মানুষ মাত্রেই স্বপ্ন দেখে, তা সে ভালো স্বপ্ন হতে পারে আবার খারাপ বা ভয়ের স্বপ্নও হতে পারে। তবে কেউ কেউ তা এইচ.ডি স্ক্রিনে দেখা সিনেমার মতো পরিষ্কার মনে রাখে, কেউ কেউ আবার একেবারেই ভুলে যান।
আমাদের জীবনে যা যা ঘটছে বা যা ঘটতে চলেছে স্বপ্ন অনেক ক্ষেত্রেই তার প্রতিরূপ হয়ে ওঠে। আসলে প্রত্যেকটি স্বপ্নেরই কোনো না কোনো ব্যাখ্যা থাকে। তাই যারা স্বপ্ন দেখে তা পরিষ্কার মনে রাখতে পারেন তাদের জন্যই আমার আজকের এই আর্টিকেল।
আমরা নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, কখনো কখনো একই স্বপ্ন বা স্বপ্নে কিছু জিনিস বারবার দেখে থাকি। এই ধরনের স্বপ্ন কিন্তু অনেকসময়ই আগাম কিছু ঘটার বার্তা বা সিম্বল হয়ে ওঠে। এই ধরনেরই কিছু স্বপ্ন বা স্বপ্নে বার বার আসা কিছু বিষয় এবং আপনার জীবনে তার কি প্রভাব পড়তে পারে তাই নিয়ে আলোচনা করতেই আমি আজ চলে এসেছি।
১. স্বপ্নে প্রজাপতি দেখা
প্রজাপতি যেমন সুন্দর তেমনই একে স্বপ্নে দেখে ফেলার অর্থও বেশ সুন্দর। আপনি যদি প্রায়ই স্বপ্নে প্রজাপতি দেখে থাকেন তার মানে আপনার জীবনে নতুন বন্ধু বান্ধবের আগমন হতে পারে। সেই বন্ধু আপনার প্রেমিক বা প্রেমিকা বা জীবনসঙ্গী হলেই বা ক্ষতি কি।
২.স্বপ্নে যানবাহন দেখা
স্বপ্নে আপনি যা ইচ্ছে হয় দেখতে পারেন। তার কারণ আমাদের মনের গোপন ইচ্ছে বা সুপ্ত বাসনা কিম্বা কোনো দুশ্চিন্তা বা ভয় ইত্যাদি যা আমরা কাউকে বলতে পারছি না, অথচ যা নিয়ে সারাদিন ভেবেই চলেছি, সেগুলিই কিন্তু স্বপ্নে আমরা দেখে থাকি। যেমন ধরুন বেশ কিছু দিন হলো স্বপ্নে জাহাজ বা নৌকো বা প্লেন বা ট্রেন এর মধ্যে কোনো একটিতে নিজেকে দেখছেন বা এই যানবাহন গুলিকেই দেখছেন। এর মানে কিছু দিনের মধ্যেই আপনার কিন্তু ভ্রমনের সুযোগ আসতে চলেছে, তা স্বদেশেও হতে পারে আবার বিদেশেও হতে পারে।
৩. স্বপ্নে সিঁড়িতে ওঠা না নামা দেখা
এই স্বপ্নটি কিন্তু আমরা অনেকেই দেখি। লিফ্ট’এ করে ওঠা বা সিঁড়ি দিয়ে ওঠা, এমন কি পাহাড়ে ওঠা এই ধরনের স্বপ্ন যদি আপনি প্রায়ই দেখে থাকেন তাহলে সৌভাগ্য বা ভালো কিছুর সুযোগ যেমন কাজে উন্নতি, অফিসে প্রমোশন, ভালো চাকরির সুযোগ, ভালো রেসাল্ট এই ধরনের কিছু আপনার জীবনে ঘটতে পারে।
এর ঠিক উল্টো কিছু ঘটার সম্ভাবনা থাকে যখন আপনি স্বপ্নে সিঁড়ি থেকে বা পাহাড় থেকে বা কোনো উঁচু স্থান থেকে নিজেকে পড়ে যেতে দেখেন। এক্ষেত্রে কিন্তু আপনার কাজের ক্ষেত্রে অবনতি ঘটলেও ঘটতে পারে।
৪. স্বপ্নে নিজেকে মৃত দেখা
শুনেই ভয় পেয়ে গেলেন নাকি? এই ধরনের স্বপ্ন কয়েকদিন দেখে আপনি নিশ্চয়ই ভয় পেয়ে গিয়েছেন। একেবারেই চিন্তা করবেন না কারণ স্বপ্নে যদি আপনি নিজেকে মৃত দেখে থাকেন তার মানে হলো আপনার আয়ু বৃদ্ধি ঘটেছে এবং বহুদিন ধরে যদি আপনি রোগে জর্জরিত থাকেন তাহলে এবার সেরে উঠবেন।
