সরকারি চাকরি আমাদের সকলেরই স্বপ্নের জায়গা। সবাই একটা ঠিকঠাক সরকারি চাকরি চায়, যেখানে থাকবে সন্মানের পদ আর উপযুক্ত বেতন। সেক্ষেত্রে কিন্তু সরকারি ব্যাঙ্ক খুব ভালো অপশন। আপনি সরকারি ব্যাঙ্কে নির্দিষ্ট পদ আর উপযুক্ত বেতন দুইই পাবেন। কিন্তু পরীক্ষার প্রস্তুতি একটু কঠিন। তাই বলে চিন্তার কিছু নেই। আজ আমরা বলে দেবো আপনি কীভাবে পড়তে পারেন সরকারি ব্যাঙ্কের পরীক্ষার জন্য।
কী কী পদের জন্য আবেদন করতে পারেন?
ব্যাঙ্কে অনেক রকমের পদই আছে কাজ করার জন্য। আপনার যোগ্যতা আর দক্ষতার ওপর নির্ভর করে আপনি কাজ পেতে পারেন। তবে মূলত তিনটি ভাগে আমরা ভাগ করতে পারি ব্যাঙ্কের সব পদকে, যার জন্য আপনি আবেদন করতে পারেন।
➡ এস.বি.আই.-তে চাকরি করবেন? প্রস্তুতির টিপস জানুন
১. ব্যাঙ্ক প্রবেশনারি অফিসার (Bank Probationary Officer PO)
ম্যানেজার র্যাঙ্কের পদ এটি। একজন পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি ১-২ বছরের ট্রেনিং-এর পর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার হিসাবে কাজ করতে পারেন। এই পদের জন্য বেতন শুরু হয় ৩০০০০ থেকে ৪০০০০ টাকা। তবে তা নানান ব্যাঙ্কের ওপর নির্ভর করে।
২. ব্যাঙ্ক ক্লার্ক (Bank Clerk)
নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা ক্লারিক্যাল পোস্ট। এটা ব্যাঙ্কের একদম শুরুর দিকের কাজ। এই পদের জন্য বেতন শুরু হয় ২০০০০ থেকে ২৫০০০ টাকা পর্যন্ত। এটাও অবশ্য ব্যাঙ্কের ওপর নির্ভর করে।
৩. স্পেশালিস্ট অফিসার (Specialist Officers SO)
কিছু নির্দিষ্ট বা বিশেষ অফিসার পদের জন্য কিছু স্পেশালিস্ট দক্ষ ব্যক্তি নেওয়া হয়। এদের মধ্যে মূলত থাকেন আই.টি. অফিসার, মার্কেটিং অফিসার, ফিন্যান্স অফিসার। এখানেও বেতন ৩০০০০ থেকে ৪০০০০ টাকার মধ্যে শুরুতে থাকে।
পরীক্ষার পদ্ধতি
মূলত ব্যাঙ্কের জন্য পরীক্ষা নিয়ে থাকে ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (Institute of Banking Personnel Selection)। তিন ধাপে পরীক্ষা হয়- প্রিলিমিনারি ( Preliminary), মেইন (Main) আর ইন্টারভিউ (Interview)। প্রত্যেক ধাপ থেকেই প্রার্থী বাদ দিতে থাকা হয়। প্রিলিমিনারির জন্য নির্দিষ্ট থাকে ১০০ নম্বর যেখানে থাকে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, থাকে ৩৫টা প্রশ্ন, রিজনিং এবিলিটি, যার জন্য থাকে ৩৫ টা প্রশ্ন আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ যার জন্য থাকে ৩০ টা প্রশ্ন। প্রত্যেক প্রশ্নের মান থাকে ১ নম্বর করে।
মেইন পরীক্ষায় গিয়ে দুটি ভাগে পরীক্ষা হয়। Objective Test ২০০ নম্বরের পরীক্ষা হয়, যেখানে থাকে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড যেটা থাকে ৩৫ টা প্রশ্ন, নম্বর ৬০। রিজনিং এবিলিটি আর কম্পিউটার নলেজ যেটায় থাকে ৪৫ টা প্রশ্ন, নম্বর ৬০ নম্বর। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেখানে থাকে ৩৫ টা প্রশ্ন, নম্বর ৪০ নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস যেখানে থাকে ৪০ টা প্রশ্ন, নম্বর ৪০ নম্বর। মোট প্রশ্নের সংখ্যা ১৫৫ টা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে দিতে হবে Descriptive Test যা হবে ২৫ নম্বরের, সময় থাকবে ৩০ মিনিট। সব পরীক্ষা কিন্তু হয় অনলাইনে।
