২০১৯ সালের প্রথম গ্রহণ দেখা যাবে ৬ই জানুয়ারি। মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই যে, সূর্যগ্রহণ না চন্দ্রগ্রহণ? বছরের প্রথম গ্রহণ শুরু হতে চলেছে সূর্যগ্রহণের সাথে। এই গ্রহণটি আংশিক সূর্যগ্রহণ। পৃথিবীর নানা প্রান্ত থেকে এটি সংঘটিত হতে দেখা যাবে।
গ্রহণের সময়ঃ
৬ই জানুয়ারির সূর্যগ্রহণ শুরু হবে ভোর ৪.০৫ মিনিটে। এটি শেষ হবে সকাল ৯.১৮ মিনিটে।
আংশিক এই গ্রহণ প্রায় ৪ ঘণ্টা থাকবে।
কোথায় কোথায় দেখা যাবে
ভারতবর্ষে আমরা এই গ্রহণ দেখতে পাবো না। তথ্য অনুযায়ী এটি এশিয়ায় অন্যান্য কয়েকটি জায়গায় দেখা যাবে।
উত্তর ও দক্ষিণ কোরিয়া, চীন, জাপান ও মধ্য পূর্বের কিছু জায়গায় দেখা যাবে।
গ্রহণ চলা কালীন কি কি করবেন না
গ্রহণ একটি বৈজ্ঞানিক বিষয়। অনেকেই নানা রকমের কুসংস্কার এর সাথে একে জড়িয়ে নেন। তা না করে বরং সেই সব বিষয়ে নজর দিন যা বিজ্ঞান বলে। যেমন-
গ্রহণ চলাকালীন খাবার বানানো উচিত না। এই সময় খাওয়াও ঠিক না।
সন্তান সম্ভবা মহিলারা বাইরে বেরবেন না। কারন গ্রহণ থেকে সংঘটিত রশ্মি আপনার ও আপনার গর্ভজ সন্তানের জন্য একদম ভালো না।
শ্রাবণ মাসে শিব ভক্তরা এই তিনটি খাবার এড়িয়ে চলুন – জানুন বিস্তারিত
মন্তব্য করুন