৫. স্বপ্নে মাছ দেখা
স্বপ্নে মাছ! ভাবছেন এরকম স্বপ্নও লোকে দেখে? নিশ্চয়ই দেখে। আর আপনার স্বপ্নেও যদি মাছের আগমন প্রায়ই ঘটে থাকে তার মানে কিন্তু অতি শীঘ্রই আপনার জীবনে প্রচুর অর্থাগমনের সম্ভাবনা বা রোজগার বৃদ্ধির সম্ভাবনা আছে। কারণ মাছ হলো সৌভাগ্যের লক্ষণ।
৬. স্বপ্নে সাপ দেখা
স্বপ্নে সাপ! এই বস্তুটি নিশ্চয়ই আপনি বাস্তবেও দেখতে চান না। তবে স্বপ্নে যদি সাপ দেখেই থাকেন তাহলে ভয় পাবার কিছুই নেই। উল্টে স্বপ্নে সাপ আপনার জীবনে শুভ সংবাদ বা সৌভাগ্য বহন করে নিয়ে আসে। সন্তান লাভ বা বংশবৃদ্ধির সম্ভাবনা ঘটে সাপের স্বপ্ন দেখলে।
বিশেষ আরেকটি স্বপ্ন
স্বপ্নে আমরা মহিলারা বিশেষ করে এই জিনিসটি কম বেশি দেখে থাকি, তা হল গয়না। এই গয়নার স্বপ্ন নানা রূপে ধরা দেয়। এর এক একটি রূপের আসল ইঙ্গিত কি তা দেখে নিন নিচে দেওয়া ভিডিওটি থেকে।
স্বপ্ন নিয়ে বিস্তর গবেষণা চলছে বুহুদিন ধরেই। তাই এই প্রত্যেকটি ব্যাখ্যা কিন্তু একেবারে সঠিক তা ঠিক বলা যায় না। আসলে আমাদের চেতনা বা অবচেতনে যা কিছু থাকে তারই প্রতিফলন স্বপ্নে আমরা দেখি। তাই একই স্বপ্ন বারবার দেখে প্যানিক বা ভয় পাবার কিছু নেই। কোনো কারণে যদি আপনার স্বপ্ন আপনার ভয়ের বা মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আপনি কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। তাই স্বপ্ন নিয়ে বেশি না ভেবে জমিয়ে ঘুমের মজা নিন।
Anchan Reang
আমি প্রায় সময় স্বপ্নের মধ্যে দেখি আমার প্রেমিকা Sajjita Reangএর সাথে বিয়ে হয়,ঐ দিন বৃষ্টি নেমে আসে—- এর ফলাফল কি হবে।
Sohel
আমি সবসময় একটি স্বপ্ন দেখি,তাহল দোকানদারী করি।আবার আকাশে তারা দেখি,পতাকা উড়তে দেখি।
জাহাঙ্গীর
আমি প্রায়ই স্বপ্নে দেখি আমার ভালোবাসার মানুষটির সাথে যখন আমি একান্তে কথা বলি তখন তার পরিবারের কেউ এসে পড়ে এবং সে তখন হঠাৎ করেই হারিয়ে যায়,,,
বিঃদ্রঃ গত তিন বছর থেকে তার সাথে আমার কোন যোগাযোগ নাই,, তবে ভালোবাসি এখনো,,
লিলি
আমি প্রায়ই স্বপ্নে যে জায়গায় যাই,সেখান থেকে বাড়ি আসার রাস্তাটা আলাদামতন হয়… বাড়ি আসতে আসতে বুঝতে পারি, এ তো আমার বাড়ির রাস্তা না…অন্য রাস্তা । কিন্তু সবাই আমায় সে রাস্তাই দেখায় দেয় বাড়ি যাওয়ার.. সে রাস্তায় গেলেও বাড়ি পাইনা, অথবা বাড়ি পেলেও সেই বাড়ি আমার বাড়ির মতো না অথ্যাৎ আমার বাড়িই না । এটা কেন দেখি
DusBus Staff
আপনি আপনার বাড়িকে খুবই ভালোবাসেন। তাই বাড়ি থেকে আলাদা হওয়ার ভয় আপনার অবচেতন মনে রয়েছে। তাই স্বপ্নে এরকম দেখেন। চিন্তা করার কারন নেই।