আর বাকীটা থাকে ইন্টারভিউ কেন্দ্রিক, যেখানে প্রশ্নের নির্দিষ্ট প্যাটার্ন যে হয় না তা আপনারা জানেন।
এবার আসুন জেনে নেওয়া যাক প্রতিটা ভাগ সম্বন্ধে আরও বিস্তারিতভাবে।
১. কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড (Quantitative Aptitude)
এখানে যে যে বিষয়গুলো আপনাকে দেখতে হবে সেগুলো হল- নাম্বার সিস্টেম, রেশিও আর প্রোপোর্শন, পার্সেন্টেজ অ্যান্ড অ্যাভারেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, প্রোবাবিলিটি, ডেটা ইন্টারপ্রিটেশন বা এইধরণের গাণিতিক বিষয়।
২. রিজনিং এবিলিটি (Reasoning Ability)
সিটিং অ্যারেঞ্জমেন্ট, ট্যাবুলেশন, লজিক্যাল রিজনিং, সিলোগিসম, ইনপুট-আউটপুট, কোডিং-ডিকোডিং, আলফা-নিউমেরিক সিরিজ, ডেটা সাফিসিয়েন্সি, নন-ভার্বাল রিজনিং এইসব থাকে এই অংশে।
৩. ইংলিশ ল্যাঙ্গুয়েজ (English Language)
এখানে আপনাকে দেখতে হবে রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, এরর স্পটিং, ভোকাবুলারি, প্যারা জাম্বেলস, প্যারাগ্রাফ কমপ্লিশন ইত্যাদি।
৪. কম্পিউটার (Computer)
এই অংশের জন্য আপনাকে দেখতে হবে- নম্বর সিস্টেম, কম্পিউটারের ইতিহাস, হার্ডওয়্যার আর সফটওয়্যার সম্বন্ধে ধারণা, নেটওয়ার্কিং, ইন্টারনেট সম্বন্ধে বিস্তারিত ধারণা, ভাইরাস আর তার প্রতিরোধের সিস্টেম, এম.এস. অফিস আর লজিক্যাল গেটস।
৫. জেনারেল অ্যাওয়ারনেস (General Awareness)
এই অংশটি সম্বন্ধে আপনাকে রীতিমতো আপডেটেড থাকতে হবে। ইকোনমি আর বিজনেস সম্বন্ধে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা, সরকারি নানা স্কিম, কীকী সামিট বা মিটিং হয়েছে বা সামনেই হওয়ার কথা আছে, জাতীয় বা আন্তর্জাতিক নানা রিপোর্ট, ডিফেন্স, খেলা বা বই-লেখক সম্বন্ধে তথ্য, কীকী জাতীয় বা আন্তর্জাতিক পুরষ্কার কারা কী জন্য পাচ্ছেন, সব জানা-বোঝার মধ্যে থাকতে হবে।
৬. ব্যাঙ্কিং (Banking)
এছাড়াও আপনাকে ব্যাঙ্ক সম্বন্ধে একটু আলাদাভাবে জানতেই হবে। আপনি আর.বি.আই., তার ইতিহাস, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯, পলিসি রেটস, কী কী ধরণের অ্যাকাউন্ট হয়, ক্যাপিটাল সম্বন্ধে ধারণা, ব্যাঙ্কের নানা স্কিম, এইসব জানতেই হবে।
কোথায় পড়লে ভালো হয়
দেখুন, বাড়িতে আপনি কীভাবে প্রস্তুতি নেবেন সেইটা আমরা আপনাদের জানিয়েইছি ব্যাঙ্কের প্রস্তুতি নিয়ে আলাদা আর্টিকেলে। কিন্তু এইসব ক্ষেত্রে আপনি জানেন যে প্রতিযোগিতা কতটা কঠিন। তার জন্য দরকার বিশেষ প্রস্তুতি যা নির্দিষ্ট ইন্সটিটিউট থেকে করলেই ভালো। তাই কয়েকটি ইন্সটিটিউটের সন্ধান রইল আপনাদের জন্য।
