উৎসবের দিন বা বিশেষ কোন দিন মানেই শাড়ি হতে হবে বিশেষ। তাই বাঙালী রমণীদের জন্য তাদের পছন্দের দশটি শাড়ি আজ এনে হাজির করলাম। সাবেকিয়ানার সাথে বাঙালীয়ানায় ভরপুর এই শাড়িগুলি। কোন কোনটি বাংলার শাড়ি আর কয়েকটি শাড়ি অন্য রাজ্যের। তবে তাও আমাদের আপন হয়ে উঠেছে।
1. Traditional Khadi Silk Saree | খাদি সিল্ক শাড়ি
আদি মোহিনী মোহন কাঞ্জিলালের কালেকশান থেকে বাছা এই খাদি সিল্ক শাড়িটি। কাল গান্ধীজীর জন্মদিন উপলক্ষে স্বদেশী ভাবনার কথা ভাবতে ভাবতে খাদি কাপড়ের এই শাড়িটি খুঁজে পেলাম। বাপুর মত চড়কা কেটে এই শাড়ি বানানো কিনা জানা নেই, তবে পিওর খাদির কাপড় দিয়ে এটি বানানো হলফ করে লিখতে পারি।
2. Pink Jamdani Silk-Cotton Saree | জামদানি শাড়ি
জামদানি শাড়ি কিন্তু ফ্যাকাসে না, একেবারে গর্জাস। গোলাপি ও সোনালী রঙের সুন্দর মেলবন্ধন রয়েছে।
Buy Here (Out of Stock)
3. Bhagalpuri Silk Golden Foil Work Saree | ভাগলপুরী সিল্ক শাড়ি
ভাগলপুরী সিল্ক বাঙালীর অন্যতম পছন্দের সিল্কের শাড়ির মধ্যে একটি। লাল, সাদা পাড়ের এই শাড়ি কিন্তু যেকোনো পুজো পারপাসে পরার জন্য একেবারে পারফেক্ট চয়েস।
4. Khadi Cotton Saree | খাদি কটন শাড়ি
খাদির আরেকটি শাড়ি। তবে এটি সিল্ক না কটন কাপড়ের তৈরি। সিম্পল লুকের শাড়ি যারা পছন্দ করেন তাদের এই শাড়ি খুবই পছন্দ হবে।
5. Designer Sana Silk Saree | সানা সিল্ক ডিজাইনার শাড়ি
সিল্কের শাড়ির নানা ধরন আজকাল দেখা যায় ফ্যাশান দুনিয়ার দৌলতে। সানা সিল্কের এই শাড়িটি আদি মোহিনী মোহন কাঞ্জিলালের কালেকশান। ছবির মতই রঙ ও চমক শাড়িতে পাবেন।
6. Navy Blue Banarasi Cotton Silk Saree | কটন সিল্ক শাড়ি
পিওর বেনারসি শাড়ি নয়, তবে বেনারসি স্টাইলের কটন সিল্ক শাড়ি।
7. Tant Handloom Cotton Saree | তাঁত শাড়ি
একেবারে টিপিকাল বাংলার তাঁত শাড়ি। তবে শাড়িটি খুবই কালারফুল ও ব্রাইট।
8. Tant Dhaniakhali Saree | ধনেখালি তাঁত শাড়ি
ধনেখালির তাঁতের শাড়ি মডার্ন স্টাইলে বানানো। দেখতেই পাচ্ছেন বাঙালীর প্রিয় মাছের ডিজাইন করা পুরো শাড়ি জুড়ে।
9. Dhakai Jamdani Saree (Orange & Black) | ঢাকাই জামদানি শাড়ি
কমলা ও কালো রঙের ঢাকাই জামদানি শাড়ি। ঘটিহাতা ব্লাউজের সাথে পড়লে আগেকার দিনের নায়িকার চেয়ে কোন অংশে কম লাগবে না। একেবারে আধুনিক সুচিত্রা মনে হবে আপনাকে।
10. Traditional Kota Silk Saree | কোটা সিল্ক শাড়ি
কোটা সিল্ক গুজরাটের শাড়ি, কিন্তু বাঙালীর খুবই পছন্দের। তাই এই সুন্দর শাড়িটি আদি মোহিনী মোহন কাঞ্জিলালের কালেকশান থেকে আপনাদের জন্য পেশ করলাম।
মন্তব্য করুন