আপনারা কি ভোলানাথকে মানেন? তাহলে নিশ্চয়ই জানেন শ্রাবণ মাসের বিশেষত্ব। হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাস হল শিবের পুজো করার সঠিক সময়। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার শিবের পুজো করা খুবই ভালো। কেন? কারণ সোমবার দিনটি শিবের পছন্দের দিন বলে হিন্দু শাস্ত্র দাবী করে।
হিন্দু শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে, শ্রাবণ মাসে মহাদেব থাকেন প্রসন্ন চিত্তে। ফলে তিনি তার ভক্তদের সকল রকমের ইচ্ছাপূরণ করে থাকেন। আরও বলা হয় যে শ্রাবণ মাসের প্রতি সোমবার যদি কোন ভক্ত নিষ্ঠার সাথে শিবের পুজো করেন, তাহলে তার জীবনে শিবের কৃপা দৃষ্টি থাকে।
শ্রাবণ মাসে শিব লিঙ্গে যে জিনিস গুলো প্রদান করবেন
ওম নমঃ শিবায় মন্ত্রটি বলে শিব লিঙ্গে নিষ্ঠার সাথে প্রদান করুন।
- গঙ্গাজল
- দুধ
- বেলপাতা
- দই
- ঘি
- মধু
- আঁতর
- চন্দন
শিব মন্দিরে গিয়ে বা বাড়িতে থাকা শিব লিঙ্গে উপরে উল্লেখিত জিনিস প্রদান করুন আর মহাদেবের কৃপা মান।
ভক্তি মানুষের মনে থাকে, বিশ্বাস থাকলে তবে করুন নিষ্ঠার সাথে। ফলাফল ঠিক সময় মত পেয়ে যাবেন।
শিবের কৃপা
- প্রচলিত বিশ্বাস, শ্রাবণ সোমবারে যদি শিবের পুজো করা যায়, তাহলে মহাদের আশীর্বাদে আর্থিক, শারীরিক ও মানসিক যাবতীয় সমস্যা দূর হয়।
- শিবের পুজো এই মাসে করলে যেকোনো রকমের গ্রহের দোষ কেটে যায়, বিশেষ করে শনির দোষ থাকলে তা সহজেই দূর হয়।
- মোক্ষ লাভ ও আত্মার মুক্তি লাভ সহজ হয়।
- গুরুতর বা কোন কঠিন রোগ থাকলে শিবের আরাধনা করলে তা থেকে মুক্তি পাওয়া যায়।
Krishna Paul
Ha ami Goria thaki plz please help me