ঘরে বসে মন ভালো করতে হলে চুপচাপ মোবাইল হাতে তুলে নিয়ে, আবীরের ছবি দেখে নিন। সত্যি মনটা ভালো হয়ে যায়। না না দোল খেলার আবির না আপনার আমার সবার হার্টথ্রব আবীর চট্টোপাধ্যায়।
এই গৃহবন্দী দশায় প্রেমে পড়া বারণ, কিন্তু এই মানুষটির প্রেমে পড়তে বাধা নেই। এত আর যে সে প্রেম নয়! অসময়ের ভার্চুয়াল প্রেম। বিশ্বাস হচ্ছে না! তাহলে নিজের চোখেই দেখে নিন। ছবি দেখতে দেখতে শেষে দেখবেন, এই বাজে সময়েও আপনার মুখে এক চিলতে হাসি ধরা দিয়েছে।
মন্তব্য করুন