বাতাসে শীতের ছোঁয়া হালকা লাগতে শুরু করে দিয়েছে। বেশি দেরি আর নেই শীতকাল আসতে। আর সাথে সাথে শুষ্কতাও হানা দেবে আমাদের ত্বকে। তাই আগাম প্রস্তুতি শুরু করতে, বলে দিলাম আজ দুটি ঘরোয়া টিপস। শুষ্কতা আমাদের সৌন্দর্যকে অনেক সময় আড়াল করে দেয়। তাই ত্বকের কোমলতা ও মসৃণতা বজায় রাখতে স্কিনের যত্ন নিন আগেভাগেই।
মধুর ছোঁয়ায় মধুময় ত্বক
ত্বকের যত্নে মধুর উপকারীতা আমাদের অজানা নয়। কিন্তু এর সঠিক ব্যবহার অনেকেরই জানা নেই। শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে মধু কিভাবে ব্যবহার করবেন জেনে নিন।
উপকরণ
৩ চা চামচ মধু
ডিমের সাদা অংশ
কি ভাবে ব্যবহার করবেন
একটি কাঁচের বাটিতে ৩ চা চামচ মধু নিয়ে তাতে ডিমের সাদা অংশ মিশিয়ে নিন ভালো করে।
১৫ মিনিট পর মুখ ধুয়ে ভালো করে প্যাকটি মুখে লাগান।
প্রথমে ১০ মিনিট হালকা ম্যাসাজ করুন। এতে স্কিনের ময়লা দূর হওয়ার সাথে সাথে স্কিনের রুক্ষতা দূর হবে।
১৫ মিনিট প্যাকটি রেখে নিন মুখে লাগিয়ে।
তারপর ঠাণ্ডা জলে প্রথমে ভালো করে মুখ ধুয়ে নিন।
ফেস ওয়াশ অবশ্যই ব্যবহার করবেন না হলে মুখে ডিমের আঁশটে গন্ধ থাকবে।
সপ্তাহে তিনদিন এই প্যাকটি ব্যবহার করুন।
পুদিনা পাতার ফেস প্যাক
পুদিনা পেটের জন্য ভালো এত দিন জানতেন। কিন্তু স্কিনের জন্য এই পাতা খুবই উপকারী। ত্বকের শুষ্কতা নিমেষে দূর করতে সাহায্য করে পুদিনা।
উপকরণ
হাফ বাটি পুদিনা পাতার পেস্ট
৩ চা চামচ টকদই
কি ভাবে ব্যবহার করবেন
পুদিনা পাতার পেস্ট ও ৩ চা চামচ টকদই ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন।
মুখে প্যাকটি লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। ততক্ষণ আমাদের দাশবাসের অন্যান্য লেখাও পরে নিতে পারেন। 🙂
প্যাকটি শুকিয়ে এলে ঠাণ্ডা জলে ভালো করে মুখ ধুয়ে নিন।
এরপর যেকোনো ময়েশ্চারাইজিং ক্রিম হালকা লাগিয়ে নিন।
কি বন্ধুরা সহজ টিপস দুটি নিশ্চয়ই মনের মত হয়েছে? তাহলে দেরি না করে শুরু করে দিন শীতের আমেজ নেওয়ার প্রস্তুতি। হ্যা শুষ্ক স্কিনকে বাই বলার সময় হল এবার।
উজ্জ্বল ও কাঁচের মত চকচকে ত্বক পেতে কোরিয়ান স্কিন হোয়াইটনিং ক্রিম
মন্তব্য করুন