ঈদ উল ফিতার আগামী ৪ঠা জুন। উৎসবের এই শুভদিনে রঙিন হয়ে উঠতে হাতের মুঠোয় মেহেদি না থাকলে কি আর চলে! মেহেদি মানেই সুন্দর সুন্দর ডিজাইন। আজ রয়েছে নতুন মেহেদি ডিজাইন আপনাদের জন্য দাশবাসের তরফ থেকে ঈদের উপহার স্বরূপ।
সিম্পল বা সাধারন মেহেদি ডিজাইন
যারা একেবারে হালকা ধরণের মেহেন্দির নক্সা বা ডিজাইন পছন্দ করেন তাদের জন্য কয়েকটি সিম্পল মেহেদি ডিজাইন দেখাবো প্রথমেই।

একেবারেই সহজ ও সাধারন একটি ডিজাইন। নিজেই নিজের হাতে বানাতে পারবেন। আর আঙুলে পোশাকের সাথে ম্যাচিং করে নেলপলিস লাগাবেন কিন্তু ঈদের দিন। ভারী সুন্দর দেখতে লাগবে আপনার হাত।




উপরের প্রত্যেকটি মেহেন্দি ডিজাইন একেবারে সহজ। ঈদের দিন হালকা নক্সার মেহেদি করার ইচ্ছে যাদের তারা এর মধ্যে থেকে একটি ডিজাইন বেছে নিতে পারেন।
হেভি ওয়ার্ক ডিজাইন মেহেদি
ঈদের জন্য পার্লারে গিয়ে মেহেন্দি করার কথা যারা ভেবেছেন, তারা নিশ্চয়ই রয়েছেন সুন্দর হেভি ওয়ার্কের মেহেদি ডিজাইনের খোঁজে? আপনাদের জন্য রইলো কয়েকটি ডিজাইন। যদি পছন্দ হয়, ঈদের আগে রাঙিয়ে নেবেন হাত, এই ডিজাইনের মধ্যে কোন একটি ডিজাইন দিয়ে।





মন্তব্য করুন