।
৬. ক্লাসিক সিম্পল স্টাইল নূপুর ডিজাইন
সবসময় পরে থাকার জন্য হালকা ওজনের সিম্পল ডিজাইনের এই নূপুরটি।
৭. কালার স্টোন সেট নূপুর ডিজাইন
নানা রঙের পাথর বসানো সুন্দর নূপুর। পায়ের সৌন্দর্য দ্বিগুণ করে তুলবে এই সেটটি হলফ করে বলতে পারি।
৮. অথেনটিক স্টাইল নূপুর ডিজাইন
অথেনটিক স্টাইলে, অনেকটা বেদেনীদের অলঙ্কারের ধাঁচে বানানো এই রুপোর নূপুরটি।
৯. চেন স্টাইল নূপুর ডিজাইন
গলার মোটা সোনার চেনের মত করে বানানো হয়েছে এই সেটটি।
১০. জার্মান সিল্ভার নূপুর ডিজাইন
ছবি দেখে মনে হয় পায়ে যেন রুপোর জুঁই ফুল লাগিয়ে দিয়েছে কেউ। সেরকম ডিজাইনে বানানো এই নূপুরের সেটটি।
মন্তব্য করুন