গত বছরই সুপার ব্লাড মুন দেখা গিয়েছিল সারা পৃথিবী জুড়ে। যার সাক্ষী ছিল গোটা দেশসহ কলকাতাও। আবার সাক্ষী হতে চলেছেন সেই মহাজাগতিক বিষয়ের। আগামী ২০ বা ২১শে জানুয়ারি পুনরায় দেখা যাবে সুপার ব্লাড উল্ফ মুন।
লাল রঙের চাঁদের শোভা দেখার সৌভাগ্য অনেক বছর পর পরই হয়। তাই এই সম্পর্কে জেনে নিন বিস্তারিত। ২০ না ২১ তারিখ এটি দেখা যাবে তা টাইমজনের উপর নির্ভর করছে।
কবে কখন কোথায় দেখা যাবে ব্লাড উল্ফ মুন
জ্যোর্তিবিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে, চলতি মাসের ২০ বা ২১শে জানুয়ারি আকাশে দেখা যাবে সুপার ব্লাড উল্ফ মুন। আমেরিকা, গ্রিন ল্যান্ড, ইউরোপের পশ্চিম প্রান্ত, আফ্রিকা থেকে দেখতে পাওয়া যাবে এই চন্দ্র গ্রহণ।
তথ্য অনুযায়ী এই চন্দ্র গ্রহণ ভারত বা এশিয়া মহাদেশের কোন জায়গা থেকে দেখা যাবে না। সম্পূর্ণ গ্রহণটি ৩ ঘণ্টা ৩০ মিনিট ধরে, কিন্তু পূর্ণগ্রাস দেখা যাবে ৬২ মিনিট মাত্র। এই গ্রহণ পুনরায় দেখা যাবে ২০২২ সালে। তার আগে এটি আর হওয়ার সম্ভাবনা নেই।
সুপার ব্লাড উল্ফ মুন আসলে কি
সুপার ব্লাড মুন হল, চন্দ্রগ্রহণের সময় চাঁদ রক্তের মত লাল রঙের দেখায়। চাঁদের অন্ধকার জায়গায় পৃথিবীতে থেকে আলো গিয়ে পরায় এর থেকে সেই সময় যে আলো বের হয় তা লাল। তাই একে ব্লাড মুন বলা হয়। আর উল্ফ মুন নেটিভ আমেরিকানরা বলে থাকে সাধারণত। কারন শীতের মাঝামাঝিতে এটি হয় বলে।
বছরের প্রথম সূর্যগ্রহণ ৬ ই জানুয়ারি – গ্রহণ সম্পর্কে বিস্তারিত জেনে নিন
মন্তব্য করুন