কথায় আছে না ‘পুরনো চাল ভাতে বাড়ে’- সেই কথাটি আজকের দিনে একেবারে খাঁটি বলে প্রমাণিত। যারা পায়ে আংটি বা চুটকিকে ওল্ড ফ্যাশান বলে বাতিলের খাতায় ফেলেছিলো তারাই আজ আমাদের এই অলঙ্কারকে সবচেয়ে কুল স্টাইল স্টেটমেন্টের সাথে তুলে ধরছে।
বাঙালি কিন্তু যতই আধুনিক হয়ে যাক না কেন, সে তার পরম্পরা কখনও ভোলে না। বিশেষ করে সাজের ক্ষেত্রেও আজও বাঙালি মেয়েরা সেকেলের সেই সারল্যকে খুব সুন্দর ভাবে ধরে রেখেছে। যাক আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক অসাধারন সুন্দর কিছু পায়ের আংটি বা চুটকির ডিজাইন।
এরমধ্যে কোনটি পছন্দ হলে ছবি দেখিয়ে তা দোকান থেকে বানিয়ে নিতে পারেন অনায়াসে।
১. হাতির নক্সা কাটা পায়ের আংটি
![হাতির নক্সা কাটা পায়ের আংটি](https://dusbus.com/wp-content/uploads/2020/07/Elephant-Style-Toe-Ring.jpg)
২. কুন্দনের কাজ করা পায়ের আংটি
![কুন্দনের কাজ করা পায়ের আংটি](https://dusbus.com/wp-content/uploads/2020/07/Kundan-Toe-Ring.jpg)
৩. নীল পাথরের পাতাবাহার পায়ের আংটি
![নীল পাথরের পাতাবাহার পায়ের আংটি](https://dusbus.com/wp-content/uploads/2020/07/Blue-Stone-Leaf-Style.jpg)
৪. ফ্লাওয়ার স্টাইল পায়ের আংটি বা চুটকি
![ফ্লাওয়ার স্টাইল পায়ের আংটি বা চুটকি](https://dusbus.com/wp-content/uploads/2020/07/Flower-Style-Toe-Ring.jpg)
৫. পাতা সেপের পায়ের আংটি
![পাতা সেপের পায়ের আংটি](https://dusbus.com/wp-content/uploads/2020/07/Heart-Shape-Toe-Ring.jpg)
৬. কলকে নক্সার পায়ের আংটি বা চুটকি
![কলকে নক্সার পায়ের আংটি বা চুটকি](https://dusbus.com/wp-content/uploads/2020/07/Kolke-Design-Toe-Ring.jpg)
৭. গোলাপের নক্সা কাটা চুটকি বা পায়ের আংটি
![গোলাপের নক্সা কাটা চুটকি বা পায়ের আংটি](https://dusbus.com/wp-content/uploads/2020/07/Rose-Style-Toe-Ring.jpg)
৮. পাথরের কাজ করা পায়ের আংটি
![পাথরের কাজ করা পায়ের আংটি](https://dusbus.com/wp-content/uploads/2020/07/Kundan-Style-Sankh-Toe-Ring.jpg)
৯. সিম্পল ডিজাইনের পায়ের আংটি
![সিম্পল ডিজাইনের পায়ের আংটি](https://dusbus.com/wp-content/uploads/2020/07/Simple-Ball-Shape-Toe-Ring.jpg)
১০. রিং স্টাইল পায়ের আংটি
![রিং স্টাইল পায়ের আংটি](https://dusbus.com/wp-content/uploads/2020/07/Simple-Finger-Ring-Style-Toe-Ring.jpg)
১১. সবুজ পাথরের নক্সা কাটা চুটকি
![সবুজ পাথরের নক্সা কাটা চুটকি](https://dusbus.com/wp-content/uploads/2020/07/Small-Old-and-Unique-Style-Square-Toe-Ring.jpg)
১২. এস স্টাইল পায়ের আংটি বা চুটকি
![এস স্টাইল পায়ের আংটি বা চুটকি](https://dusbus.com/wp-content/uploads/2020/07/S-Style-Toe-Ring.jpg)
১৩. সূর্যের নক্সা কাটা পায়ের আংটি
![সূর্যের নক্সা কাটা পায়ের আংটি](https://dusbus.com/wp-content/uploads/2020/07/Sun-Style-Toe-Ring.jpg)
১৪. ছোট ফুলের কাজ করা চুটকি
![ছোট ফুলের কাজ করা চুটকি](https://dusbus.com/wp-content/uploads/2020/07/Three-Small-Flower-Style-Toe-Ring.jpg)
১৫. আনম্যাচ স্টাইল পায়ের আংটি বা চুটকি
![আনম্যাচ স্টাইল পায়ের আংটি বা চুটকি](https://dusbus.com/wp-content/uploads/2020/07/Two-Leg-Unmatch-Style-Toe-Ring.jpg)
মন্তব্য করুন