সন্তানের জন্মের সংবাদ সবসময়েই সকলের জীবনে শুভ মহরৎ। তার আগাম ভবিষ্যত নিয়ে যখন আপনি স্বপ্ন দেখতে শুরু করেন তখন প্রথমেই মনে যে জিনিসটি আসে তা হলো আপনার সন্তান কী নামে সকলের কাছে পরিচিত হবে। ব্যাস, এই নিয়েই আপনার পরিবারের সকলে একেবারে ব্যস্ত হয়ে পড়ে। সকল বাবা-মা’ই চান তার পুত্র বা কন্যার নাম হোক একেবারে অন্যরকম। তাই আপনাকে আজকে সাহায্য করবে ‘দাশবাস’ও।
তবে আজকে কিন্তু আমি জানাবো ২৫ টি অর্থ সহ সুন্দর পুত্র সন্তানের নাম। তাই আপনি যদি নবজাতক পুত্র সন্তানের মাতা-পিতা হন তাহলে আজকের এই আর্টিকল আপনাকে বেশ সাহায্য করবে আপনার সন্তানের নামকরণে।

১. সেনাজিত
সেনাজিত নামটি বেশ সুন্দর এবং এর অর্থ হলো সেনাকে জয় করেছে যে বা সেনা নায়ক। আপনার পছন্দ হলে আপনার সন্তানের জন্য কিন্তু বেশ ভালো নাম।
২. সৌহার্দ্য
এই নাম যেমন সুন্দর তেমনি সুন্দর এর অর্থ। এই নাম কিন্তু বেশ সুন্দর আপনার সন্তানের জন্য কারণ এর অর্থ হলো বন্ধুত্ব।
৩. সোহন
আপনার সন্তান সবসময়েই আপনার কাছে সবথেকে সুন্দর। তাই এই নাম আপনার সন্তানের জন্য একেবারে পারফেক্ট। এর অর্থ রূপবান বা যে দেখতে সুন্দর।
৪. সুচরিত
আজকালকার সমাজে সুচরিত হওয়া খুব প্রয়োজন। এর অর্থ সুন্দর বা ভালো চরিত্র যার। তাই এই নাম কিন্তু আপনার সন্তানের জন্য একেবারে যথার্থ।
৫. সুভগ
সুভগ কথাটির অর্থ হলো সৌভাগ্যশালী বা প্রিয়। তাই এই নাম কিন্তু বেশ ভালো আপনার সন্তানের জন্য।
৬. সুপর্ণ
সুপর্ণ নামটি অত্যন্ত সুন্দর এর অর্থ সুন্দর। এর অর্থ হলো সুন্দর পাতাযুক্ত।
৭. সোমশুভ্র
এই নাম আপনার পুত্র সন্তানের জন্য বেশ সুন্দর। এর অর্থ হলো চাঁদের মত শুভ্র।
৮. সুজাত
সুজাত কথাটির অর্থ হলো সৎ বংশ জাত যে। তাই এই নাম বেশ ভালো আপনার সন্তানের জন্য।
৯. সৌপ্তিক
সৌপ্তিক কথাটির অর্থও বেশ সুন্দর। এর অর্থ রাত্রিকালীন যুদ্ধ।
১০. সোমক
সোমক নাম বেশ সুন্দর নাম এবং বেশ আনকমন। সোমক হলো পুরুবংশীয় রাজা।
১১. সৌবীর
এই নাম অত্যন্ত আনকমন। এর অর্থ সিন্ধু নদের তীরে অবস্থিত প্রাচীন দেশ।
১২. সুনাভ
সুনাভ বেশ সুন্দর একটি নাম। এর অর্থ হলো যার নাভি সুন্দর বা সু-নাভিযুক্ত পুরুষ।
১৩. সত্রাজিৎ
সত্রাজিৎ মহাভারতের একটি পৌরানিক চরিত্র। কৃষ্ণের স্ত্রী সত্যভামার পিতা ছিলেন সত্রাজিৎ।
১৪. সুকৃত
সুকৃত বেশ সুন্দর এবং সহজে এই নাম শোনা যায় না। এর অর্থ হলো সৎকর্ম।
১৫. সংবর্ত
সংবর্ত নাম বেশ সুন্দর। আপনি বেছে নিতেই পারেন এই নাম আপনার সন্তানের জন্য। অঙ্গীরার পুত্র এবং বৃহস্পতির ভাই হলেন সংবর্ত।
১৬. সুগত
সুগত কথাটির অর্থ হলো যার গতি সুন্দর বা সুন্দর গতিযুক্ত।
১৭. সমিধ
সমিধ কথাটির অর্থ হলো যজ্ঞের জন্য ব্যবহৃত কাঠ।
১৮. সাগ্নিক
সাগ্নিক এক পৌরানিক চরিত্র। পুরান কাহিনীতে বর্ণিত এক ঋষির নাম হলো সাগ্নিক।
১৯. সনক
এই নাম কিন্তু আপনি বেছে নিতেই পারেন। কারণ এই নাম কিন্তু খুব একটা বিশেষ শোনা যায় না। সনক এক পৌরানিক চরিত্র যে ব্রহ্মার মানস পুত্রদের মধ্যে অন্যতম।
২০. সত্যক
সত্যক এক পৌরানিক চরিত্রের নাম। সাত্যকির পিতার নাম হলো সত্যক।
২১. সুমন্দ
এই নামটি কিন্তু খুব সুন্দর এবং এর অর্থও খুব সুন্দর। আপনার পুত্র সন্তানের নাম হিসেবে বেশ ভালো এই নাম। এর অর্থ ধীর এবং মধুর।
২২. স্বর্ণাভ
যে সোনার মত আভা যুক্ত সেই হলো স্বর্ণাভ। এমন সুন্দর নাম কিন্তু আপনার পুত্র সন্তানের জন্য বেশ মানানসই।
২৩. সৌপায়ন
এই নামও কিন্তু খুব সুন্দর। এর অর্থ হলো ওপরে ওঠার যে সিড়ি।
২৪. সেবাব্রত
সেবা করা যার ধর্ম সেই সেবাব্রত। এই নাম আপনার সন্তানের জন্য কিন্তু বেশ অন্যরকম।
২৫. সোমালোক
আজকে নামের পর্ব শেষ করছি বেশ সুন্দর একটি নাম দিয়ে। সোমালোক নামটি শুনতে যেমন সুন্দর তেমনি সুন্দর এর অর্থ। সোমের আলো বা চাঁদের আলো হলো সোমালোক কথাটির অর্থ।
আশা করছি এই ২৫ টি নামের মধ্যে একটি নাম নিশ্চয়ই আপনার পছন্দ হবেই আপনার ছোট্ট সোনার জন্য। নামকরণ যেমন সুন্দর হওয়া চাই, তেমনই কিন্তু সুন্দর হওয়া চাই আপনার শিশুর বেড়ে ওঠা এবং তার স্বভাব আর এই দায়িত্ব কিন্তু পুরোপুরি বর্তায় আপনার ওপর। তাই আপনার শিশুর মঙ্গল কামনা করেই আজকের লেখাটি শেষ করছি।
আমার নাম রবীন বিশ্বকর্মা আমার ছেলের নাম যদি একটা ভালো র (R)
দিয়ে বোলে দিলে খুব ভালো হয়।
অবশ্য বাংলা নাম।