ত্বক মসৃণ ও সতেজ থাকবে এবং ত্বকের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন এই গরমে কিভাবে? উত্তর এককথায় টোনার, হ্যাঁ টোনার ব্যবহার করে এই গরমে থাকুন বিন্দাস।
স্কিনের ধরন অনুযায়ী টোনার ব্যবহার না করলে লাভ নেই। তাই স্কিন টোন অনুযায়ী টোনার ব্যবহার করুন। বাজার থেকে কিনে টোনার ব্যবহার করতে হবে না। বাড়িতেই বানিয়ে নিন।
অয়লি স্কিন টোনার
স্কিন অয়লি হলে খুব সহজে ত্বকে ময়লা জমে যায়। ফলে ব্রণ মুখে হতেই থাকে। মুখে নানা দাগ হয়ে যায় এই ব্রণ থেকে। তৈলাক্ত বা অয়লি ত্বকের জন্য ঘরোয়া টোনার বেশি কার্যকরী। চলুন জেনেনি তৈলাক্ত ত্বকের টোনার কিভাবে বানানো যাবে।
উপকরণ:
বেকিং সোডা, গোলাপজল, গরমজল, ও তুলো।
১ কাপ হালকা গরমজল নিন। তাতে ১ চা চামচ বেকিং সোডা ও ২ চা চামচ গোলাপজল মেশান। রেডি আপনার টোনার। এবার তুলো নিয়ে এই মিশ্রণটি মুখে মাখুন। ৫ মিনিট রাখুন। দিনে ২বার করে ব্যবহার করুন এই টোনার। আপনার তৈলাক্ত ত্বক খুব দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে। সাথেই ত্বক উজ্জ্বল ও নরম দেখাবে।
ড্রাই স্কিন টোনার
স্কিন শুষ্ক হলে যেমন দেখতে ভালো লাগে না তেমনই স্কিন তার স্বাভাবিকতা হারায়। শুষ্ক স্কিন বা ত্বকে আর্দ্রতা না থাকলে ত্বক খুবই রুক্ষ লাগে। ত্বকে নানা রকমের বলিরেখা দেখা দেয়। শুষ্ক ত্বকের জন্য নিয়মিত টোনার ব্যবহার করা উচিত। চলুন জেনেনি শুষ্ক ত্বকের টোনার কিভাবে বানানো যাবে।
উপকরণ:
গোলাপজল, গ্লিসারিন, ও তুলো।
একটি বাটিতে ১ চা চামচ গ্লিসারিন ও ৪ চা চামচ গোলাপজল মিশিয়ে নিন ভালো করে। রেডি আপনার টোনার। এবার ভালো করে ঠাণ্ডা জলে আগে মুখ ধুয়ে মুখ মুছে নিন। তারপর তুলতে গ্লিসারিন ও গোলাপজলের মিশ্রণটি লাগান। সারা মুখে মিশ্রণটি লাগানো হয়ে গেলে ১০ মিনিট রাখুন। এরপর ভালো কোন ব্র্যান্ডের ময়েশ্চারাইজার মেখে নিন। রোজ এই ঘরোয়া টোনার ২ বার করে লাগান। আপনার শুষ্ক ত্বক নরম ও মসৃণ হয়ে উঠবে।
সেন্সিটিভ স্কিন টোনার
যাদের ত্বক সংবেদনশীল তাদের ত্বকের যত্ন নেওয়ার বিষয়ে খুবই সচেতন থাকতে হয়। কোন প্রোডাক্ট ব্যবহার করবেন আর কোন প্রোডাক্ট ব্যবহার করবেন না সে বিষয়ে খেয়াল রাখতে হবে। না হলে ত্বকে নানা সমস্যা দেখা দেবে। তাদের জন্য ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি সবচেয়ে লাভজনক। চলুন জেনেনি সংবেদনশীল ত্বকের টোনার কিভাবে বানানো যাবে।
উপকরণ:
ঠাণ্ডা দুধ, গোলাপজল, ও তুলো।
আধা কাপ ঠাণ্ডা দুধ একটি বাটিতে নিন। এবার এতে ২ থেকে ৩ চা চামচ গোলাপজল মেশান। রেডি আপনার টোনার। তুলো দিয়ে সারা মুখে লাগিয়ে রাখুন। ৫ থেকে ৬ মিনিট রেখে ভালো কোন ব্র্যান্ডের ময়েশ্চারাইজার মেখে নিন। দিনে ১ বার করে করুন। আপনার ত্বক সতেজ ও উজ্জ্বল দেখাবে।
মন্তব্য করুন