শীতকাল মানেই শুষ্ক তকের সাথে সাথে চুলও যেন শুকিয়ে কাঠ।রুক্ষ শুষ্ক প্রাণহীন চুল।আর চুল একবার রুক্ষ হয়ে গেলেই ভাঙতে শুরু করে।ব্যাস আর তখনই প্রচণ্ড চুল পড়ে।তবে এই শুষ্ক রুক্ষ চুল থেকে পশমের মত নরম চুল পাওয়া কিন্তু,এখন আপনার হাতের মুঠোয়।কারণ আজ শেখাচ্ছি কিভাবে বাড়ির কিছু খুব সহজ উপাদান দিয়ে চুলকে বানাবেন পশমের মত নরম সুন্দর।দেখুন।
প্রথমে চাই পুষ্টি
দেখুন,চুল রুক্ষ যাতে না হয় তার জন্য আগে চুলকে ভেতর থেকে মজবুত করে তুলতে হবে।তার জন্য দরকার সেইরকম উপাদান।এক্ষেত্রে আপনি লিভনের ওপর ভরসা করতে পারেন।লিভনের হেয়ার টনিক চুলের গোড়া শক্ত করে।আলাদা পুষ্টি দেয়।তাই শুষ্ক হয়ে যাওয়া থেকে চুল রক্ষা পায়।অ্যামাজনে পেয়ে যাবেন ডিসকাউন্টে।
দাম ৬৯৯/-
অফারে দাম ৬২৯/-
ডিমের প্যাক
চুল হোক না রুক্ষ শুষ্ক,ডিম থাকলে আর কোন চিন্তাই নেই।কারণ এটা শুধু চুলকে নরম করবে না,সাথে চুল পড়া কমাবে।চুলের অতিরিক্ত তেলা ভাবকে কন্ট্রোল করবে,আর চুলকে করে তুলবে চকচকে।
উপকরণ
১টা ডিম,১চামচ মধু,১চামচ অলিভ তেল।
পদ্ধতি
ডিম আগে ফেটিয়ে নিন।এরপর এর সাথে মধু ও অলিভ তেল মেশান।ভালো করে সব মিশিয়ে পেস্ট বানান।এবার এটা স্ক্যাল্প সহ পুরো চুলে লাগান।২০ থেকে ৩০ মিনিট রাখুন।তারপর শ্যাম্পু করে ফেলুন।চুল খুব রুক্ষ হয়ে গেলে সপ্তাহে দুদিন করুন।নাহলে একদিন করলেই কাজ হবে।
হট অয়েল ট্রিটমেন্ট
হট অয়েল ট্রিটমেন্ট মানে গরম তেল ম্যাসাজ করা।তেল হালকা গরম করে নিয়ে ম্যাসাজ করলে সেটা স্ক্যাল্পের জন্য খুব ভালো।এটা স্ক্যাল্পের রক্ত সঞ্চালন উন্নত করে।তার ফলে চুল হয়ে ওঠে স্মুথ আর হেলদি।আর হট অয়েল ট্রিটমেন্ট শুধু যে চুল স্মুথ করে তুলবে সেটা নয়।এটা স্ট্রেস কমাতেও সাহায্য করে।এক্ষেত্রে যে কোনো তেলই ব্যবহার করা যায়।তবে চুল খুব শুকিয়ে গেলে,নারকেল তেল সেক্ষেত্রে ভালো।কারণ নারকেল তেল চুলকে ভেতর থেকে কন্ডিশনিং করে।তার ফলে চুল অনেকটা বেশি সময় পর্যন্ত নরম থাকে।
উপকরণ
যে কোনো অয়েল ২চামচ।আপনি হিমালয়া হারবালের অ্যান্টি-হেয়ার ফল অয়েল ব্যবহার করতে পারেন।ভালো ফল পাবেন।
দাম ১০০/-
অফারে দাম ৯০/-
পদ্ধতি
কিচ্ছু না।জাস্ট তেল হালকা গরম করে নিন।ব্যাস এবার এই গরম তেলটা স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন।অন্তত ১৫ মিনিট ম্যাসাজ করুন।ম্যাসাজ করার পর,গরম তোয়ালে দিয়ে মাথা জড়িয়ে রাখুন কিচ্ছুক্ষণ।মানে ওই ২০ মিনিট মত।তারপর ধুয়ে ফেলুন।এটা রোজই করতে পারেন।সময় না থাকলে সপ্তাহে দু থেকে তিনদিন করুন।দেখবেন চুল থাকবে সফট অ্যান্ড স্মুথ।
