সূর্য আমাদের প্রাণের উৎস। আর সূর্যগ্রহণ একটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা। আমরা হয়ত অনেকেই সূর্যগ্রহণ দেখেছি। এই বছরেও আবার আমরা দেখতে পারবো সূর্যগ্রহণ। ২০১৮ সালের প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হবে ১৬ই ফেব্রুয়ারী। আসুন আপনাদের আজ এই সূর্যগ্রহণ নিয়ে কিছু জানাই।
সূর্যগ্রহণ কী?
চাঁদ যখন ঘুরতে ঘুরতে পৃথিবী আর সূর্যের মাঝে আসে তখন পৃথিবী থেকে অনেকসময় সূর্যকে দেখা যায় না। তখনই এই ঘটনাকে আমরা বলি সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ কোনো কোনো জায়গা থেকে দেখা যায়, আবার কোনো কোনো জায়গা থেকে দেখা যায় না। চাঁদ যখন সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলে তখন হয় পূর্ণ সূর্যগ্রহণ। আর যখন চাঁদের জন্য সূর্যের কিছু কিছু অংশ দেখা যায় না, তখন হয় আংশিক সূর্যগ্রহণ।
এই গ্রহণের সময়কাল
মূলত ১৫ই ফেব্রুয়ারী, ভারতের হিসাবে ধরলে ১৬ই ফেব্রুয়ারী এই সূর্যগ্রহণ হচ্ছে। এই গ্রহণ মূলত আন্টার্কটিকা মহাসাগর ও তার আশেপাশের অঞ্চল থেকে শুরু হবে। আস্তে আস্তে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ অ্যামেরিকাতেও দেখা যাবে এই আংশিক সূর্যগ্রহণ। সেই জায়গার সময় ধরলে বিকেল ৫.৪৫ নাগাদ শুরু হবে ও সর্বোচ্চ স্তরে গ্রহণ পৌছবে ৬.৪১ নাগাদ। আর সূর্যাস্ত শেষ হবে ৭.৩৪ নাগাদ।
ভারত থেকে কখন দেখা যাবে
এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তাই আমাদের একটু দুঃখিত হয়ে থাকতেই হবে। কিন্তু এটি বছরের প্রথম সূর্যগ্রহণ, তাই খানিক বিশেষ তো বটেই।
তবে আপনারা চিন্তা করবেন না। আমরা আপনাদের পরবর্তী সব গ্রহণ নিয়ে আপডেট দিতে থাকব। আপনারা দেখবেন কিন্তু।
অ্যামাজনে কিভাবে পছন্দের জিনিস সার্চ করবেন দেখুন স্টেপ বাই স্টেপ
মন্তব্য করুন