১. আই.আই.বি.এস. (Indian Institute Of Banking & Services)
২০/১ বালিগঞ্জ স্টেশন রোড, বালিগঞ্জ স্টেশনের কাছেই, কলকাতা- ৭০০০১৯।
যোগাযোগ- ০৩৩ ২৪৬১ ০৩৬১।
২. আই.বি.টি (IBT)
৫ই, লেনিন সরণী, মৌলালি ক্রসিং, কলকাতা- ৭০০০১৩।
যোগাযোগ- ০৯০৮৮৪ ৭৯৯৯৯।
৩. মাহিন্দ্রাজ ইন্সটিটিউট (Mahendra’s Institute For Banking)
১২০ লেনিন সরণী, তৃতীয় ত্বল, সুনিধি বিল্ডিং, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওপরে, কলকাতা- ৭০০০১৪।
যোগাযোগ- ০৯২৩০১ ৪১৪৯৭।
৪. রাইস এডুকেশন (RICE Education)
১১/১,বি.টি. রোড, রথতলা, কলকাতা- ৭০০০৫৬।
যোগাযোগ- ০৩৩ ২৫৬৪ ৪৩৪০, ২৫৬৪ ০৬০৪।
৫. মাইস (MIES)
২এ, মহাত্মা গান্ধী রোড, দ্বিতীয় ত্বল, শিয়ালদহ, কলকাতা- ৭০০০০৯।
যোগাযোগ- ০৩৩ ২৩৬০ ৬১২৭।
আপনারা আপনাদের যাবতীয় তথ্য যা জানার তা এই নম্বরে ফোন করে জেনে নিতেই পারেন।
কী কী বই আপনি নিজে দেখতে পারেন
কথায় বলে আপনা হাত জগন্নাথ। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে কোর্স করা তো ভালোই, কিন্তু পুরোপুরি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে নিজেও কিছু বই দেখে প্র্যাকটিস করা উচিত। তাই কিছু বইয়ের সন্ধান দিয়ে দিলাম।
কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের জন্য
1. Fast Track Objective Arithmetic– Rajesh Verma (Arihant)
দাম ২২৪/-
2. How to Prepare for Quantitative Aptitude for the CAT Paperback– Arun Sharma
দাম ৫৬৫/-
3. Quantitative Aptitude for Competitive Examinations– RS Aggrawal
দাম ৩৮৯/-
রিজনিং-এর জন্য
1. Analytical Reasoning– MK Pandey
দাম ১৪৬.৭৫/-
2. A New Approach to Reasoning: Verbal, Non-Verbal & Analytical– Indu Sijwali & B.S Sijwali (Arihant)
দাম ৩২১/-
ইংলিশের জন্য
1. Better English– Norman Lewis
দাম ১৪৭/-
2. High School English Grammar & Composition– Wren & Martin
দাম ২৭০/-
ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস
1.Guide to Banking General Awarness & Banking Aptitude Test– RPH Editorial Board
2. Banking Awarness: The Complete Book for IBPS Bank Po and Clerk Examination ( Arihant)
দাম ৯০/-
জেনারেল অ্যাওয়ারনেস
1. Lucent’s General Knowledge– Vinay Karna, Manwendra Mukul, Sanjeev Kumar, Renu Sinha, R.P. Suman
দাম ১৫৬/-
কম্পিউটার অ্যাওয়ারনেস
1. Computer Literacy And Knowledge for Bank PO and Bank Clerk Exam– Kiran Prakashan
দাম ১২৫/-
2. Lucent’s Computer– Rani Ahilya
দাম ৫১/-
তাহলে এখন আর বসে থাকার সময় নেই। চটপট সব খোঁজখবর নিয়ে নিন আর প্রস্তুতি শুরু করে দিন। ব্যাঙ্কের চাকরি আর স্বপ্ন বলে মনে হবে না।
পশ্চিমবঙ্গ সরকারের পাঁচটি সরকারী পরীক্ষা ও তার প্রস্তুতি কীভাবে নেবেন জানুন
মন্তব্য করুন