শেহনাজ ফেসিয়াল নিশ্চয়ই করান? বিউটি জগতে এনার নাম জানেন না এরম বোধহয় কেউ নেই। তিনি হলেন কসমেটিক গুরু যাকে বলে, যিনি বছরের পর বছর ধরে আয়ুর্বেদ এবং বিউটি নিয়ে বিভিন্ন স্টাডি করে, আমাদের বিউটির খেয়াল রাখছেন।
শেহনাজ ফেসিয়াল অনেকের পছন্দের শীর্ষে। আর এনার একটা বিউটি টিপস যেন আমাদের কাছে অমূল্য। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম, শেহনাজ হুসেনের কিছু বেস্ট বিউটি টিপসের সন্ধান উজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে।
১. দই ও হলুদের মাস্ক

এটা যেমন একদিকে স্কিনকে স্মুথ, হেলদি রাখতে সাহায্য করবে, তেমনই স্কিন ট্যানও রিমুভ করবে।
উপকরণ:
২ চামচ দই ও এক চিমটে ভালো মানের হলুদ গুঁড়ো।
পদ্ধতি:
দই ও হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। এবার এটা মুখে গলায় লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে নিন। এটা রোজই করতে পারেন। স্কিন খুব ভালো থাকবে।
২. ব্রণ থেকে মুক্তি পেতে

গাল ভর্তি ব্রণ? তাহলে কাজে লাগান নিম ও চন্দনকে। যেখানে নিম কাজ করে অ্যান্টি-ব্যাকটেরিয়াল রূপে, সেখানে নিম-চন্দন একসাথে কাজ করবে ব্রণ সারাতে। শুধু ব্রণ নয়, অন্যান্য সমস্যাও কমে যাবে এই প্যাক থেকে।
উপকরণ:
১ চামচ চন্দন গুঁড়ো ও কয়েকটা নিম পাতা।
পদ্ধতি:
নিম পাতা ধুয়ে পেস্ট করে নিন এবং কয়েকটা নিমপাতা জলে ভিজিয়ে রাখবেন কয়েক ঘণ্টা। এবার এতে চন্দন মেশান। ভালো করে দুটো জিনিস ব্লেণ্ড করে নিন। এবার এটা মুখে লাগিয়ে অপেক্ষা করুন ১২ মিনিট। এরপর নিমপাতা ভেজানো জল দিয়ে মুখ ধুয়ে নিন। বেশী ব্রণ থাকলে সপ্তাহে দু’দিন করুন।
৩. স্কিনকে ব্রাইট করতে শেহনাজ টিপস
স্কিনকে ব্রাইট করতে, লেবুর ও মধু থেকে ভালো কিছু আর হয় না। এটা ঠিক যতটা পুরনো, ততটাই কার্যকরী। স্কিনকে এক্সফোলিয়েট করে ব্রাইট করে তোলে।
উপকরণ:
এক চামচ মধু ও এক চামচ লেবুর রস।
পদ্ধতি:
মধু ও লেবু মিশিয়ে নিন ভালো করে। এবার এটা মুখে ও গলায়ও লাগাতে পারেন। ১৫ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। গরমকালে লেবুর রসের সাথে মধুর বদলে, শসার রস একই পরিমাণে ব্যবহার করতে পারেন। এটা মুখের যেকোনো দাগ সরাতেও সাহায্য করবে। এবং মুখ থাকবে ফ্রেশ, ট্যান ফ্রী এবং ব্রাইট।
৪. চ্যাটচ্যাটে স্কিন থেকে মুক্তি পেতে
গরমে অয়েলি স্কিন মানেই, চ্যাটচ্যাটে তেলতেলে মুখ। তৈলাক্ত ত্বকের এই অতিরিক্ত তেল যন্ত্রণা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন এই প্যাক।
উপকরণ:
২ চামচ টম্যাটো রস ও ১ চামচ দই।
পদ্ধতি:
টম্যাটোর রস ও পাল্প দুটোই ব্যবহার করতে হবে। টম্যাটো পাল্প হলে এক্ষেত্রে ১ চামচ লাগবে। টম্যাটোর সাথে দই মিশিয়ে নিন। এবার এই পেস্ট মুখে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটা রোজই করতে পারেন। তাহলে পাবেন একটা অয়েল ফ্রী গ্লোয়িং লুক।
৫. মুখে ব্ল্যাক হেডস? চিন্তা কি শেহনাজ টিপস তো আছেই
মুখের ব্ল্যাকহেডস কিংবা হোয়াইটহেডস সহজে যাচ্ছে না? তাহলে এটা একটা অসাধারণ ট্রিটমেন্ট। আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেবে।
উপকরণ:
১ চামচ চাল গুঁড়ো ও ১ চামচ দই।
পদ্ধতি:
দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এবার এটা মুখে লাগিয়ে, হালকা হাতে সার্কুলার মোশনে ৫ মিনিট ম্যাসাজ করুন। তারপর আরও ৫ মিনিট এটা রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন। এটা স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে এবং ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দুটোই রিমুভ করতে সাহায্য করে। মুখ পরিষ্কার রাখতে এই প্যাক সপ্তাহে একদিন লাগান।
৬. ড্রাই স্কিন ক্লিঞ্জিং
স্কিন খুব ড্রাই হলে, ক্লিঞ্জার হিসাবে এই পদ্ধতিকে কাজে লাগান। কারণ ড্রাই স্কিনে সবকিছু চলে না, স্কিন আরও ড্রাই লাগে। এতে স্কিন নরমও থাকবে আবার, স্কিনের ভেতর জমে থাকা ময়লাও পরিষ্কার হবে।
উপকরণ:
১০ ফোঁটা সূর্যমুখী তেল ও ৫ ফোঁটা কাঁচা দুধ।
পদ্ধতি:
সূর্যমুখী তেলের সাথে দুধ মিশিয়ে নিন। এবার তুলোর বল এতে ডুবিয়ে, মুখ পরিষ্কার করুন।
তাহলে শেহনাজ হুসেনের বিউটি টিপস তো জেনেই গেলেন, এবার আর দেরী কেন, শুরু করে দিন নিজের রূপের চর্চা।
মন্তব্য করুন