নামের মাহাত্ম্য যে কতখানি সেটা আলাদা করে বলাই বাহুল্য। সংসারে নতুন অতিথি এলে তাকে সবার প্রথমে নামকরণের দ্বারাই স্বাগত জানানোর রীতি প্রচলিত। এবার নামকরণ যেমন তেমন হলে তো আর চলবেনা সেটা হতে হবে অর্থপূর্ণ ও শ্রুতিমধুর। কারণ, নামের দ্বারাই একজন নবজাতকের ভবিষ্যতের পরিচয় ও জীবনের প্রতিষ্ঠা নির্ভর করে।
আগে একান্নবর্তী পরিবারে ঠাকুমা দাদুরাই নামকরণ করে দিতেন। বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলিতে তা আর সম্ভব হয়ে ওঠেনা। কাজেই পড়তে হয় অকুল পাথারে! সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে আপনাদের জন্য থাকলো বাংলা বর্ণ মালার ‘ত’ বর্ণ দিয়ে ছেলে ও মেয়ের নামের তালিকা।
ত বর্ণ দিয়ে ছেলেদের অর্থসহ নাম:
- তথাগত: এটি ভগবান বুদ্ধের একটি নাম।এর অর্থ হলো পরম জ্ঞানী।
- তপেন্দ্র: সনাতন রীতির আদর্শ নাম এটি। তপেন্দ্র দ্বারা সূর্যের রশ্মির প্রখরতা কে বোঝানো হয়।
- তীর্থঙ্কর: জৈন ধর্মে সর্বজ্ঞ বা যিনি ভবসংসারের ত্রাণকর্তা তাকে বোঝানো হয়। এমনিতে অর্থ তীর্থের প্রতিষ্ঠাতা।
- ত্রিধামন: এর অর্থ হলো ব্রহ্ম বিষ্ণু ও মহেশ্বর এর সমষ্টি। খুবই পবিত্র নাম।
- তুহিন: তুষার বা বরফের মতো ঠান্ডা। শীতলতার ছোঁয়া আছে এই নামে।
- তনুজ: এর অর্থ পুত্র। শুনতে ভালোই লাগবে এমন নামে কেউ ডাকলে।
- তেজস: খুবই আধুনিক নাম। সম্প্রতি সরকার যুদ্ধবিমান এর নাম রেখেছে এই নামে। অর্থ হলো তেজের আধার।
- তমাল: গাব জাতীয় কালো বৃক্ষ।
- তারণ: উদ্ধারকর্তা বা ত্রান করেন যিনি। মঙ্গলময় এই নাম খুবই উপযুক্ত।
- ত্রিলোচন: তিনটে লোচন বা চোখ রয়েছে যার অর্থাৎ ভগবান শিবের এক নাম। এখনো খুবই চলনসই।
- তৌতিক: খুবই আনকমন নাম। একটা আলাদা মাধুর্য আছে। অর্থ হলো মুক্তো।
- তিতাস: উপন্যাস এ এই নামটি পাই। অর্থ হলো নদী।
- তনভ: খুবই মিষ্টি নাম। অর্থ হলো বাঁশি।
- তুর্বসু: পুরানে বর্ণিত রাজা যযাতির ছেলের নাম যিনি নিজের পিতার জরাভার গ্রহণ করেছিলেন।
ত বর্ণ দিয়ে মেয়েদের অর্থপূর্ণ নাম:
- তরুণিমা : তারুণ্য বা যৌবন কে ব্যক্ত করে এই নাম।
- তিলোত্তমা : খুবই জনপ্রিয় নাম। তিল তিল করে যার সৌন্দর্য নির্মিত বা রূপসী।
- তৃষা : তেষ্টা বা পিপাসা। মডার্ন একটি নাম।
- তুলিকা : চিত্রকর এর লোম জড়ানো তুলি/লেখনী। এমন নাম শুনলেই মন ভালো হয়ে যায়।
- তোষালী : ইউনিক একটা নাম। অর্থ হলো যে পরিতৃপ্তি দান করে
- তৃপ্তি : অর্থ হলো আনন্দ বা তুষ্টি।
- ত্রিবেণী : গঙ্গা,যমুনা ও সরস্বতীর মিলনস্থলকে ত্রিবেণী সঙ্গম বলে। পৌরাণিক এই নাম দিতেই পারেন আপনার সন্তানকে।
- তমসা : আঁধার বা অন্ধকারময় অবস্থা।
- তন্বিতা : সূক্ষ বা নিখুঁত সৌদর্যপূর্ণ নারীকে বলা হয়।
- তনুশ্রী : এই নামের অর্থ হলো সুন্দরী রমণী।
- তৃনা : ছোট নাম খুবই কাজে লাগবে।মনে রাখতেও সুবিধে। অর্থ হলো ঘাসের মতো কোমল।
- তিয়াশা : এটিও একটি আলাদা আইডেন্টিটি দেবে আপনার প্রিয় সন্তান কে। অর্থ কোমল রূপ।
- তনিমা : এই নামের অর্থ হলো মনোরম কৃশতা।
- তন্নিষ্ঠা : একটা অন্যরকম ভাব আছে এই নামে। অর্থ হলো নিবেদিত প্রাণা।
- তাপসী : অর্থ তপস্বিনী বা তপস্যা যার ব্রত এমন নারী।
আশা করি নামগুলো আপনাদের মনে ধরেছে। এরমধ্যে যেটা ভালো লাগে সেটা নির্বাচন করে আপনার কচিকাঁচাকে সেই নাম দিতে পারেন।
মন্তব্য করুন