লম্বা চুল মানেই তার যত্ন নিতে পার্লারে একগাদা টাকা খরচা নয়। জাস্ট বাড়ির একটু যত্নই যথেষ্ট। মানে সপ্তাহে এক বা দুদিন বাড়ির তৈরি প্রোটিন প্যাক। ব্যাস এটাই চুলকে সবদিক থেকে হেলদি রাখতে যথেষ্ট। কীভাবে বানাবেন প্রোটিন প্যাক? দেখে নিন।
ডিম ও দইয়ের প্যাক
- চুলের জন্য এককথায় জাস্ট অসাধারণ ডিম। কারন ডিমে আছে চুলের জন্য প্রয়োজনীয় প্রোটিন। যেটা চুলকে স্মুদ ও সিল্কি করে তোলে।
- আর দই স্ক্যাল্প ও চুলকে পরিষ্কার করে।
- ডিম ও দই একসাথে যেমন স্ক্যাল্প পরিষ্কার করবে, তেমনই চুল হয়ে উঠবে স্মুদ ও সফট্।
উপকরণঃ
- একটা ডিম
- ২চামচ টকদই
কি ভাবে ব্যবহার করবেন?
- ডিম ও দই একটি পাত্রে ভালো করে ফেটিয়ে নিন। একটা ঘন পেস্ট তৈরি করুণ।
- যদি চুল খুব ড্রাই হয়, তাহলে ডিমের কুসুমটা নিন খালি। এটা চুলের ড্রাইনেস কমাবে।
- আর যদি চুল অয়েলি বা নর্মাল হয় তাহলে ডিমের সাদা অংশ ব্যবহার করুণ।
- দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। স্ক্যাল্পসহ পুরো চুলে লাগান।
- আধঘণ্টা অপেক্ষা করুণ।
- তারপর ঠাণ্ডা জল দিয়ে চুল ধুয়ে নিন।
- চুল ধোয়ার পর ভালো করে শ্যাম্পু করে নিন।
- শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার লাগাবেন।
- সপ্তাহে দুদিন করে ব্যবহার করুন এই প্যাকটি।
আলুর প্যাক
আলুতে আছে “অ্যালোপেশিয়া”যেটা চুলের যেকোনো ড্যামেজে ওষুধের মত কাজ করে।
এছাড়াও আলুতে আছে ভিটামিন এ, সি, ও বি। চুলকে সারাবছর হেলদি রাখবে এই তিনটি উপাদান।
উপকরণঃ
- একটা আলু
- ২চামচ অ্যালোভেরা জেল
- ২চামচ মধু
কি ভাবে ব্যবহার করবেন?
- আলু ভালো করে ব্লেণ্ড করে নিন।
- তারপর এতে অ্যালোভেরা ও মধু মেশান।
- এবার এই পেস্ট স্ক্যাল্প সহ গোটা চুলে লাগান।
- আধঘণ্টা রাখুন।
- তারপর চুল ধুয়ে নিন ঠাণ্ডা জলে।
- এটাও সপ্তাহে দুদিন করুণ। চুল থাকবে দারুন হেলদি।
মন্তব্য করুন