ত্বক আর চুলের যত্নে কাজে লাগান বলিউড তারকাদের সৌন্দর্য রহস্য
আপনি নিশ্চয়ই রোজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেন আর ভাবেন যে যদি আপনার দীপিকার মতো গ্ল্যামারাস স্কিন হত। বা নিশ্চয়ই নিজের চুলে হাত দিয়ে আপনার প্রিয়াঙ্কার কথা মনে পড়ে। দেখুন, বলিউড সেলেবদের মতো অমন নিদাগ চমকদার স্কিন আপনি নাও পেতে পারেন কারণ তাঁর নেপথ্যে থাকে অনেক যত্ন আর অনেক টাকার গল্প।
সেলেবরা সারা দিন তাঁদের ত্বকের যত্ন নিয়ে থাকেন। সেই যত্ন আপনি আপনার সারা দিনের কাজের মধ্যে নিয়ে উঠতে পারবেন না। কিন্তু আপনি সেলেবদের থেকে পাওয়া কিছু টিপস ট্রাই করে দেখতেই পারেন যা আপনাকে বলিউডি টাচ না দিলেও আপনার পাড়ার সেলেব আপনাকে বানিয়ে দেবেই।

দীপিকার কাছে সাধারণত্বই সৌন্দর্যের সংজ্ঞা
দীপিকা মনে করেন তাঁর সুন্দর থাকার সবচেয়ে বড় রহস্য হল সাধারণ রূপচর্চার মধ্যে থাকা। তিনি খুব বেশি মেকআপে বিশ্বাস করেন না। ম্যাট মেকআপ করলেও তাঁর স্কিন তাই সুন্দর লাগে।
এর পাশাপাশি তিনি অনেক জল খাওয়ার পক্ষপাতি। এতে আমাদের ত্বক হাইড্রেটেড হয়।

আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেন। সেটা হল, তিনি কখনও ঘুমোতে যাওয়ার আগে মেকআপ তুলতে ভোলেন না। মেকআপ না তুললে স্কিনের উপর যে খুব খারাপ প্রভাব পড়ে তা আপনারা জানেনই।
তাই অনেক কিছু নয়, সাধারণ কিছু নিয়ম মেনেই আপনি পেতে পারেন সুন্দর ত্বক।
জ্যাকলিনের ভরসা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে
জ্যাকলিনের লাস্যের পাশাপাশি স্কিন দেখেও নিশ্চয়ই চমকে যান আপনারা। এবং বিশ্বাস করবেন না, কিছু ঘরোয়া জিনিস তো আপনিও ব্যবহার করেন।
যেমন ধরুন, জ্যাকলিন জানাচ্ছেন, ডিমের একটি মাস্ক ব্যবহার করেন মুখের জন্য আর চুলের ঔজ্জ্বল্যের জন্য ভরসা রাখেন বিয়ারের উপর।
এর পাশে তিনি জোর দিয়েছেন চুলে তেলের ম্যাসাজ করার দিকে। তিনিও বলছেন, এই তেলই নাকি চুলকে মোলায়েম করে যা যে কোনও স্টাইল করার জন্য দরকার।

তিনি আবার কখনও কখনও দই আর মধুর একটি প্যাক ব্যবহার করেন মুখের ত্বক উজ্জ্বল রাখার জন্য।
আর একটি মসলিনের কাপড়ের টুকরোর মধ্যে বরফ নিয়ে তা মুখে ঘষার পরামর্শ দেন তিনি। এতেও নাকি ত্বক টানটান থাকে।
আর ঠোঁটের যত্নের জন্য তিনি ভোট দিয়েছেন এক এবং একমাত্র মধুকে।
তাহলে দেরী কেন, আজ থেকেই ব্যবহার শুরু করুন।
অনুষ্কা বিশ্বাস করেন ভিতরের সৌন্দর্যে
আরেক বিখ্যাত নাম বলিউডের, অনুষ্কা শর্মা, মনে করেন ভিতর থেকে সুন্দর হওয়াটা খুব দরকার। তাই তিনি বলেন এক্সারসাইজ করতে। এর ফলে ঘামের সঙ্গে অতিরিক্ত টক্সিন বের হয়ে যাবে। আর ত্বক হবে সুন্দর, উজ্জ্বল।

এর পাশাপাশি তিনিও বলেন প্রচুর জল খাওয়ার কথা আর স্বাস্থ্যকর খাবার খাওয়ার কথা। এর সঙ্গে একটু ময়েশ্চারাইজার লাগালেই আপনি পেয়ে যাবেন নিদাগ সুন্দর ত্বক।
প্রিয়াঙ্কার রহস্য রোজকার যত্নে
প্রিয়াঙ্কা শুধু তো ভারতেই বিখ্যাত নন, তিনি বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড পি সি। শুধু অভিনয় নয়, আরও নানা দিকে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। আর তাঁর ফলে সারা দিন তাঁকে বাইরে বাইরে থাকতে হয়। সঙ্গে রয়েছে অনেক আলো, প্রচুর মেকআপ।

তিনি বলেন বিশেষ যত্নের পাশাপাশি তিনি কিন্তু রোজের বেসিক যত্ন, অর্থাৎ ক্লিনসিং, টোনিং আর ময়েশ্চারাইজিং করতে ভোলেন না। আর এটাই তাঁর সৌন্দর্যের রহস্য।
দিনে বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন আর রাতে ঘুমোনোর আগে ময়েশ্চারাইজার, এটা তিনি মানেনই।
আপনিও কিন্তু এগুলো করতে ভুলবেন না।
সোনম কপুর অহুজার মন্ত্র প্রফেশনাল ট্রিটমেন্টে
আরেক তারকা সোনম কপুর অহুজা কিন্তু নির্দিষ্ট দক্ষ হাতের উপর তাঁর যত্ন ছেড়ে দিতে চান।
তিনি নিয়মিত ফেসিয়াল করেন। এর পাশাপাশি স্পা ট্রিটমেন্টের দিকেও তিনি নজর দেন। এটা তাঁকে খুবই আরাম দেয়, রিলাক্স করায়।

আর সঙ্গে রয়েছে বডি ম্যাসাজ।
তা সোনম কপুর অহুজা বিদেশে গিয়ে এই সব করাতেই পারেন, আপনি কলকাতার বিখ্যাত পার্লারে গিয়ে স্পা করতেই পারেন।
এখন আর তাহলে দূর থেকে দেখে হা-হুতাশ করা নয়। রহস্য তো দাশবাস প্রকাশ করেই দিল। এবার শুধু আপনাদের মেনে চলার পালা।
মন্তব্য করুন