হেয়ার স্ট্রেটনিং তো না হয় করেন স্টাইল মেরে,কিন্তু মাঝেসাঝে যে আপনার স্ট্রেট হেয়ারকেও কার্লি বানাতে ইচ্ছে হয়!কিন্তু তার গুচ্ছ হ্যাপার কথা আর খরচের কথা ভেবে আপনার নিশ্চয়ই অমন সুন্দর ইচ্ছেটাও মাটি হয়ে যায়?দুঃখ করবেন না একদম।পার্লারে গিয়ে কার্লি হেয়ার না হয় নাই করালেন,কিন্তু ঘরে বসেও তো স্ট্রেট হেয়ারকে কার্লি বানিয়ে ফেলতে পারেন বিন্দাস!নানা অবাক হবেন না মোটে।আজকের আর্টিকল থেকে জেনে নিন ঘরেই স্ট্রেট হেয়ারকে কার্লি বানানোর সিক্রেট টিপস।
হেয়ার কাট ঠিক আছে তো?
কার্লি হেয়ার যদি বানাতে চান,তাহলে কিন্তু মাঝারি লেংথের হেয়ার কাট করুন।আপনার চুল যদি খুব বেশী লম্বা হয়,বা খুব ছোট হয়,তাহলে যত ভালো করেই হেয়ার কার্ল করুন না কেন,কিস্যু বোঝা যাবে না।সবথেকে ভালো হয় যদি কাঁধের খানিকটা নীচ অবধি চুলের লেংথ রাখেন।
চুলকে ময়েশ্চারাইজড রাখুন
ড্রাই হেয়ারে কিন্তু কার্লি স্টাইল একদম খুলবে না।তাই আপনার চুলকে ময়েশ্চারাইজড রাখা কিন্তু মাস্ট।ঠিকঠাক শ্যাম্পু করুন যাতে চুল বেশী ড্রাই না হয়ে যায়।আর আপনার চুল যদি সফট আর ময়েশ্চারাইজড হয়, তাহলে স্টাইলও ভালো খুলবে,আর কার্লও দিব্যি এক সপ্তাহ থাকবে।
এবার দেখে নিন আপনার চুলকে কার্লি বানানোর ঘরোয়া কিছু উপায়।
১. ববি পিনস
পদ্ধতি
১. চুল ভালো করে ধুয়ে নিন।তবে শ্যাম্পু করার পর বেশী কন্ডিশনার লাগাবেন না।যতটা নর্মালি লাগান,তার থেকে খানিক কমই দিন।এবার তোয়ালে দিয়ে ভালো করে চুল মুছে নিন।এই ববি পিনস স্টাইলে কার্ল করতে হলে কিন্তু চুল ভিজে থাকা মাস্ট।কারণ এতে কার্লটা বেশীক্ষণ থাকবে।
২. এবার আপনার চুলের গোড়ায় আর সারা চুলে হেয়ার মুস লাগিয়ে নিন ভালো করে।মুস লাগানোর পর আপনার চুল আবার নিংড়ে নেবেন।তবে বেশী ঘষাঘষি করবেন না,কারণ ওতে কিন্তু আপনার চুল ফ্রিজি হয়ে যেতে পারে।
Schwarzkopf Taft Power Cashmere Touch Mousse 48 Hour Hold 150 ml
দাম ৭৫৬/-
অফারে দাম ৫৪০/-
৩. এবার ভিজে চুলে রুট লিফটার বা কোনো থিকেনিং স্প্রে লাগিয়ে নিন।তবে রুট লিফটার কিন্তু শুধু চুলের গোড়াতেই লাগাবেন।
প্যান্টিন প্রো-ভি ফাইন হেয়ার স্টাইল স্প্রে জেল,রুট লিফটার,৫.৭ আউন্স
দাম ১৩৫৪/-
৪. এবার হেয়ার ড্রায়ার দিয়ে চুলকে ভালো করে শুকিয়ে নিন।চুল আঁচড়ানোর সময় আঙুল আস্তে আস্তে ব্যবহার করুন।তবে ইচ্ছে হলে চিরুনি বা ব্রাশও ব্যবহার করতে পারেন।
৫. এবার আপনার চুলকে কিছু অংশে ভাগ করে নিন।এবার আলাদা আলাদা অংশে হেয়ার স্প্রে দিয়ে ববি পিন ব্যবহার করে চুলকে কার্ল করুন।সমস্ত আলাদা আলাদা অংশের সাথেই এটা করুন।পুরো চুলে হয়ে গেলে আবার হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিন।তারপর আপনার গোটা চুলে আবার হেয়ার স্প্রে অ্যাপ্লাই করুন।খানিকক্ষণ অপেক্ষা করে ববি পিনসগুলো খুলে ফেলুন।এবার আঙুল দিয়ে চুলকে আলতো করে ম্যানেজ করে নিন। তবে চিরুনি ব্যবহার করবেন না মোটে।এবার শেষ বারের মতো আর একবার হেয়ার স্প্রে ব্যবহার করে ফেলুন।আর এই হেয়ার কার্ল যদি মনের মতো না হয়,তাহলে ববি পিনস লাগিয়ে রাতে শুয়ে পরতে পারেন।
গ্যাটসবি সেট অ্যান্ড কিপ স্প্রে এক্সট্রিম হোল্ড,২৫০ মি.লি.
