মোটা বলে মন খারাপ? আপনার বাড়তি ওজন কি আপনাকে ট্রেন্ডি কাপড় পড়তে দেয় না? মানে ইচ্ছে থাকলেও ভয় পাচ্ছেন তো? যদি বাজে লাগে দেখতে! ভয় পাওয়ার বা সংকোচের কিছুই নেই। মন খুলে নতুন ট্রেন্ডসগুলো ট্রাই করুন| দেখে নিন ঠিক কি ধরনের জামা কাপড়ে আপনাকে দেখতে স্মার্ট ও কনফিডেন্ট লাগবে|
১. জ্যাকেট
জিন্স বা নি লেন্থ স্কার্টের সাথে বা ওয়ান-পিস ড্রেসগুলোর সাথে লং জ্যাকেট ট্রাই করতে পারেন| মনে রাখবেন আপনার জ্যাকেটের লেন্থ যাতে আপনার হিপলাইনের নিচে হয়| তাহলেই অনেক বেশি স্মার্ট এবং রোগা দেখাবে|
২. টেইলর ফিট ড্রেস
আপনার ড্রেসগুলির ফিটিংস ঠিক হওয়া খুব জরুরি| সে ক্ষেত্রে straight লেগড প্যান্ট বা straight নি লেন্থ স্কার্ট ট্রাই করতে পারেন| তবে সঠিক ফিটিংস এবং সঠিক লেন্থের হওয়াটা জরুরি|
৩. কোল্ড শোল্ডার টপ
কোল্ড শোল্ডার কিন্তু আপনাকে বেশ মানাবে। অ্যাঙ্কেল লেন্থ জিন্সের সাথে কিন্তু এই ধরনের টপ পড়লে দেখতে বেশ লাগে! তবে একেবারে ফিটিংস টপগুলো না পরে যেগুলো একটু ঢিলে এবং কোমরের নিচে অবধি লেন্থ সেগুলো বেশ ভালো লাগবে|
৪. ডেনিম ওয়ান পিস
ডেনিম মেটেরিয়াল আমাদের বডি শেপের জন্য বেশ ভালো| এবার দেখলাম পুজোর সময় ডেনিম ওয়ান পিস খুব চলছে| একটু না হয় আপনি মোটা, তাতে কি! ট্রাই করে দেখতেইপারেন| দেখতে কিন্তু বেশ স্মার্ট লাগবে|
৫. জিন্স
জিন্স কেনার সময় অবশ্যই ওয়েল ফিটেড জিন্স কিনবেন| কারণ আমাদের অনেকের ধারণা যে যেহেতু মোটা তাই জিন্স ঢিলে হলেই বোধহয় ভালো লাগবে! এটা খুব ভুল ধারণা| আপনি একেবারেই সংকোচ না করে অ্যাঙ্কেল লেন্থ এবং স্কিন ফিটেড জিন্স পড়ুন| অনেক বেশি স্মার্ট লাগবে দেখতে|
৬. ম্যাক্সি ড্রেস
আমার নিজের তো খুব পছন্দের তালিকায় এই ম্যাক্সি ড্রেস| আপনি হলেনই বা একটু মোটা| তাতে কিছুই যায় আসে না| মন খুলে কিনে ফেলুন| তবে সঙ্গে যদি বেল্ট দিয়ে পরতে পারেন তাহলে আরো ভালো লাগবে|
৭. ওয়ান পিস বা ড্রেস
এ লাইন ছাড়া একটু ছড়ানো এবং নি লেন্থ অবধি যে ওয়ান-পিসগুলো হয় সেগুলোও কিন্তু আপনাকে মানাবে| এছাড়া লং ড্রেসগুলিও পরতে পারেন|
৮. কুর্তি ও সালোয়ার
ইন্ডিয়ান ড্রেস আমাদের সবারই পছন্দ| তাই কুর্তি বা সালোয়ার সঠিক কাট ও শেপের হলে আপনাকেও ভালো লাগবে| কুর্তির সাথে অ্যাঙ্কেল লেন্থ লেগিনস বেশ ভালো মানাবে| আর সালোয়ার ন্যারো লেন্থের হলে আপনাকে ভালো লাগবে| মিলান্জে, বিবা, গ্লোবাল্দেশী ইত্যাদি ব্র্যান্ডের কাটিংগুলো বেশ ভালো তাই এগুলো ট্রাই করতেই পারেন|
বিষয় যেগুলি মাথায় রাখতে হবে
১. আপনি যে ফ্যাব্রিকগুলো পরেন তার প্রিন্টগুলো বেশি বড় মোটিফ হলে তা না পড়ে ছোটো মোটিফ পরা ভালো|
২. আপনার আন্ডার গার্মেন্ট সঠিক মাপের হওয়া অত্যন্ত জরুরি| তা না হলে যে কোনো পোশাকেই খারাপ দেখাবে|
৩. আপনি যদি স্ট্রাইপ মোটিফ পরা পছন্দ করেন সেক্ষেত্রে হরাইজেন্টাল আপনার ক্ষেত্রে ভালো|
৪. সলিড কালার আপনাকে ভালো মানাবে।
আপনি কি পোশাক পরছেন সেটা আপনার মোটা বা রোগা হওয়ার থেকেও আপনার কনফিডেন্স ও ক্যারি করার ওপর নির্ভর করে| আজকাল সমস্ত ধরনের পোশাকই সব মাপের পাওয়া যায়| সুতরাং এমন কোনো ট্রেন্ড বা ড্রেস নেই যেগুলো আপনি পরতে পারবেন না| তাই কে কি বলছে সেদিকে নজর না দিয়ে নিজের স্টাইল স্টেটমেন্ট নিজেই তৈরী করুন দেখবেন অনেকেই আপনাকে ফলো করেছে! আর আপনার বন্ধুরাও আপনাকে দেখে চমকে যাচ্ছে!
মন্তব্য করুন