সকালে স্নান করার কাজটা কিন্তু আমাদের বেশ মন দিয়ে করা উচিৎ, আর খানিক সময় নিয়ে। প্রাচীন কালে ভারতের ঋষিরা কিন্তু সময় নিয়ে স্নান করতেন আর কতবার স্নান করা যায়, কখন করলে কী হয়, এই সব নিয়েও বিস্তারিত জানিয়েছেন। স্নান করার সময়ে আমাদের প্রত্যেক অঙ্গ ঠিক করে পরিষ্কার হচ্ছে কিনা সেই দিকে আমাদের নজর দেওয়া উচিৎ। তবে নজর দিতে চাইলেও যেদিকে আপনি চাইলেও তাকাতে পারবেন না সেটি হল আপনার পিঠ। আর এই পিঠ পরিষ্কার করা নিয়েই যত ঝক্কি! কখনও হাত দিয়ে গোটা পিঠ পরিষ্কারের বৃথা চেষ্টা, কখনও আবার অন্যকে বলা। আর এতে সময়ও তো চলে যায় অনেক। তবে আর চিন্তা নেই। দাশবাস চলে এসেছে মুশকিল আসান করতে।
ক. পিঠ পরিষ্কার করুন সহজে স্টেপ বাই স্টেপ
১. অনেক সময় হয়তো অনেকে বলেন গরম জলে স্নান করতে। কিন্তু গরম জল নয়, উষ্ণ জলে স্নান করুন। ভালো করে সারা গায়ে উষ্ণ জল দিয়ে গা ভিজিয়ে নিন, বিশেষ করে পিঠ। এতে করে পিঠের ময়লা নরম হয়ে আসবে।
২. এরপর লুফায় লিকুইড সাবান নিন। লুফাটি একটি ছোট লাঠির মাথায় বেঁধে নিন, যেটি আপনার পুরো পিঠে যেতে পারে।
৩. এবার এই লুফার সাহায্যে পিঠের উপরের আর নিচের অংশ ভালো করে পরিষ্কার করে নিন। এর ফলে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আর কষ্ট করে পিঠ পরিষ্কার করতে হবে না। সহজেই আপনি লুফার সাহায্যে পিঠ পরিষ্কার করে ফেলতে পারবেন।
৪. এরপর ভালো করে স্নান করে নিন।
৫. স্নান করার পর গা ভালো করে মুছে অবশ্যই ভালো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। এতে পিঠ শুষ্ক হয়ে যাবে না।
খ. রুমাল ব্যবহার করতে পারেন
অনেক সময়ে লুফা অনেকে ব্যবহার করতে পারেন না। তাঁদের এটি খড়খড়ে মনে হয়। সেক্ষেত্রে আপনি আপনার পুরনো রুমাল ব্যবহার করতে পারেন। ছোট লাঠির উপরের দিকে রুমাল ভালো করে জড়িয়ে নিন। তারপর সেটি ভিজিয়ে নিয়ে তার মধ্যে সাবান দিয়ে পিঠ ঘষুন। এটিও কিন্তু খুবই কার্যকরী। তবে রুমাল খুব মোটা কাপড়ের না হওয়াই ভালো।
গ. শাওয়ার ব্যাক ব্রাশ ব্যবহার করুন
এটি হল সবচেয়ে ভাল উপায় আর কোনও ঝামেলাও হবে না। লাঠি, কাপড় বাঁধা, এই সব কিছুই করতে হবে না। শুধু একটি সাওয়ার ব্যাক ব্রাশ কিনে নিন। এর উপরের দিকে সাবান দিয়ে আপনি অনায়াসেই পিঠ পরিষ্কার করতে পারবেন। আর এটি বাড়িতে বসে অ্যামাজনে অর্ডার দিয়ে দিন, তাহলেই হবে। নিচের লিঙ্ক থেকে কিনতে পারেন।
১. স্যাকরেড সল্ট উডেন বডি বাথ ব্রাশ উইথ ডিটাচেবল অ্যান্ড লং হ্যান্ডেল
নরম কাঠ দিয়ে বানানো আর ব্যবহার করা খুবই সহজ। এটি শুধু শরীর পরিষ্কার নয়, মরা চামড়া তুলে দেবে, একটা ফ্রেস ভাব আনবে আপনার মধ্যে। আপনি পিঠ ছাড়া গোটা শরীরও পরিষ্কার করতে পারেন।
এটি কিনতে হলে ছবিতে ক্লিক করুন।
২. ইলেক্টোম্যানিয়া বডি বাথ শাওয়ার ব্যাক ব্রাশ ম্যাসাজার স্পা স্ক্রাবার
এটিও ব্যবহার করা বেশ সহজ। খুব ভালো ভাবে পিঠ পরিষ্কার করে। আর পরিষ্কার করার পর পিঠ লাল হয়ে যায় না। চামড়া উঠে যায় না।
এটি কিনতে হলে ছবিতে ক্লিক করুন।
এবার তাহলে আর অপরিষ্কার পিঠের ভয় নয়। বরং নিশ্চিন্তে পরুন ব্যাকলেস পোশাক। আর আমাদের থেকে এরকম আর্টিকেল পেতে দাশবাসকে করুন লাইক আর শেয়ার।
চুলের ধরন বা হেয়ার পরোসিটি সম্বন্ধে সচেতন থাকুন যত্ন নিন চুলের
মন্তব্য করুন