দাম ২০০/-
ইম্পোরটেড ১০০ পিসেস ব্ল্যাক প্লেটেড ফ্ল্যাট টপ হেয়ার ববি পিনস,৫৫ মি.মি.
দাম ২৫১/-
২. স্পঞ্জ কার্লার
১. স্পঞ্জ কার্লার কিনে নিন।
FOK সেট ১০ পিস সফট ফোম হেয়ার রোলার স্পঞ্জ কার্লার বাউন্সি কার্ল।
দাম ৩৪৫/-
অফারে দাম ১৫৭/-
২. শুতে যাওয়ার আগে চুল ভিজিয়ে নিন।এবার চুল আলাদা আলাদা অংশে ভাগ করে তাতে স্পঞ্জ কার্লার লাগিয়ে ফেলুন।স্পঞ্জ কার্লারে চুল রোল করে ফেলুন।এবার ভালো করে গোটা চুলে স্পঞ্জ কার্লার দিয়ে সেট করে ফেলুন।এবার ঘুমিয়ে পরুন।
৩. সকালে ঘুম থেকে উঠে হেয়ার ড্রায়ার দিয়ে চুলে ব্লো ড্রাই করে নিন।তারপর স্পঞ্জ কার্লগুলো আনরোল করে ফেলুন।দেখবেন আপনার চুল কেমন দিব্যি কার্লি হয়েছে।
৩. কার্লিং আয়রন
১. কার্লিং আয়রন ঠিকভাবে বাছুন।
নোভা NHS-800 এসেনশিয়াল টু ইন ওয়ান হেয়ার স্ট্রেটনার অ্যান্ড কার্লার
দাম ১৩৯৫/-
অফারে দাম ৩৯৯/-
➡ কোঁকড়ানো চুলের স্টাইল দেখুন।
যদি ছোট আর টাইট কার্ল চান,তাহলে স্মল ব্যারেল ডায়ামিটারের হেয়ার কার্লার কিনুন।আর বীচ স্টাইলের কার্ল যদি চান,তাহলে বড় ডায়ামিটারের ব্যারেলওয়ালা হেয়ার কার্লার কিনুন।
২. এবার হেয়ার স্প্রে দিয়ে চুলে স্প্রে করে নিন।এবার হেয়ার স্প্রে-টা শুকিয়ে গেলে আয়রন করতে শুরু করুন।
৩. তবে বেশী তাপমাত্রায় হেয়ার আয়রন ব্যবহার করবেন না।৪০০ ডিগ্রি ফারেনহাইটের থেকে বেশী হলে কিন্তু বিপদ।সাধারণত ২০০-৩০০ ডিগ্রির মধ্যে রাখতে চেষ্টা করুন।
৪. এবার আপনার চুলকে আলাদা আলাদা অংশে ভাগ করে কার্লিং আয়রনের ব্যারেলে আটকে কার্ল করা শুরু করুন।
৪. টুইস্ট বানস
১. এটা কিন্তু হেয়ার কার্ল করার বেশ সহজ পদ্ধতি।চুলে হেয়ার স্প্রে করে চুল ভিজিয়ে নিন।চুলের ভলিউম বাড়ানোর শ্যাম্পুও ব্যবহার করতে পারেন।
২. এবার চুলকে দু’ভাগে ভাগ করে নিন।তারপর মাথার ওপরে দু’দিকে হেয়ার বান বেঁধে নিন।৩-৪ ঘণ্টা এভাবে রাখুন।চুল শুকিয়ে গেলে বান খুলে ফেলুন।দেখবেন কি সুন্দর স্টাইলিশ কার্লি হেয়ার পেয়ে গেছেন,আর কি সহজে!
এবার তাহলে আর দেরী না করে আপনার স্ট্রেট হেয়ারকে কার্লি বানিয়েই ফেলুন।স্ট্রেট হেয়ারের দুঃখও যাবে,আর আপনিও ক’দিন নিউ স্টাইলে থাকতে পারবেন।
মন্তব্য করুন