পারফ্যাক্ট শ্যাম্পু
আমাদের চুলে কিন্তু শ্যাম্পুর ভূমিকা অনেকটা।শুধু চুল পরিষ্কার করাতেই শ্যাম্পুর কাজ শেষ ভাবলে হবে না।তাই শ্যাম্পু দেখুন ঠিকঠাক।ট্রেসেমি একটা অসাধারণ ব্র্যান্ড।তাই আপনি এই ব্র্যান্ডের শ্যাম্পু ট্রাই করতে পারেন।অ্যামাজনে ডিসকাউন্টে পাবেন।
দাম ৩৬০/-
অফারে দাম ২৯২/-
উপযুক্ত কন্ডিশনারও দরকার
অনেক সময় অনেক শ্যাম্পুও কিন্তু চুলকে অনেক বেশি শুকিয়ে দেয়। তাই পারফেক্ট শ্যাম্পু বেছে নেওয়া খুবই দরকার তা তো বললামই যেগুলো চুলকে নরম রাখতে সাহায্য করবে আর শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার দরকার।চুল খুব রুক্ষ হলে,শ্যাম্পু ছাড়াও এমনিতে কন্ডিশনার চুলে মেখে চুল ধুয়ে নিতে পারেন।এতেও চুল নরম থাকবে কিছুটা।সবসময় কন্ডিশনার লাগানোর জন্য যে শ্যাম্পু করতে হবে,তার কোনো মানে নেই।আপনি শ্যাম্পুর পাশাপাশি ট্রেসেমির কন্ডিশনার ব্যবহার করুন।
দাম ১৭১/-
অফারে দাম ১৪৬/-
সাহায্য করবে অ্যালোভেরা
অ্যালোভেরাতে আছে ৭৫টি বিভিন্ন উপকারি নিউট্রিয়েন্টস যা চুলকে তো স্মুথ করে তোলেই।তার সাথে চুলের যে কোনো সমস্যার ক্ষেত্রে উপকারী এটা।এককথায় হেলদি চুল বলতে যা বোঝায়,অ্যালোভেরা তাই দিতে পারে আপনাকে।
উপকরণ
দু থেকে তিন চামচ অ্যালোভেরা জেল।
পদ্ধতি
নিজের বাড়িতে গাছ থাকলে ওখান থেকেই অ্যালোভেরা কেটে নিয়ে জেল বার করে নিন।সেই ফ্রেশ জেলটা লাগান চুলে।কিচ্ছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।একান্তই ফ্রেশ জেল না পেলে,দোকান থেকে অ্যালোভেরা জেল কিনে নিন।এটা সপ্তাহে দু থেকে তিনদিন করুন।
দই
যদি খুব তাড়াতাড়ি চুলকে নরম করতে চান তাহলে আপনাকে সাহায্য করবে দই।এর অ্যান্টি-ফাংগাল ও অ্যান্টি-ফ্রিজ উপাদান চুলকে ভেতর থেকে নারিশ করে।
উপকরণ
হাফ কাপ দই।
পদ্ধতি
দই ভালো করে ফেটিয়ে নিন।এবার এটা পুরো চুলে ভালো করে লাগান।চুল বড়ো হলে,দই এর পরিমাণ বাড়ানো যেতে পারে।দেখবেন সব চুলে যেন ভালো ভাবে দই লাগে।এরপর ২০ মিনিট অপেক্ষা করুন।তারপর ধুয়ে ফেলুন।এক্ষেত্রে মাইলড শ্যাম্পু ব্যবহার করুন।সপ্তাহে দু থেকে তিনদিন করুন।কিছুদিনের মধ্যেই পার্থক্যটা চোখে পড়বে।
এই প্রতিটা ট্রিটমেন্টই জাস্ট অসাধারণ কাজ করবে আপনার চুলকে পশমের মত নরম করে তুলতে।তাই প্রতি সপ্তাহে এক একদিন একটা ট্রাই করুন।বেশী না একমাসের মধ্যেই চুলের তফাৎটা বুঝতে পারবেন।
মন্তব্য করুন