শিরোনাম দেখেই ভাববেন না কালো রঙ থেকে ফর্সা হয়ে যাওয়ার কোন মন্ত্র রয়েছে ১০টি ক্রিমে। সোজা কথায় বললে রঙের বদল কোন ক্রিমের পক্ষে সম্ভব নয়। যা সম্ভব তা হল, স্কিনকে তার স্বাভাবিক টোনে রাখা ও উজ্জ্বল রাখা।
আমাদের অনেকেরই একটা ধারণা আছে যে উজ্জ্বল ত্বক মানেই ফর্সা! না সে ধারণা একেবারেই ভুল। উজ্জ্বলতা যে কোন স্কিন টোনেই থাকা স্বাভাবিক। নানা কারনে তা হারিয়ে যায়। ফলে স্কিন ডাল দেখায়। তাছাড়া ব্ল্যাক স্পট, বলিরেখা এসবের দরুন স্কিন আরও খারাপ দেখায়।
আজকের যে ১০টি ক্রিমের সন্ধান আপনাদের দেবো, তা আপনাদের স্কিনের স্বাভাবিক রঙকে উজ্জ্বলতার সাথে বজায় রাখতে সাহায্য করবে। পাশাপাশি যেকোনো রকমের দাগ, ছোপ দূর করে স্কিনকে তার ওরিজিনাল টোনে ধরে রাখবে সবসময়। আগে জেনে নিন এই ক্রিমের সম্পর্কে তারপর ব্যবহার করুন।
১. WOW Fairness SPF 20 PA++ Cream, 50ml
প্রোডাক্টের গুনাগুন
এই ফেয়ারনেস ক্রিমটি আপনার স্কিনকে UVA ও UVB রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করবে। দাগ ছোপ দূর করার সাথে সাথে অপ্রত্যাশিত বয়েসের বলিরেখা থেকে মুক্ত করবে। স্কিনের জেল্লা ফিরিয়ে আনবে অনায়াসে। নানান ক্লিনিক দারা প্রমানিত যে এটি স্কিন ফ্রেন্ডলি ক্রিম। নিয়মিত ব্যবহার করার আগে একবার স্কিনে টেস্ট করে দেখে নেবেন।
২. Himalaya Clear Complexion Day Cream, 50g
প্রোডাক্টের গুনাগুন
হিমালয়ার এই ক্রিমটি দাবী করে এটি দ্রুত স্কিনের রেডিয়েণ্ট গ্লো ফিরিয়ে আনতে সাহায্য করে। প্রাকৃতিক নানা উপকরণ দিয়ে তৈরি এই ক্রিম ত্বকের যাবতীয় যত্ন নিতে সাহায্য করে। স্কিনকে হাইড্রেড রাখার সাথে সাথে উজ্জ্বল রাখে। মেচেতার দাগ দূর করতে এই ক্রিম দারুন কাজ করে। এটি এমন একটি ক্রিম যার কোন সাইড এফেক্ট নেই।
৩. O3+ Radiant Whitening Day Cream Spf-30 (50gm)
প্রোডাক্টের গুনাগুন
ড্রাই, অয়েলি, নর্মাল সবরকমের স্কিনের জন্য, এই ক্রিমটি ব্যবহার করার কথা মাথায় রেখেই বানানো। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে স্কিনকে রক্ষা করে। তাছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ও তা বজায় রাখতে সাহায্য করে এই ক্রিম। দিনে ব্যবহার করতে পারেন অনায়াসে। রোজ ব্যবহার করতে পারেন।
৪. Lakme Perfect Radiance Fairness Day Crème, 50g
প্রোডাক্টের গুনাগুন
মাইক্রোক্রিস্টাল ও এসেন্সিয়াল ভিটামিন রয়েছে ল্যাক্মির এই ক্রিমে যা স্কিনকে পলিস করে গ্লোয়িং করে অনায়াসে। পাশাপাশি স্কিনকে পলিউশান, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। স্কিন স্মুথ ও সফট রাখতেও সাহায্য করে।
৫. Garnier Skin Naturals, Light Complete Serum Cream SPF 19, 45g
প্রোডাক্টের গুনাগুন
লেবুর গুন ১০০% এতে থাকায় তা স্কিনকে নানা ভাবে প্রোটেক্ট করে। ব্রণর দাগ, মেচেতার দাগ কালো ছোপ দূর করে এই ক্রিম। SPF 19 এতে রয়েছে যা UV rays থেকে স্কিনকে বাঁচিয়ে রাখে। ক্ষতি হতে দেয় না।
৬. Lotus Herbals Whiteglow Skin Whitening And Brightening Gel Creme, SPF-25, 60g
প্রোডাক্টের গুনাগুন
স্কিনকে ভেতর থেকে নরিস করে উজ্জ্বল করতে সাহায্য করে এই ক্রিমটি। স্কিনের অতিরিক্ত অয়েল অ্যাব্জরভ করে নেয় এটি খুব জলদি। সূর্যের থেকে রক্ষা করে। স্কিনে আলাদা চমক এনে দেয়। যা স্বাভাবিক উজ্জ্বলতার থেকেও বেশি উজ্জ্বল। ফলে সবসময় স্কিন ফ্রেশ দেখায়।
৭. Olay White Radiance Brightening Intensive Cream, SPF 24, 50g
প্রোডাক্টের গুনাগুন
ডার্ক স্পট দূর করে। ২৪ ঘণ্টা স্কিনকে UVA ও UVB রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে। স্কিনের ভেতর থেকে এটি কাজ করে। স্কিন নরম ও উজ্জ্বল রাখে। সবরকমের স্কিনের জন্য এটি পারফেক্ট।
৮. Pond’s White Beauty Anti Spot Fairness SPF 15 Day Cream, 35g
প্রোডাক্টের গুনাগুন
প্রো – ভিটামিন বি৩ রয়েছে এই ক্রিমে। যা ত্বকের ডার্ক স্পট দূর করে নিমেষে। ত্বককে ভেতর থেকে রাখে কোমল ও মসৃণ। স্কিনের সার্বিক যত্ন নিতে এই ক্রিমটি সবসময় ব্যবহার করতে পারেন।
৯. Olay Natural White 7 In 1 Glowing Fairness Day Skin Cream, SPF 24, 50g
প্রোডাক্টের গুনাগুন
হেলদি ও গ্লোয়িং স্কিন পাওয়ার তিনটি ভিটামিন রয়েছে এই ক্রিমে। ভিটামিন ‘বি – ৩’, ‘বি – ৫’ ও ‘ই ‘ রয়েছে এতে যা স্কিনকে নানান সমস্যা থেকে দূরে রাখে । হারানো জেল্লা ফিরিয়ে আনে নিমেষে। দাগ, ডার্ক স্পট সহজে দূর করে। আর স্কিনের স্বাভাবিকতা বজায় রাখে ২৪ ঘণ্টা।
১০. Biotique Bio Coconut Whitening And Brightening Cream, 50g
প্রোডাক্টের গুনাগুন
বায়োটিকের এই ওয়াইটনিং ক্রিম স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল করার সাথে সাথে স্কিনের নানা দাগ, স্পট, ডালনেস থেকে মুক্ত রাখে। সব ধরনের স্কিনের জন্য এই ক্রিমটি ব্যবহার করা যেতে পারে।
ফেস হেয়ার রিমুভাল ক্রিমঃ ৬টি ক্রিমের মধ্যে যেকোনো একটি ব্যবহার করুন
মন্তব্য করুন