বাঙালী বিয়েতে নানা রীতিনীতি রয়েছে আর পাঁচটা বিয়ের মতই। কিন্তু কনের সাজে সবচেয়ে জমক দেখা মেলে বাঙালী বিয়েতে। ইউনিক বললে খুব একটা ভুল বলা হবে না। নানা জিনিসের বদল হলেও বাঙালী কনের সাজে বাঙালীয়ানা বজায় রয়েছে পুরনো আভিজাত্য বজায় রেখেই। যার একটা হল চন্দনের নক্সা সারা কপাল জুড়ে!
আজ তাই আপনাদের সবচেয়ে সুন্দর নক্সার ছবি দেখাবো আজকের প্রতিবেদনে। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আর ছবি দেখার শেষে রয়েছে বিশেষ টিপস হবু কনেদের জন্য।
চন্দনের নক্সা কপাল জুড়ে
চন্দনের হালকা নক্সা
সাদা ও লাল চন্দনের সুক্ষ কাজ
হেভি কাজের চন্দনের নক্সা
সিম্পল চন্দনের নক্সা
সিঙ্গেল চন্দনের নক্সার টিপ
ছোট ও সুক্ষ চন্দনের নক্সা
কপাল ও গালে চন্দনের নক্সা
কল্কে স্টাইল চন্দনের নক্সা
নতুন চন্দনের ডিজাইন
হেভি ওয়ার্ক চন্দনের নক্সা
সুক্ষ ও সিম্পল চন্দনের নক্সা
কনেরা যে বিষয় অবশ্যই মাথায় রাখবেন
- ডিজাইন পছন্দ হলেই যে সেটাই করতে হবে এমন ভুল করবেন না। মুখের আদল বা গড়ন অনুযায়ী নক্সা বাছবেন। সেটা সবচেয়ে ভালো বলতে পারবে আপনার মেকআপ আর্টিস্ট মেকাপের আগে।
- মুখে কোন রকমের অ্যালার্জি বা ব্রণর সমস্যা থাকলে হালকা নক্সা করবেন।
- বিয়ে ও বৌভাতের দিনের নক্সা যেন আলাদা আলাদা হয় সে বিষয়ে খেয়াল রাখবেন।
- গাল ও চিবুকে যদি ডিজাইন করেন তা যেন কপালের ডিজাইনের সাথে ব্যালেন্স করে করা হয় খেয়াল রাখবেন।
- চন্দন লাগানোর সময় অবশ্যই নতুন তুলি ব্যবহার করবেন।
- চন্দন লাগানোর আগে দেখে নেবেন যে এর থেকে আপনার স্কিনে কিছু সমস্যা হচ্ছে না তো? তাহলে ব্যবহার করার আগে সতর্ক থাকবেন।
- চন্দন দিয়ে নক্সা আঁকার সময় তাতে অ্যাক্রিলিক কালার মেশাতে ভুলবেন না। শুধু চন্দন দিলে তা শুকিয়ে গিয়ে ফ্যাকাসে হয়ে যায় দেখতে। তাই এটা ব্যবহার করবেন।
- চন্দন লাগানোর পর গরমের মধ্যে সঙ্গে সঙ্গে বেরবেন না। ভালো ভাবে শুকিয়ে নিয়ে তবে বাইরে যাবেন।
মন্তব্য করুন