স্কিনের নানা রকমের সমস্যা বারোমাস লেগে রয়েছে। বিশেষ করে ড্রাই স্কিনে এই সমস্যা বেশি মাত্রায়। বিউটিশিয়ান শেহনাজ হুসেনের কয়েকটি বিশেষ টিপস আজ শেয়ার করলাম ড্রাই বা শুষ্ক স্কিনের জন্য। ব্যবহার করে দেখুন ভালো ফল পাবেন বলতে পারি।
দেরী না করে শেহনাজ হুসেনের স্পেশাল দুটি টিপস দিয়ে শুরু করে দিন ড্রাই স্কিনের যত্ন নেওয়া।
![ড্রাই স্কিন](https://dusbus.com/wp-content/uploads/2018/09/dry-skin.jpg)
টিপস নম্বর ১
ড্রাই স্কিনে সব রকমের ফেস প্যাক ব্যবহার করা যায় না। এতে সমস্যা বাড়ে বই কমে না। তাই বিশেষ এই ফেস প্যাকটি ব্যবহার করুন।
উপকরণ:
- সূর্যমুখী তেল
- গরুর দুধ
কিভাবে বানাবেন ফেস প্যাক
বাজারে কিনতে পেয়ে যাবেন সূর্যমুখী তেল। না পেলে অনলাইন থেকে কিনতে পারেন।
![সূর্যমুখী তেল বোতলে](https://dusbus.com/wp-content/uploads/2018/09/pure-sunflower-oil.jpg)
amazon box=”B015UAUGZS” title=”পিওর সূর্যমুখী তেল” description=”ত্বকের যত্নে দারুন কার্যকরী” button_text=”কিনুন”
- সূর্যমুখী তেল ৫ থেকে ৬ ফোটা নিন একটি কাঁচের বাটিতে।
- এবার এতে কাচা দুধ ৪ ফোটা মত মেশান। দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন।
- তুলো দিয়ে মুখে লাগান। ৫ মিনিট হালকা ম্যাসাজ করে নিন।
- মুখে লাগানোর ২০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে শুধু একবার মুখ ধুয়ে নিন।
- এটি রোজ বাইরে থেকে ঘরে এসে করুন বা রাতে ঘুমোনোর আগে করুন।
টিপস নম্বর ২
ড্রাই স্কিনের জন্য শেহনাজ হুসেনের স্পেশাল ট্রিটমেন্ট। এতে যা যা লাগবে তা আপনারা রান্না ঘরেই পেয়ে যাবেন।
উপকরণ:
- ১চা চামচ চালগুঁড়ো
- ১চা চামচ টকদই
কিভাবে বানাবেন ফেস প্যাক
- ১চা চামচ চালগুঁড়ো ও ১চা চামচ টকদই একটি বাটিতে নিন। ভালো করে মেশান।
- এবার প্যাকটি মুখে লাগিয়ে হালকা ভাবে সার্কুলার মোশনে ৫মিনিট ম্যাসাজ করুন।
- ১৫ মিনিট মত মুখে রাখার পর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।
- সপ্তাহে ৩ থেকে ৪ বার ব্যবহার করুন। এই ফেস প্যাকটি লাগানোর পর রোদে যাবেন না। তাই চেষ্টা করুন রাতে ব্যবহার করার।
Amr mukha holl holl hoya gacga Soo ki korbo bujta parchi na
Ki tipes ta din please
আমার শীত কালে স্কিন খুব ড্রাই থাকে, আর গরম কালে খুব অয়েলি, আমি চালের গুড়ো ব্যাবহার করতাম শুধু, টক দই না, এটা ব্যাবহারে ড্রাই নেস টা কি কাটবে? আর তেল টা কোথায় পাবো, মানে কি রকম দোকানে??একটু জানান
আমার স্কিন শীত কালে খুব শুষ্ক. হয়ে যায়. কোন ফেসপ্যাক ব্যবহার করবো.
Ami ki eta back used korte pari
Mukh a Bron uthse beshi ekhn ki Ami apni j vabe bolsen oi procedure follow korbo ? Kono vabei Bron komtese nah and screen oily .