‘গানের ওপারে’ সিরিয়াল দিয়ে অভিনয়ে হাতে খড়ি হয়েছিল মিমি চক্রবর্তীর। এবার সিরিয়াস ভাবে অভিনয়ের সাথে সাথে গানকেও জীবনের সাথে জুড়ে নিলেন তিনি।
ইউটিউবে সদ্য প্রকাশিত হওয়া তাঁর গানের অ্যালবামের ভিডিও ও সেই অ্যালবামের ‘Anjana’ (আঞ্জানা) নামে হিন্দি গানটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল মিমি ও নুসরাতের নাচের ভিডিও।
সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য এবং টলিউড অভিনেত্রী, মিমি চক্রবর্তী তাঁর প্রথম হিন্দি গান আঞ্জানা’র সাথে একটি নতুন যাত্রা শুরু করলেন। তার প্রথম অ্যালবাম ড্রিমসের মিউজিক ভিডিও রবিবার প্রকাশিত হয় এবং ইতোমধ্যে ইউটিউবে প্রায় ১৩ লক্ষ ভিউ পেয়েছে। এই গানটির লিরিক্স লেখেছেন রাজীব দত্ত ও সোহম মজুমদার। ভিডিও পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। দেখে নিন সেই ভিডিও।
মন্তব্য করুন